1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে বিষে ব্যথা ক্ষয় হয়

১৭ মে ২০১৬

সাগরের পানির নীচে এক ধরনের শামুক থাকে, যার বিষ নাকি মুহূর্তের মধ্যে একটা মাছকে কাবু করে ফেলতে পারে৷ কিন্তু সেই বিষ থেকে আবার এমন ব্যথা সারানোর ওষুধ তৈরি করা যায়, যা মর্ফিনের চেয়ে হাজার গুণ শক্তিশালী৷

Unterwasser Karibische Languste Panulirus argus
ছবি: picture-alliance/Arco Images/F.Schneider

টর্স্টেন নিকেল্স টানা চার বছর পিঠের ব্যথায় ভুগেছেন৷ স্পাইনাল ডিস্কে ছ'বার অপারেশন হয়েছে; এমনকি মর্ফিন নিয়েও ব্যথা কমেনি৷ টর্স্টেন জানালেন, ‘‘বার বার অপারেশন করা হয়েছে, কিন্তু ব্যথা যা ছিল, তাই থেকে গেছে৷ আমি যে আর কখনো ব্যথা ছাড়া বাঁচতে পারব, এ আশাই ছেড়ে দিয়েছিলাম৷''

টর্স্টেন নিকেল্স শেষমেষ এক ডাক্তার খুঁজে পান, যিনি তাঁকে একটি বিশেষ কার্যকরি পেইনকিলার প্রেস্ক্রাইব করেন৷ এই ব্যথার ওষুধটি তৈরি হয়েছে একটি সামুদ্রিক শামুকের বিষ থেকে৷

পেটের অ্যাবডোমিনাল ওয়ালের তলায় রাখা একটি পাম্প দিয়ে ওষুধটা ছোট ছোট ডোজে স্পাইনাল ম্যারো বা মেরুদণ্ডের মজ্জায় ঢুকিয়ে দেওয়া হয়৷ ডোজটা ঠিক হওয়া চাই, সেটাই হলো ডাক্তারদের পক্ষে আসল চ্যালেঞ্জ৷ সুবিধে হলো, মর্ফিনের মতো এ ওষুধে আসক্ত হয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই৷ পেইন থেরাপিস্ট ডক্টর বার্বারা ক্লাইনমান জানালেন, ‘‘এই ওষুধটা তৈরি করতে পারাই একটা চমকে যাওয়ার মতো ব্যাপার৷ ওষুধটা মর্ফিনের চেয়ে এক হাজার গুণ শক্তিশালী৷ আমার মতো বহু ব্যথার ডাক্তার এ ধরনের একটা ওষুধের খোঁজে ছিলেন৷''

মার্কিন যুক্তরাষ্ট্রের উটা বিশ্ববিদ্যালয়ের বালদোমেরা অলিভেরা-র সংগ্রহে এই হিংস্র সামুদ্রিক শামুকটির কিছু বিরল ভিডিও ছবি আছে৷ বিষযুক্ত বাণ ছুঁড়ে এই শঙ্খ জাতীয় প্রাণীটি মুহূর্তের মধ্যে শিকারের প্রাণ নিতে পারে৷

সারা বিশ্বের গবেষকরা চেষ্টা করছেন, সামুদ্রিক শামুকের বিষের রহস্য ভেদ করার৷ নিউরোফিজিওলজিস্ট প্রফেসর হাইনরিশ টের্লাউ জানালেন, ‘‘শামুকরা শ্লথগতি, তাদের শিকারের পিছনে ধাওয়া করা সম্ভব নয়৷ শুধুমাত্র যে সব শামুকের বিশেষভাবে কার্যকরি বিষ আছে, একমাত্র তারাই বিবর্তনের প্রক্রিয়ায় বেঁচে থাকতে পেরেছে৷ এভাবেই এই ‘কোন শেল' বা ‘কোন স্নেইল', অর্থাৎ শঙ্খাকৃতির শামুক তার বিষ সৃষ্টি করতে পেরেছে, যা যেমন শক্তিশালী, তেমনই দ্রুত কাজ করে৷''

এ ধরনের প্রায় পাঁচ'শ শামুক আছে৷ তাদের প্রত্যেকেরই নিজস্ব ধরনের বিষ আছে – সে বিষও আবার নানা পদার্থের সংমিশ্রণ৷ বিজ্ঞানীরা এক একটি করে সেই সব পদার্থের প্রকৃতি ও পরিচয় বোঝার চেষ্টা করছেন৷ সাফল্যও পাচ্ছেন; যেমন একটি পদার্থ বহুমূত্র রোগীদের রক্তে শর্করা কমাতে সক্ষম, কেননা তা থেকে শরীরে ইনসুলিনের উৎপাদন বাড়ে৷ টের্লাউ জানালেন, ‘‘প্রত্যেক প্রজাতির শামুক একশো থেকে দু'শো ধরনের পদার্থ সৃষ্টি করেছে৷ তাদের বিষে লক্ষ লক্ষ পদার্থ পাওয়া যাবে বলে আমরা প্রত্যাশা করছি৷ তার মধ্যে মাত্র কয়েকটিকে আমরা চিনি৷''

টর্স্টেন নিকেল্স-এর ক্ষেত্রে সাগরের শামুকের কাছ থেকে পাওয়া ওষুধ ইতিমধ্যেই কাজ দিয়েছে৷ টর্স্টেন বললেন, ‘‘এই ওষুধটা পাবার পর আমি খুব ভালো আছি৷ আমি আবার সাধারণ মানুষের মতো বাঁচতে পারছি, কাজ করতে যেতে পারছি৷ আমার ব্যথা ৮০ ভাগ কমে গেছে৷''

সাগর থেকে পাওয়া ওষুধ হয়ত ভবিষ্যতে আরো অনেক রোগীর মুশকিল আসানের কাজ করবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ