1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে মেয়ে হিজাব পরে নাচে

১৯ ফেব্রুয়ারি ২০১৬

নাম স্টেফানি কুর্লো৷ বয়স মাত্র ১৪ বছর৷ কিন্তু এ বয়সেই অসামান্য এক স্বপ্ন তার চোখে৷ স্টেফানি ব্যালেরিনা হতে চায়৷ তবে যে সে ব্যালেরিনা নয়, বিশ্বের প্রথম হিজাবপরিহিতা মুসলিম ব্যালে নৃত্যশিল্পী হতে চায় সে৷

Screenshot YouTube Stephanie Kurlow Ballerina Kopftuch
ছবি: YouTube/Björn Borg

ছোট্টবেলা থেকে ব্যালে নাচ শিখছে স্টেফানি৷ অস্ট্রেলিয়ার আর পাঁচটা মেয়ের মতো সেই ছোটবেলা থেকেই একজন নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন দেখছিল সে৷ কিন্তু ছয় বছর আগে হঠাৎ করেই তার বাবা-মাসহ পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহম করে৷ এরপর হিজাব পরতে শুরু করে স্টেফানি৷ আর সেখানেই ঘটে বিপত্তি৷ কারণ হিজাব পরার ফলে নাচের স্কুলে আর তাকে ঢুকতে দেয়া হয় না৷ অন্য কোনো নাচের স্কুলেও ভর্তি হতে পারে না স্টেফানি৷ সিডনির সেই স্কুলে হিজাব পরে ব্যালে নাচার যে অনুমতি নেই!

কিন্তু হাল ছাড়ার মেয়ে নয় স্টেফানি৷ সে বিশ্বের আন্যান্য জায়গায় বিভিন্ন নাচের স্কুলে যোগাযোগ করে৷ একটি স্কুল তাকে নিতে রাজিও হয়৷ কিন্তু সে বেজায় পেশাদার স্কুল৷ সেখানে ভর্তি হতে অনেক অর্থের প্রয়োজন৷ তাহলে?

না, এতেও দমে যায়নি স্টেফানি৷ বরং জনতার সহযোগিতায় টাকাটা সংগ্রহ করার জন্য সে শুরু করে একটা ‘ফান্ডরেইসিং ক্যাম্পেইন', যার নাম ‘লঞ্চগুড' ৷ তবে শুধু নিজের জন্যই নয়, অন্য মুসলিম মেয়েদের জন্যও এই সুযোগ করে দিতে চায় সে৷ স্টেফানি দেখিয়ে দিতে চায় যে, ইসলাম শিল্পের পথে কোনো বাধা নয়৷ তাই বিশ্বের প্রথম হিজাবপরিহিতা ‘ব্যালেরিনা' হয়ে সে বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করতে চায়৷ এভাবেই করতে চায় তার স্বপ্নপূরণ৷

ডিজি/এসিবি

আপনার মেয়েকেও কি আপনি ব্যালে নাচতে দেবেন? জানান নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ