1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্দেহভাজন সন্ত্রাসীদের বয়ান

২৩ আগস্ট ২০১৭

স্পেনে গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে আটক এক ব্যক্তির দাবি, তাদের সন্ত্রাসী সেল বার্সেলোনায় গির্জা ও সৌধের উপর বড় আকারের হামলার ষড়যন্ত্র করছিল৷ তাদের কার্যকলাপ সম্পর্কে আরও অনেক তথ্য জানা গেছে৷

বার্সোলোনা হামলার পর পুলিশের তৎপরতা
ছবি: Reuters/J. Medina

গত বৃহস্পতিবার বার্সেলোনা ও কামব্রিলস শহরে সন্ত্রাসী হামলায় ১৫ জনের মৃত্যুর পর পুলিশ আরও গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছে৷ সন্ত্রাসী সেলে সম্ভবত ১২ জন সদস্য ছিল, যার মধ্যে ৪ জনকে জীবিত অবস্থায় আটক করেছে পুলিশ৷

বার্সেলোনা শহরে পর্যটকদের আকর্ষণের অভাব নেই৷ একাধিক দ্রষ্টব্য ও স্মৃতিসৌধ দেখতে ভিড় করেন তাঁরা৷ বিস্ফোরক দিয়ে এমন একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল জিহাদি সন্ত্রাসী সেল৷ তাদেরই একজন এমন দাবি করেছে৷ ২১ বছর বয়স্ক মহম্মদ হুলি চেমলাল আদালতে জানিয়েছে, সে মাস দুয়েক আগে এই ষড়যন্ত্রের কথা জানতে পারে৷ চেমলালের বয়ান অনুযায়ী, তাদের সেলের ইমাম আবদেলবাকি এস সাতি নিজে আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল৷ স্পেনের ‘এল মুন্দো' সংবাদপত্রের সূত্র অনুযায়ী, বার্সেলোনার বিখ্যাত ‘সাগ্রাদা ফামিলিয়া' গির্জা হামলার লক্ষ্যবস্তু ছিল৷

বিচারপতি চেমলাল ও দ্রিস উকাবির নামের দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক রাখার অনুমতি দিলেও তৃতীয় এক ব্যক্তিকে যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন৷ আগামী তিন দিনের মধ্যে চতুর্থ ব্যক্তি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তিনি৷

বার্সেলোনা ও কামব্রিলস শহরে হামলার ঠিক আগের দিন আলকানার শহরে একটি বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে৷ সামান্য আহত হলেও চেমলাল অল্পের জন্য বেঁচে যায়৷ পুলিশ ধ্বংসস্তুপের মধ্যে টিএটিপি নামের উপকরণ খুঁজে পায়, যা তথাকথিত ইসলামিক স্টেট সাধারণত ব্যবহার করে থাকে৷ সেখানে একটি সবুজ বইও পাওয়া যায়, যাতে ‘ক্রুসেডার বা ধর্মযুদ্ধে খ্রিষ্টান যোদ্ধাদের প্রতি আল আন্দালুসে আইএস যোদ্ধাদের সংক্ষিপ্ত চিঠি'-র উল্লেখ রয়েছে৷ বেলজিয়ামের সঙ্গে এই সেলের যোগাযোগের ইঙ্গিতও পাওয়া গেছে৷

পুলিশের সূত্র অনুযায়ী, আচমকা বিস্ফোরণের কারণে বোমা ও দুই সদস্যকে হারিয়ে দুই শহরে চটজলদি বিকল্প হামলার ছক কষে সেই সন্ত্রাসী সেল৷ কিন্তু কামব্রিলস শহরের কাছে চালক এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ার ফলে সেখানকার হামলাও বানচাল হয়ে যায়৷ সোমবার স্পেনের পুলিশ বার্সেলোনায় হামলার সম্ভাব্য মূল আততায়ী ইউনেস আবুইয়াকুবকে গুলি করে হত্যা করে৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ