1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এয়ারব্যাগ ও স্টেন্ট বোনে যে যন্ত্র

১২ সেপ্টেম্বর ২০১৬

তাঁতির তৈরি পোশাকের কথা আমরা জানি৷ কিন্তু প্রায় একই পদ্ধতিতে উচ্চ প্রযুক্তির উপকরণ তৈরি করা হচ্ছে, যার প্রয়োগ গাড়ির নিরাপত্তা থেকে ক্যানসার চিকিৎসার মতো ক্ষেত্রেও ছড়িয়ে পড়ছে৷

এয়ারব্যাগ
ছবি: picture-alliance/dpa/Daimlerchrysler

এই বুনন যন্ত্র পোশাক নয়, গাড়ির এয়ারব্যাগের কাপড় তৈরি করে৷ হাই-স্পিড ভিডিও-তে দেখা যায় এই স্বয়ংক্রিয় যন্ত্র কত দ্রুত ও নিখুঁতভাবে কাজ করে৷ এই অংশটি আন্ডারপ্রেশার ব্যবহার করে সুতা কাপড়ে নিক্ষেপ করে৷ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে একটি ক্যামেরা অতি ক্ষুদ্র ত্রুটিও পরীক্ষা করে৷ সেরা তাঁতির চেয়েও তার দৃষ্টি অনেক বেশি সজাগ৷

সাধারণ পোশাকে সামান্য ত্রুটি হলে ক্ষতি নেই, কিন্তু হাইটেক এয়ারব্যাগ তৈরির সময় নিখুঁত প্রিসিশন জীবন-মরণের প্রশ্ন৷ এই যন্ত্র সুতা প্লিট করে৷ অনেকগুলি সুতার সমন্বয়ে একটি ফিলিগ্রি বা নির্দিষ্ট নক্সার কাপড় সৃষ্টি হয়৷ তাঁতি নয়, সার্জন-দের প্রয়োজনের কথা ভেবে সেটি তৈরি হয়েছে৷ ফুসফুসের অপারেশেনের সময় ট্র্যাভার্স ব্রেডিং ঢোকানোর ডিজাইনও রয়েছে৷

ব্লক হয়ে যাওয়া ফুসফুসের জন্য ইনসার্ট হাতে তৈরি হচ্ছে৷ ক্যানসার রোগীদের কিছুটা আরাম দিতে সেগুলি ডিজাইন করা হয়েছে৷ ধাতব সংস্করণের তুলনায় এই স্টেন্ট নমনীয় এবং টিউমার বাসা বাঁধে – এমন উপকরণের ক্যারিয়ার হিসেবেও কাজ করতে পারে৷ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সেবাস্টিয়ান গাৎসার বলেন, ‘‘যে উপকরণগুলির কথা বললাম, সেগুলি খুবই আকর্ষণীয়৷ অর্থাৎ টিস্যু ইঞ্জিনিয়ারিং-এর কম্পোনেন্ট৷ আমরা রোগীর শরীরের কোষ নিয়ে টেক্সটাইল-এর মৌলিক কাঠামোর সঙ্গে জুড়ে নতুন জীবন্ত ইমপ্লান্ট সৃষ্টি করছি৷ এটাই ভবিষ্যৎ৷ আমরা তাতে শামিল হবার চেষ্টা করছি৷''

ক্যাথেটার দিয়ে স্টেন্ট বসানো হচ্ছে...ছবি: medscape

আজকাল কিছু স্পোর্টস কারের যন্ত্রাংশের মধ্যেও আধুনিক ফাইবার পাওয়া যায়৷ স্পয়লার, রেয়ার ভিউ আয়না বা গাড়ির বনেট কার্বন দিয়ে তৈরি৷ সেই উপকরণ অত্যন্ত হালকা হয়৷ তাদের কাঠামোর একটা নিজস্বতা আছে, যা দিয়ে সেগুলি চেনা যায়৷ অত্যন্ত শক্ত ও দামী এই উপকরণ প্রথমে প্লিটেড ম্যাট হিসেবে বসানো হয়৷ তারপর প্লাস্টিক দিয়ে তা আরও শক্তপোক্ত করা হয়৷ আখেন শহরে টেক্সটাইল প্রযুক্তি প্রতিষ্ঠানে উচ্চ মানের ম্যাট তৈরি করা হয়৷

কার্বন ফ্যাব্রিকের সুতা সৃষ্টি বেশ কঠিন কাজ৷ প্লাস্টিকের জেট তরল পদার্থে নিক্ষেপ করা হয় এবং সেটি শক্ত হয়ে সুতায় পরিণত হয়৷ তারপর সেটি একাধিক তরল পদার্থে ডোবানো হয়৷ তখনো পর্যন্ত কার্বনের কোনো ভূমিকা থাকে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ