1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতকন্যার কবিতা

১০ এপ্রিল ২০১৭

কবিতার মাধ্যমে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি৷ কীভাবে পুরুষ নারীকে শুধু যৌন সম্ভোগের বস্তু হিসেবেই দেখে, তা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি৷ ইউটিউবে তাঁর সে কবিতা আবৃত্তি ইতোমধ্যে দেখেছে কয়েক লাখ মানুষ৷

Symbolbild Mikro Mikrofon
ছবি: Fotolia/Dmitry Vereshchagin

ভারতে ধর্ষণের কথা শোনা যায় মাঝেমাঝেই৷ কয়েকবছর আগে নতুন দিল্লিতে এক নারীকে বাসের মধ্যে ধর্ষণ এবং নির্যাতনের পর রাস্তায় ফেলে দেওয়ার ঘটনা গোটা বিশ্বের সাড়া জাগিয়েছিল৷ তারপরও থেমে যায়নি ধর্ষণ৷ বরং আজকাল বিদেশিরাও হচ্ছেন এর শিকার৷

কবি অরণ্য জোহর সম্প্রতি তাঁর এক কবিতার মাধ্যমে সেদেশে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন৷ সেখানে অতীতে নির্যাতনের শিকার বিভিন্ন নারীর কথা তুলে ধরেছেন তিনি, পাশাপাশি জানিয়েছেন কীভাবে তাঁর বা তাঁকে পোশাকের বিষয়ে প্রতিনিয়ত সচেতন করেন৷ প্রতিনিয়ত তাঁকে শুনতে হয় ‘ক্লিভেজ' ঢেকে রেখে টপস পরতে কিংবা স্কার্টের বদলে লম্বা জিন্স পরতে, যাতে তাঁর উরু দেখা না যায়৷

গত ১০ মার্চ ভিডিওটি ইউটিউবে প্রকাশ করার পর, শুধু একটি চ্যানেলেই দেখা হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখবার৷ পাশাপাশি ভিডিওটির বিভিন্ন সংস্করণ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ জার্মানির প্রভাবশালী দৈনিক ফ্রাংকফুর্ট আলগেমাইনে সাইটুংও সম্প্রতি তাদের টাইটারে ভিডিওটির একটি সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছে৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ