1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে বিজ্ঞাপন চোখে জল এনে দেয়

২৬ জুন ২০১৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত কত ভিডিওই তো চোখে পড়ে৷ কিছু বিজ্ঞাপন মনে দাগ কাটে, কিছু হারিয়ে যায় নিমেষেই৷ এই বিজ্ঞাপনটি কিভাবে যেন মানুষের চোখে জল এনে দিচ্ছে৷

ছবি: UC Browser Bangladesh

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত কত ভিডিওই তো চোখে পড়ে৷ কিছু বিজ্ঞাপন মনে দাগ কাটে, কিছু হারিয়ে যায় নিমেষেই৷ এই বিজ্ঞাপনটি কিভাবে যেন মানুষের চোখে জল এনে দিচ্ছে৷

মুঠোফোনে ভিডিও দেখছিল এক খুকি৷ হঠাৎ তাঁর একটি পোশাক পছন্দ হয়ে যায়৷ সেই পোশাক পরে পরীর মতো হতে চায় সে৷ ঈদের উপহার হিসেবে পোশাকটা তার চাইই চাই৷

বর্তমান যুগে কেনাকাটা যে কতটা সহজ হয়ে গেছে তা দেখিয়ে দিলেন খুকির মা৷ তিনি মুহূর্তেই মুঠোফোন থেকে অর্ডার দিলেন পোশাকটি৷ ঘরের এক কোণে বসে পুরো বিষয়টি দেখছিল বাড়ির গৃহকর্মীর মেয়েটি৷ গৃহকর্ত্রীর মেয়ের বয়স আর তার বয়স একই৷ সে-ও মায়ের কাছে গিয়ে আবদার করলো পরী হওয়ার৷ গৃহকর্মী মা কিছুটা বিব্রত হলেন, চলে গেলেন আড়ালে৷

ক'দিন পর পোশাক এলো৷ তারপর যা ঘটলো, তা দেখেই নিন৷ ঈদ উপলক্ষ্যে এই বিজ্ঞাপনটি তৈরি করেছে ইউসি ব্রাউজার৷ প্রতিষ্ঠানটি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মীর রাসেল এই প্রসঙ্গে বলেন, ‘‘ধনী কিংবা গরীব, সবার জন্যই ঈদ৷ সমাজের উচ্চ শ্রেণির মানুষজন নিম্ন শ্রেণির মানুষের পাশে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করুক, যার যার অবস্থান থেকে একে অন্যকে সাহায্য করে সমাজের বৈষম্য দূর করুক, এটিই ছিলো আমাদের এই বিজ্ঞাপন তৈরির লক্ষ্য৷''

বিজ্ঞাপনটি ইতোমধ্যে দেখেছেন বিশ লাখের বেশি মানুষ৷ অনেকেই সেটি ফেসবুকে শেয়ার করেছেন, বিশেষ করে আবেগী মানুষরা প্রতিক্রিয়া হিসেবে কান্নার ইমো ব্যবহার করেছেন অনেক৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ