যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদ শেষ হয়ে আসছে৷ আগামী জানুয়ারিতে তিনি ক্ষমতা ছাড়বেন৷ দুই দফায় দায়িত্বে থাকা মার্কিন এই প্রেসিডেন্টের জনপ্রিয়তা প্রকাশ পায় এই মিউজিক ভিডিওটিতে৷ না দেখলে মিস করবেন!
বিজ্ঞাপন
তিনি এমন একজন প্রেসিডেন্ট, যাকে কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অনেক দেশের মানুষই ‘আপনজন' মনে করে৷ তাদের কাছে প্রেসিডেন্ট ওবামা যেন পাশের বাড়ির মানুষ৷ এতটাই স্বচ্ছ্বন্দ্য তাঁর আচরণ৷ এমন রসবোধ খুব কম প্রেসিডেন্টেরই দেখা গেছে৷ শিশুদের সঙ্গে আচরণ শিশুসুলভ, আবার বৃদ্ধদের সঙ্গেও সাবলীল৷ নারীর প্রতি তাঁর শ্রদ্ধাবোধ ফুটে ওঠে স্ত্রী মিশেল ওমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোতে৷ তিনি একজন দায়িত্ববান বাবা এবং মেয়েদের কাছে ‘প্রিয় বন্ধু'৷ কখনো শরণার্থীদের জন্য তাঁর চোখে জল৷ তার আবেগ, উচ্ছ্বাস, আনন্দ যে কোনো মানুষকে ছুঁয়ে যায়৷
সকালে উঠে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মার্কিন প্রেসিডেন্টের কফি খেতে যাওয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলা- আমাদের দেশে তো কল্পনারও অতীত৷ এত নিরাপত্তা প্রোটোকলের বেড়াজালে আমাদের দেশে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাছে যাওয়ার সৌভাগ্য ক'জনেরই বা হয়৷
দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ হওয়া সত্ত্বেও ওবামা ধরাছোঁয়ার বাইরে থাকতে চান না – অন্তত অ্যামেরিকার সেই সব শিশুদের জন্য, যারা ওভাল অফিসে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পায়৷ ওবামা মানুষের সঙ্গে কত সহজে মিশতে পারেন৷
মিউজিক ভিডিওটির শিরোনাম, ‘আই ডোন্ট ওয়ানা লেট ইউ গো, আই অ্যাম গোয়িং টু মিস ইউ'৷ ওবামার প্রেসিডেন্ট ও সাধারণ জীবনের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে ভিডিওতে৷ সেইসঙ্গে শিল্পীর আকুতি ঝরে পড়ছে, ‘যেও না'৷ ভিডিওর বর্ণনায় লেখা হয়েছে, ‘‘বিশ্বের কুল প্রেসিডেন্টের সম্মানে এই ভিডিও, যা বিশ্ববাসী কখনো দেখেনি৷'
বারাক ওবামার জীবনের কিছু অন্তরঙ্গ মুহূর্ত
হোয়াইট হাউসে বারাক ওবামার কার্যকাল শেষ৷ এখন চলছে্ ট্রাম্প রাজত্ব৷ তাঁর সময়ের বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তাঁর ফটোগ্রাফার পিট সুজা৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
সব সময়ে স্পটলাইটে
বারাক ওবামা সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি ‘ফটোগ্রাফড’ মানুষ৷ তবে পিট সুজার মতো তাঁর এত কাছাকাছি যাবার সৌভাগ্য খুব কম মানুষেরই আছে৷ ওবামা-দম্পতির মানবিক ও অন্তরঙ্গ মুহূর্তগুলিও ধরে রাখার সুযোগ পেয়েছেন তিনি৷ যেমন ২০১২ সালে অলিম্পিক প্রতিযোগিতায় অ্যামেরিকা ও ব্রাজিলের বাস্কেটবল ম্যাচের সময় তোলা এই ছবিটি৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
পরাশক্তি ও অতিমানব
বারাক ওবামার অনবদ্য রসবোধ পিট সুজার ক্যামেরায় বার বার ধরা পড়েছে৷ যেমন এখানে ৩ বছরের এক ‘স্পাইডারম্যান’-এর অদৃশ্য জালে আটকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সুজা অবশ্য কোনো একটি ছবিকে সবচেয়ে প্রিয় বলতে পারেন না৷ ওবামা নিজে এই ছবিটিকে ২০১৫ সালের ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
সমানে-সমানে সংলাপ
এই ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল৷ বারাক ও মিশেল ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য প্রিন্স জর্জ ১৫ মিনিট বেশি জেগে থাকার অনুমতি পেয়েছিল৷ বাথরোব পরে সে দিব্যি ওবামা-দম্পতির সঙ্গে হাত মেলালো৷ তাঁর সুবিধার জন্য ওবামা হাঁটু মুড়ে বসে পড়েছিলেন৷ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট ওবামা দম্পতিকে নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন৷
ছবি: picture alliance/ZUMA Press/Pete Souza
প্রেসিডেন্ট হতে কেমন লাগে?
দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ হওয়া সত্ত্বেও ওবামা ধরাছোঁয়ার বাইরে থাকতে চান না – অন্তত অ্যামেরিকার সেই সব শিশুদের জন্য, যারা ওভাল অফিসে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পায়৷ যেমন জেকব ফিলাডেলফিয়া৷ ওবামা মানুষের সঙ্গে কত সহজে মিশতে পারেন, এই ছবি তারই এক দৃষ্টান্ত৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
‘কুল’ প্রেসিডেন্ট
এই ‘কুল’ বা স্বতঃস্ফূর্ত স্মার্ট ভাবমূর্তি বজায় রাখতে ওবামা বেশ পছন্দ করেন৷ যেমন ২০১২ সালে নির্বাচনি প্রচারের সময়ে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা এই ছবিতে তাঁকে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
কী খবর ভাই?
অন্য কোনো ছবিতে সামাজিক বৈষম্য সম্পর্কে ওবামার মনোভাবের এত স্পষ্ট পরিচয় পাওয়া যায় না৷ শুনলে নির্বাচনি বুলি মনে হলেও পিট সুজার তোলা এই ছবি সেই বার্তা তুলে ধরছে৷
ছবি: White House/Pete Souza
ঐতিহাসিক মুহূর্ত যখন ক্যামেরাবন্দি
হোয়াইট হাউসের প্রেস অফিস সুন্দর ছবির ক্ষমতা সম্পর্কে অত্যন্ত সচেতন৷ জামাইকার রাজধানী কিংস্টন থেকে দেশে ফেরার আগে ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার সময়ে আকাশে শোভা পাচ্ছিল সুন্দর রামধনু৷ ২০০৮ সালেই সুজা সেনেটর ওবামার উত্থান সম্পর্কে এক ছবির সংগ্রহ প্রকাশ করেছিলেন৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
স্বাভাবিক যে কোনো পরিবারের মতো
রিসেপশন, নৈশভোজের আমন্ত্রণ অথবা রাষ্ট্রীয় সফর – মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির উপর থেকে নজর কখনোই সরে যায় না৷ কিন্তু সেই সব হইহট্টগোলের বাইরে তাঁরা যে কোনো স্বাভাবিক পরিবারের মতোই আচরণ করেন৷ যেমন ফুটবল খেলা দেখতে দেখতে সন্ধ্যায় টিভির সামনে বসে নৈশভোজ সেরে নেওয়ার এই দৃশ্য দেখিয়ে দিচ্ছে৷
ছবি: Getty Images/White House/P. Souza
শিশুসুলভ মন
সারাদিন ধরে বিশ্ব রাজনীতি সম্পর্কে সিদ্ধান্তের পটভূমি হলেও ছুটির পর হোয়াইট হাউস খেলার মাঠ হয়ে যায়৷ বারাক ওবামা পারিবারিক কুকুর ‘বো’-কে নিয়ে খেলায় মেতে ওঠেন৷
ছবি: White House/Pete Souza
তোমার-আমার মতো
এই ছবিটিও ওবামার পছন্দের ভাবমূর্তি তুলে ধরে৷ এমন এক মানুষ, যিনি ক্ষমতার শীর্ষে উঠেও নিজের স্বাভাবিক সত্তা হারাননি৷ কয়েকজন সেক্রেটারি ও কংগ্রেসের কর্মীর সঙ্গে তিনি দিব্যি বাস্কেটবল খেলায় মেতে উঠেছেন৷ কিন্তু প্রেসিডেন্টকে হারানোর সাহস কার মনে আছে!