1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চামড়াজাত পণ্য বর্জন করুন!

আরাফাতুল ইসলাম১২ মে ২০১৬

তিন মেয়ে গাড়িতে করে ঘুরছিল৷ হঠাৎ ছোট্ট এক জঙ্গলের পাশে গাড়ি থামিয়ে নেমে গেল তারা৷ পাশেই নদী৷ আর সেই নদীর টলটলে পানিকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলতে দাঁড়িয়ে যায় তাদের একজন৷ ঠিক তখনই ঘটল ঘটনাটা৷

হাজারিবাগের ট্যানারি
ছবি: DW

একটা বড় কুমির মুহূর্তেই পানিতে টেনে নিয়ে যায় মেয়েটাকে৷ তাঁর বান্ধবীদের তা দেখা আর চিৎকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না৷ বলছি একটি ভিডিও-র কথা৷ ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটির শেষ দৃশ্যে একটি ব্যাগ ভেসে উঠতে দেখা যায়৷

ভিডিওটি বানানো৷ চামড়া না ব্যবহারে উৎসাহ দিতেও সেটি তৈরি হয়নি৷ তবে সেটি ইন্টারনেটে এমনভাবে ছড়িয়েছে যাতে মনে হয় মেয়েটি কুমিরের চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করায় সেটির প্রতিশোধ নিয়েছে একটি কুমিড়৷ কুমিড় কিংবা অন্য প্রাণীরা ঠিক কতটা প্রতিশোধপরায়ন হয়ে উঠতে পারে আমি ঠিক জানি না৷ তবে এতটুকু জানি, তাদের সেই সাধ্য থাকলে মানবজাতির উপর বড় ধরনের প্রতিশোধই নিত তারা৷

ভাবছেন কেন বলছি এ কথা? কিছুদিন আগে প্রাণী অধিকার বিষয়ক সংগঠন পেটা-র একটি ভিডিও দেখার সুযোগ হয় আমার৷ সেখানে দেখানো হয়েছে, কিভাবে জীবন্ত প্রাণীর চামড়া ছিলে ফেলা হয় চামড়াজাত পণ্য তৈরিতে৷ বিভৎস সেই দৃশ্য কুমিড়ের ভিডিও-র মতো বানানো নয়৷ বরং অনেকক্ষেত্রে প্রাণীকে পিটিয়ে বেহুশ করে ফেলা হয় সেটি চামড়া বের করে নিতে৷ সেই ভিডিও দেখার পর চামড়াজাত পণ্য ব্যবহার বেশ কঠিন৷

যারা পশুপ্রাণীকে কষ্ট দিতে চাননা, তারা একটু কষ্ট করে চামড়াজাত পণ্য ব্যবহার থেকে দূরে থাকতে পারেন৷ আর যদি সেটা করতে গিয়ে কিছু কারণের দরকার হয়, তাহলে লেখার বাকি অংশও পড়ুন৷

প্রথম কারণ হতে পারে, অনেকে মনে করেন, চামড়া বোধহয় মাংস উৎপাদনের ‘বাই প্রোডাক্ট' হিসেবে আসে৷ বাংলাদেশের ক্ষেত্রে এটা কিছুটা সত্য বটে৷ তবে বৈশ্বিক বিবেচনায় বিষয়টি সেরকম নয়৷ গরু ছাড়াও আরো অনেক প্রাণী যেমন কুমিড়, সাপ, ক্যাঙ্গারুর মতো প্রাণীর চামড়াও ব্যবহার করা হয় অনেক পণ্য তৈরিতে৷ আর এসব প্রাণীর থেকে চামড়া সংগ্রহ করা হয় বর্বর উপায়ে৷ সেগুলোকে মেরে ফেলা হয় শুধু চামড়ার জন্য৷

দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে প্রাণী নির্যাতনের কথা৷ চামড়ার অন্যতম উৎস হচ্ছে গরু৷ তবে শুধু গরু জবাই করে চামড়া সংগ্রহ করা হয় সেটা ঠিক নয়৷ বরং প্রাণী সংরক্ষণবিদদের দাবি, চামড়া তৈরি করতে গিয়ে গরুকে অমানবিক নির্যাতন করা হয়৷ অনেকক্ষেত্রে সেগুলোকে বেদম পেটানো হয়৷ পাশাপাশি ওষুধ খাইয়ে সেগুলোর ওজন বাড়ানো হয়৷ আর সবচেয়ে নরম চামড়া কিন্তু বুড়ো গরু থেকে আসে না৷ সেটা সংগ্রহ করা হয় গরুর বাছুর হত্যা করে৷

আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

তৃতীয় কারণ হিসেবে বেছে নিতে পারেন চামড়া শিল্পের শ্রমিকদের দুর্দশাকে৷ পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর সেটিকে শুকাতে হয়৷ সেই শুকানোর প্রক্রিয়ায় ব্যবহার করা হয় নানা ধরনের রাসায়নিক পদার্থ৷ আর বাংলাদেশের মতো দেশগুলোতে চামড়া শুকানোর প্রক্রিয়ায় কাজ করা শ্রমিকদের কোনোরকম প্রতিরোধক ব্যবস্থা ছাড়াই কাজটা করতে হয় যা তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর৷

এ সব কারণ বিবেচনায় এনে চামড়াজাত পণ্য ব্যবহার থেকে বিরত থাকতে পারেন৷ তাছাড়া ‘সিনথেটিক লেদার', যা তৈরিতে কোনো প্রাণীকে হত্যা করা হয় না, সেই লেদারের জুতা, জ্যাকেট, ব্যাগ সবই এখন সহজে পাওয়া যায়৷ বিকল্প হিসেবে সেগুলো ব্যবহারের কথাও বিবেচনা করতে পারেন৷

বন্ধু, আপনি চামড়ার কী কী জিনিস ব্যবহার করেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ