1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যেখানে শিশুদের জায়গা নেই

২০ মার্চ ২০১৬

সিরিয়া সংকটের পাঁচ বছর পূর্ণ হলো৷ এই পাঁচ বছরে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, দুর্ভোগ ক্রমেই বেড়েছে বেঁচে থাকা সিরীয়দের৷ সবচেয়ে বেশি দুঃসময় শিশুদের৷ সিরিয়ায় যেন শিশুদের বেঁচে থাকার মতো জায়গাই নেই!

সিরিয়ার কোবানি শহরের দু’টি শিশু
ছবি: Getty Images/AFP/Y. Akgul

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ-এর সিরিয়া সংকট বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ কথাই বলা হয়েছে৷ প্রতিবেদনের শিরোনাম, ‘নো প্লেস ফর চিলড্রেন', অর্থাৎ শিশুদের জন্য কোনো জায়গাই নেই৷

জায়গা নেই বলতে সুস্থ জীবনযাপন দূরের কথা, সুস্থ, স্বাভাবিক চিন্তাভাবনা নিয়ে নিরাপদে বড় হয়ে ওঠারও কোনো জায়গা নেই৷ থাকার কথাও নয়৷ পাঁচটি বছর ধরে যুদ্ধ চলছে একটি দেশে৷ এ সময়ে জন্ম নিয়েছে কমপক্ষে ৩৭ লাখ শিশু৷ যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই, অথচ যুদ্ধ তাদের জীবনকে গ্রাস করে বসে আছে৷

ওই শিশুদের সকালে ঘুম ভাঙে গোলাগুলির শব্দে৷ ঘরে এসে পড়ে বোমা৷ স্কুলে গেলে সেখানে চলে হামলা৷ স্কুলে যাওয়ার পথে হামলা, স্কুল থেকে ফেরার পথে হামলা৷ সিরীয় শিশুরা কোথায় নিরাপদ?

অনিচ্ছাকৃত হামলার শিকার হলে হয়ত বলা যেত সিরিয়ায় শিশুদের বেঁচে থাকার তবু একটু আশা আছে৷ কিন্তু ইউনিসেফ এমন অন্তত ১৫০০ ঘটনা সম্পর্কে জেনেছে যেগুলোতে ভয়াবহভাবে ভয়াবহভাবে লঞ্ছিত হয়েছে শিশু অধিকার৷ দেড়শ'রও বেশি শিশুর মৃত্যু হয়েছে স্কুলে, স্কুলে যাওয়ার পথে কিংবা স্কুল থেকে বাড়ি ফেরার পথে চালানো হামলায়৷

প্রায় সব হামলাই পরিকল্পিত৷ জার্মানির ইউনিসেফ কার্যালয়ের নির্বাহী পরিচালক ক্রিস্টিয়ান শ্নাইডার জানালেন শিশুদের ঠান্ডা মাথায় গুলি করে মারার মতো ঘটনাও হরহামেশা ঘটছে সিরিয়ায়৷ তাঁর ভাষায়, ‘‘স্নাইপাররা এখন সরাসরি শিশুদেরও টার্গেট করছে৷ স্কুলে চালানো হচ্ছে বোমা হামলা৷ যে যুদ্ধের সঙ্গে শিশুদের কোনো সম্পর্ক নেই, সশ্স্ত্র জঙ্গিরা সেই যুদ্ধে শিশুদেরই নামিয়ে দিচ্ছে৷'' ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী, গত বছর প্রত্যক্ষ যুদ্ধে কমপক্ষে ১০০ শিশু নিহত বা আহত হয়েছে৷

ইউনিসেফ-এর প্রতিবেদনের শিরোনাম তাই, ‘সিরিয়া: যেখানে শিশুর জন্য কোনো জায়গা নেই৷' অবশ্য যেখানে শিশুদেরই বাঁচার জায়গা নেই সেখানে কোনো মানুষেরই বা নিরাপত্তা থাকে!

বাংলাদেশের শিশুরা কি নিরাপদ? আপনার মন্তব্য জানান, নীচের ঘরে৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ