1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে বানরের চেহারা মানুষের মতো

২৭ মার্চ ২০১৮

এক বানরকে নিয়ে মেতে উঠেছে ইন্টারনেট৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই দাবি, বাঁদর মহাশয়ের মুখশ্রী একেবারে মানুষের মতো৷

China Forschung geklonte Affen
ছবি: Reuters/Chinese Academy of Sciences

ডারউইনের তত্ত্ব অনুযায়ী, মানুষ ও বানরের আদিপুরুষ একই৷ অর্থাৎ, একই জেনেটিক ধারার দু'টি পথ দুইদিকে গেছে বেঁকে৷ কিন্তু এই একজন খুব বেশিদূর বোধ হয় যায়নি৷ কাছাকাছি রয়ে গেছে৷ বলা হচ্ছে, এক বানরের কথা, যার মুখ মানুষের মতো৷

এই বানরটির আপাত নিবাস চীনের তিয়ানজিন চিড়িয়াখানায়৷ একে নিয়ে তৈরি একটি ভিডিও চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়৷

টুইটারের মতো চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে এই ভিডিও দেখা হয়েছে কমপক্ষে আশি লাখ বার৷

নেটিজেনরা ১৮ বছর বয়সি  এই বানরের চোখ ও মুখের দিকে ইঙ্গিত করে একে একেবারে মানুষের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেন৷ পরে চীনের নিউজ নেটওয়ার্ক সিজিটিএন রোববার ভিডিওটি ইউটিউবে ছাড়ে৷ তাদের মতে, কালো মাথার এই কাপুচিনরা মূলত মধ্য ও দক্ষিণ অ্যামেরিকার বাসিন্দা৷ এদের উচ্চ বুদ্ধিমত্তা ও হাতের দক্ষ গঠনের জন্য চলচ্চিত্র ও টিভি শুটিংয়ে খুব ব্যবহার করা হয়৷

জেডএ/এসিবি 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ