সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত কত ভিডিওই তো চোখে পড়ে৷ কিছু বিজ্ঞাপন মনে দাগ কাটে, কিছু হারিয়ে যায় নিমেষেই৷ এই বিজ্ঞাপনটি কিভাবে যেন মানুষের চোখে জল এনে দিচ্ছে৷
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত কত ভিডিওই তো চোখে পড়ে৷ কিছু বিজ্ঞাপন মনে দাগ কাটে, কিছু হারিয়ে যায় নিমেষেই৷ এই বিজ্ঞাপনটি কিভাবে যেন মানুষের চোখে জল এনে দিচ্ছে৷
মুঠোফোনে ভিডিও দেখছিল এক খুকি৷ হঠাৎ তাঁর একটি পোশাক পছন্দ হয়ে যায়৷ সেই পোশাক পরে পরীর মতো হতে চায় সে৷ ঈদের উপহার হিসেবে পোশাকটা তার চাইই চাই৷
বর্তমান যুগে কেনাকাটা যে কতটা সহজ হয়ে গেছে তা দেখিয়ে দিলেন খুকির মা৷ তিনি মুহূর্তেই মুঠোফোন থেকে অর্ডার দিলেন পোশাকটি৷ ঘরের এক কোণে বসে পুরো বিষয়টি দেখছিল বাড়ির গৃহকর্মীর মেয়েটি৷ গৃহকর্ত্রীর মেয়ের বয়স আর তার বয়স একই৷ সে-ও মায়ের কাছে গিয়ে আবদার করলো পরী হওয়ার৷ গৃহকর্মী মা কিছুটা বিব্রত হলেন, চলে গেলেন আড়ালে৷
ক'দিন পর পোশাক এলো৷ তারপর যা ঘটলো, তা দেখেই নিন৷ ঈদ উপলক্ষ্যে এই বিজ্ঞাপনটি তৈরি করেছে ইউসি ব্রাউজার৷ প্রতিষ্ঠানটি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মীর রাসেল এই প্রসঙ্গে বলেন, ‘‘ধনী কিংবা গরীব, সবার জন্যই ঈদ৷ সমাজের উচ্চ শ্রেণির মানুষজন নিম্ন শ্রেণির মানুষের পাশে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করুক, যার যার অবস্থান থেকে একে অন্যকে সাহায্য করে সমাজের বৈষম্য দূর করুক, এটিই ছিলো আমাদের এই বিজ্ঞাপন তৈরির লক্ষ্য৷''
দেশে দেশে ঈদ উদযাপন
ঈদ মোবারক৷ সারা বিশ্বের মুসলমানরা ঈদ-উল-ফিতর উদযাপন করছেন৷ বাংলাদেশেও আজ ঈদ৷ দেখুন নানা দেশে ঈদ আয়োজন এবং ঈদ উদযাপনের কিছু ছবি৷
ছবি: Reuters/Ajay Verma
উদযাপনের প্রস্তুতি
রমজান মাসের শেষ কয়েকটা দিনে মুসলিম পরিবারগুলোতে চলে ঈদ উদযাপনের নানা প্রস্তুতি৷ তরুণীরা তখন নিজেকে আরেকটু সুন্দর করে তোলার দিকে মন দেন৷ অনেকেই তখন মেহেদির রঙে রাঙিয়ে তোলেন হাত৷ ছবিতে পাকিস্তানের কয়েকজন তরুণীর হাতে মেহেদি লাগানোর দৃশ্য৷
ছবি: Reuters/C. Firouz
ঈদের নামাজের প্রস্তুতি
ঈদ উদযাপন শুরু হয় নামাজ দিয়ে৷ ছবিতে শ্রীলঙ্কার এক মুসলমান নামাজের আগে অযু করছেন৷
ছবি: Reuters/D. Liyanawatte
রটারডামে ঈদের নামাজ
জার্মানির রটারডাম শহরের মুসলমানদের ঈদের নামাজ আদায়ের দৃশ্য৷
ছবি: Getty Images/AFP/B. Maat
পরিবারে ঈদ আনন্দ
জার্মানিতেও মুসলমানরা মঙ্গলবারই ঈদ উদযাপন করেছেন৷ বার্লিনের এক মুসলিম পরিবারে ঈদ আনন্দের একটি মুহূর্ত৷ নিজের সন্তানসহ পরিবারের অন্য সবাইকে দাঁড় করিয়ে মুহূর্তটি ধরে রেখেছেন এক মা৷
ছবি: Getty Images/S. Gallup
শিশুদের ঈদ
ঈদে শিশুদের মাঝে নানা রঙের বেলুন কেনার ধুম পড়ে যায়৷ ছবিতে বেলুন কিনছে ইন্দোনেশিয়ার শিশুরা৷
ছবি: Reuters/D. Whiteside
রাশিয়ায় ঈদ
রাশিয়ার রাজধানী মস্কো শহরে ঈদের দিনে মসজিদের সামনে কয়েকজন মুসলমান৷
ছবি: Getty Images/AFP/A. Utkin
শরণার্থী পরিবারে ঈদের আনন্দ
বার্লিনের এই শরণার্থী পরিবারেও মঙ্গলবারই এসেছে ঈদের আনন্দ৷ ছবি তুলে দিনটির স্মৃতি ধরে রাখতেও ভোলেননি তাঁরা৷
ছবি: picture-alliance/AP Photo/M. Schreiber
সারায়েভোয় ঈদের নামাজ
সারায়েভোর মুসলমানরাও মঙ্গলবারই নামাজ পড়ে শুরু করেন ঈদ উদযাপন৷
ছবি: Getty Images/AFP/E. Barukcic
তুরস্কে ঈদের নামাজ
তুরস্কের ইস্তানবুল শহরে ঈদের জামাত৷
ছবি: Getty Images/C. McGrath
বন শহরে ঈদ
জার্মানির বন শহরের মুসলমানরাও মঙ্গলবার নামাজ পড়ে ঈদ উদযাপন শুরু করেন৷ ছবিতে কয়েকজন ইন্দোনেশীয় তরুণের ঈদ-সেলফি৷
ছবি: DW/Y. Farid
10 ছবি1 | 10
বিজ্ঞাপনটি ইতোমধ্যে দেখেছেন বিশ লাখের বেশি মানুষ৷ অনেকেই সেটি ফেসবুকে শেয়ার করেছেন, বিশেষ করে আবেগী মানুষরা প্রতিক্রিয়া হিসেবে কান্নার ইমো ব্যবহার করেছেন অনেক৷