তাঁতির তৈরি পোশাকের কথা আমরা জানি৷ কিন্তু প্রায় একই পদ্ধতিতে উচ্চ প্রযুক্তির উপকরণ তৈরি করা হচ্ছে, যার প্রয়োগ গাড়ির নিরাপত্তা থেকে ক্যানসার চিকিৎসার মতো ক্ষেত্রেও ছড়িয়ে পড়ছে৷
বিজ্ঞাপন
এই বুনন যন্ত্র পোশাক নয়, গাড়ির এয়ারব্যাগের কাপড় তৈরি করে৷ হাই-স্পিড ভিডিও-তে দেখা যায় এই স্বয়ংক্রিয় যন্ত্র কত দ্রুত ও নিখুঁতভাবে কাজ করে৷ এই অংশটি আন্ডারপ্রেশার ব্যবহার করে সুতা কাপড়ে নিক্ষেপ করে৷ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে একটি ক্যামেরা অতি ক্ষুদ্র ত্রুটিও পরীক্ষা করে৷ সেরা তাঁতির চেয়েও তার দৃষ্টি অনেক বেশি সজাগ৷
সাধারণ পোশাকে সামান্য ত্রুটি হলে ক্ষতি নেই, কিন্তু হাইটেক এয়ারব্যাগ তৈরির সময় নিখুঁত প্রিসিশন জীবন-মরণের প্রশ্ন৷ এই যন্ত্র সুতা প্লিট করে৷ অনেকগুলি সুতার সমন্বয়ে একটি ফিলিগ্রি বা নির্দিষ্ট নক্সার কাপড় সৃষ্টি হয়৷ তাঁতি নয়, সার্জন-দের প্রয়োজনের কথা ভেবে সেটি তৈরি হয়েছে৷ ফুসফুসের অপারেশেনের সময় ট্র্যাভার্স ব্রেডিং ঢোকানোর ডিজাইনও রয়েছে৷
ব্লক হয়ে যাওয়া ফুসফুসের জন্য ইনসার্ট হাতে তৈরি হচ্ছে৷ ক্যানসার রোগীদের কিছুটা আরাম দিতে সেগুলি ডিজাইন করা হয়েছে৷ ধাতব সংস্করণের তুলনায় এই স্টেন্ট নমনীয় এবং টিউমার বাসা বাঁধে – এমন উপকরণের ক্যারিয়ার হিসেবেও কাজ করতে পারে৷ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সেবাস্টিয়ান গাৎসার বলেন, ‘‘যে উপকরণগুলির কথা বললাম, সেগুলি খুবই আকর্ষণীয়৷ অর্থাৎ টিস্যু ইঞ্জিনিয়ারিং-এর কম্পোনেন্ট৷ আমরা রোগীর শরীরের কোষ নিয়ে টেক্সটাইল-এর মৌলিক কাঠামোর সঙ্গে জুড়ে নতুন জীবন্ত ইমপ্লান্ট সৃষ্টি করছি৷ এটাই ভবিষ্যৎ৷ আমরা তাতে শামিল হবার চেষ্টা করছি৷''
আজকাল কিছু স্পোর্টস কারের যন্ত্রাংশের মধ্যেও আধুনিক ফাইবার পাওয়া যায়৷ স্পয়লার, রেয়ার ভিউ আয়না বা গাড়ির বনেট কার্বন দিয়ে তৈরি৷ সেই উপকরণ অত্যন্ত হালকা হয়৷ তাদের কাঠামোর একটা নিজস্বতা আছে, যা দিয়ে সেগুলি চেনা যায়৷ অত্যন্ত শক্ত ও দামী এই উপকরণ প্রথমে প্লিটেড ম্যাট হিসেবে বসানো হয়৷ তারপর প্লাস্টিক দিয়ে তা আরও শক্তপোক্ত করা হয়৷ আখেন শহরে টেক্সটাইল প্রযুক্তি প্রতিষ্ঠানে উচ্চ মানের ম্যাট তৈরি করা হয়৷
কার্বন ফ্যাব্রিকের সুতা সৃষ্টি বেশ কঠিন কাজ৷ প্লাস্টিকের জেট তরল পদার্থে নিক্ষেপ করা হয় এবং সেটি শক্ত হয়ে সুতায় পরিণত হয়৷ তারপর সেটি একাধিক তরল পদার্থে ডোবানো হয়৷ তখনো পর্যন্ত কার্বনের কোনো ভূমিকা থাকে না৷
ধূমপান কীভাবে ছাড়বেন
ধূমপান ক্ষতিকর তা সকলেই জানি৷ ধূমপান যে মস্তিষ্ককে তাড়াতাড়ি বুড়িয়ে দেয় অথবা ধূমপায়ীদের যে অপারশনের আগে বেশি অ্যানেস্থেটিকের প্রয়োজন হয় – এসব হয়ত জানি না৷ সমীক্ষার মাধ্যমে এ রকমই তথ্য জানিয়েছেন বিভিন্ন দেশের গবেষকরা৷
ছবি: picture-alliance/dpa/R. Bonß
সচেতন হোন, বেশি দিন বাঁচুন
যেসব পুরুষ মদ্যপান, ধূমপান ও লাল মাংসের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খান, তাঁদের তুলনায় যাঁরা মদ্যপান, ধূমপান ও লাল মাংস এড়িয়ে শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার খান – তাঁদের আয়ু ১৭ বছর পর্যন্ত বেশি হতে পারে৷ জানাচ্ছে জার্মানির হাইডেলব্যার্গ শহরের ক্যানসার গবেষণাকেন্দ্র৷ তাদের ২২,০০০ নারী ও পুরুষকে নিয়ে করা গবেষণায় নিকোটিন সেবনের কারণে মহিলাদের গড় আয়ু সাত আর পুরুষদের নয় বছর কমে গেছে৷
ছবি: Christian Kaufmann
ধূমপায়ী শতকরা ৫০ জনেরই অপারেশন লাগে
বয়সের সাথে দৃষ্টিশক্তি কমবে, সেটাই স্বাভাবিক৷ তবে সুইডেনে দশ বছর ধরে করা এক সমীক্ষা থেকে জানা গেছে যাঁরা দিনে ১৫টির বেশি সিগারেট খান, তাঁদের চোখে ছানি পড়া বা অন্যান্য সমস্যা সময়ের আগেই দেখা দেয় এবং অপারেশনও করতে হয়৷ তবে গবেষকরা জানান, ধূমপান ছেড়ে দিলেই নাকি চোখের সুস্থতা আবার ধীরে ধীরে ফিরতে থাকে৷
ছবি: Fotolia/MAST
ধূমপায়ীদের অ্যানেস্থেটিক ও ব্যথার ওষুধ বেশি লাগে
তুলনামূলকভাবে ধূমপায়ীদের বেশি মাত্রায় অ্যানেস্থেটিক এবং ব্যথার ওষুধেরও প্রয়োজন হয়৷ এ তথ্য জানিয়েছে তুরস্কের ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল৷ ৯০ জন ধূমপায়ী নারীর জরায়ু অপারেশনের সময় দেখা গেছে যাঁরা ধূমপান করেননি তাঁদের তুলনায় যাঁরা বেশি পরিমাণে ধূমপান করেছেন, তাঁদের বেশি আর যাঁরা কিছুটা কম করেছেন, তাঁদের অনেক কম অ্যানেস্থেটিক দিতে হয়েছে৷ পেইনকিলার বা ব্যথার ওষুধের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷
ছবি: Dean Treml/Red Bull via Getty Images
দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি
ধূমপান শুধু ফুসফুসেরই ক্ষতি করে না৷ যাঁরা ধূমপান করেন না, তাঁদের চেয়ে ধূমপায়ীদের দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তিনিগুণ বেশি৷ দীর্ঘদিন ধরে করা জার্মান পুষ্টি গবেষণা কেন্দ্রের এক সমীক্ষা থেকে জানা গেছে এই তথ্য৷ তবে আনন্দের কথা যে, ধূমপান ছেড়ে দিলে দাঁত পড়ার ঝুঁকিও কমে যায়৷
ছবি: Fotolia/contrastwerkstatt
ধূমপান মস্তিষ্ককে বুড়িয়ে দেয়
বয়সের সাথে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়াটাই স্বাভাবিক৷ কিন্তু ধূমপান মস্তিষ্কের বুড়িয়ে যাওয়াকে আরো ত্বরান্বিত করে৷ ৫,১০০ পুরুষ ও ২,১০০ নারীকে নিয়ে দশ বছরেরও বেশি সময় ধরে করা এক গবেষণায় বেরিয়ে আসা এই তথ্যটি প্রকাশ হয়েছে ‘আর্কাইভ অফ জেনারেল সাইকিয়াট্রি’ ম্যাগাজিন-এ৷
ছবি: picture-alliance/dpa/M. Gerten
ধূমপান ছাড়তে বন্ধু অ্যাপের সাহায্য নিন
অনেক কাজই একসাথে করলে সফলতা আসে তাড়াতাড়ি৷ সেকথা ভেবেই হয়ত সুইজারল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ধূমপান ছাড়ার সহজ পন্থা হিসেবে মোবাইলে একটি ‘ইন্টারঅ্যাক্টিভ স্মোক ফ্রি বাডি অ্যাপ’ চালু করেছে৷ এই অ্যাপটি ধূমপায়ীদের মোবাইল ফোন মারফত বা মুঠোফোনের মাধ্যমেই ধূমপান ছাড়তে সহায়তা দেয়৷