1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে ভাস্কর্যের মধ্যে রাত কাটানো যায়

৩০ সেপ্টেম্বর ২০২১

শিল্পকীর্তি দেখতে হলে সাধারণত মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে যেতে হয়৷ কিন্তু জার্মানিতে এক অভিনব প্রদর্শনীতে ভাস্কর্যের মধ্যে রাত কাটানোরও সুযোগ রয়েছে৷ ফলে প্রকৃতি, পরিবেশ ও শিল্পের অনন্য স্বাদ পাওয়া যাচ্ছে৷

Mycelium materials mushrooming to life
ছবি: Wolfgang Günzel

খোলা আকাশের নীচে এই শিল্পকর্মের মধ্যে বাস করা যায়৷ ‘টাইনি বি' নামের প্রদর্শনী প্রকল্প আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের সৃষ্টি তুলে ধরছে৷ বেশিরভাগ শিল্পকীর্তি ফ্রাঙ্কফুর্ট শহরের মেৎসলারপার্কে শোভা পাচ্ছে৷ এর উদ্যোক্তা ও কিউরেটর কর্নেলিয়া সালফ্রাংক৷ তিনি বলেন, ‘‘সর্বোচ্চ ৩০ বর্গমিটার জায়গায় নির্মাণের কাজ দেওয়া হয়েছিল৷ টেকসই উপাদান কাজে লাগিয়ে সেই বাসযোগ্য স্থান কীভাবে ভাস্কর্যের সঙ্গে মিশে যাবে, সেই প্রশ্ন মীমাংসার দায়িত্বও ছিল৷''

বায়োকেমিস্ট হিসেবে লিসা স্টেলৎসার আন্তঃবিষয়ক এক সংঘের অংশ, যেটি ‘মাই কো স্পেস' নামের জায়গাটি ডিজাইন করেছে৷ নবায়নযোগ্য কাঁচামাল দিয়ে সবকিছু তৈরি করা হয়েছে৷ মাশরুম বা ছত্রাক দিয়ে মোড়া মূল কাঠামোটি কাঠের তৈরি৷ লিসা বলেন, ‘‘নির্মাণের উপাদান হিসেবে মাশরুমের বৈচিত্র্য আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে৷ এখানে সেই সৌন্দর্য চোখে পড়ে৷ প্রথমত ছুঁলে অভিনব অনুভূতি হয়৷ প্যানেল অনুযায়ী সারফেসগুলিও পরস্পরের থেকে ভিন্ন৷ পরিবেশবান্ধব এই উপাদানের বিপুল সম্ভাবনা রয়েছে৷ সেটি অনেক পেট্রোলিয়াম-ভিত্তিক, পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানের বিকল্প হয়ে উঠতে পারে৷''

বার্লিনের স্থপতি স্ভেন ফাইফার এই টিমের অন্যতম সদস্য৷ তিনিও এই প্রকল্প সম্পর্কে উৎসাহী৷ স্ভেন বলেন, ‘‘আমার কাছে এটা অনেকটা স্বপ্নের মতো৷ ভবিষ্যতে এমনভাবে নির্মাণ করতে হবে, যাতে পরবর্তী প্রজন্মগুলিও আমাদের মতো সুযোগ পায়৷ স্থাপত্যসহ নতুন প্রায় সবকিছুই ডিগ্রেডেবল বা পরিবেশবান্ধব হতে হবে৷ অর্থাৎ ব্যবহার শেষ হলে উপকরণগুলি আবার যেন প্রকৃতির চক্রে ফিরিয়ে দিতে পারি৷''

ভাস্কর্যের মধ্যে রাত্রিযাপন

04:29

This browser does not support the video element.

শিল্পীদের সৃজনশীলতার ক্ষেত্রে কোনো সীমা রাখা হয় নি৷ ‘টাইনি বি' প্রদর্শনীর কিউরেটর হিসেবে কর্নেলিয়া সালফ্রাংক বলেন, ‘‘লোর প্রুভো নামের ভাস্কর ‘বুব হিল্স বারোস' সৃষ্টি করেছেন৷ বক্ষদেশের মতো দুটি টিলার একদিক থেকে পানির দীর্ঘ বিম বেরিয়ে আসছে৷ অন্যদিকে রয়েছে বাসযোগ্য ভাস্কর্য৷ এটি এখনো পর্যন্ত এই প্রকল্পের সবচেয়ে উত্তেজক বা বিতর্কিত ভাস্কর্য৷ ব্রেস্ট হিলের ভেতরের অংশে মাটির নীচে গর্তও রয়েছে৷ অনেকটা খরগোশ বা ইঁদুরের গর্তের মতো৷ পুরোটা কাদামাটি দিয়ে তৈরি৷ শুধু উপরে স্তনবৃন্ত আসলে মুরানো গ্লাস৷ এখানে প্রকৃতি ও প্রাণিজগতের সঙ্গে আমরা নিজেদের সম্পর্ক অনুভব করি এবং সেই জগতের মর্ম বুঝতে পারি৷''

কিউরেটর হিসেবে কর্নেলিয়া নিজে চীনা-ক্যানেডীয় শিল্পী টেরেন্স কো-র ট্রি হাউসে রাত কাটিয়েছেন৷ সেই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘‘এখানে রাত কাটানোর অভিজ্ঞতার সময় আমি সচেতনভাবে চারিপাশের পরিবেশ অনুভব করেছি৷ বেশি সময় না হলেও কিছুক্ষণ ঘুম হয়েছে৷ মাইন নদীর তীরে উৎসবে ব্যস্ত মানুষের কণ্ঠ অসাধারণ লেগেছে৷ প্রাণী ও পোকার শব্দ পেয়েছি৷ উপরেই একটা মৌচাক ছিল৷ ফলে সব মিলিয়ে খুব সচেতনভাবে প্রকৃতির নির্যাস নিয়েছি৷''

সারা দিন ধরেই বাইরে থেকে বিনামূল্যে এই শিল্পকর্ম দেখা যায়৷ শহরের মধ্যে প্রকাশ্যে এমন শিল্পকর্মের ক্ষতি এড়াতে প্রহরী রাখতে হয়৷ সারাদিন পাঁচ ইউরো মাসুলের বিনিময়ে তিনটি ভাস্কর্যের ভেতরে প্রবেশ করা যায়৷ রাত কাটাতে হলে ১৬৬ ইউরো বা তার বেশি ভাড়া গুনতে হয়৷ পেটার হ্যোনিশ ড্যুসেলডর্ফের ভাস্কর টোমাস শ্যুটে-র ‘স্পার্টা হাট'-এ রাত কাটাতে  এসেছেন৷ তিনি মনে করেন, ‘‘মিউজিয়ামে শিল্পকীর্তি দেখার তুলনায় এটা অবশ্যই ভিন্ন এক অভিজ্ঞতা৷ এখানে শিল্পীর তৈরি কোনো বস্তু দেখার যে সুযোগ রয়েছে, তেমনটা কখনো সম্ভব নয়৷''

‘টাইনি বি' প্রদর্শনীতে শিল্প অভিজ্ঞতার মাধ্যম হয়ে উঠেছে ও নতুন অন্তর্দৃষ্টি সম্ভব করছে৷

টেওডোরা মাভ্রোপুলোস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ