1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে স্কুলের পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থী কাজও করে

২৭ জুন ২০২৫

ইংল্যান্ডের সুইনডেন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ কোভিডের পর বাচ্চাদের স্কুলের প্রতি আরো বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিল৷

স্কুলের প্রতি শিক্ষার্থীদের আরো বেশি আগ্রহী করে তুলতে তাদেরকে সপ্তাহে একদিন আগ্রহ অনুযায়ী কাজের সুযোগ দিচ্ছে৷ ফাইল ফটো ছবি: Kerry Davies/Solo Syndication/Daily Mail/picture alliance

সেই ভাবনা থেকে স্কুলের পঞ্চম শ্রেণির প্রতিটি শিক্ষার্থীকে তাদের আগ্রহ অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে৷

ফলে শিক্ষার্থীরা এখন আগ্রহ নিয়ে স্কুলে যাচ্ছে৷ প্রতি সপ্তাহে একদিন স্কুল শেষে কিন্ডারগার্টেন শিক্ষক হিসেবে কাজ করে অলিভিয়া৷ এটি তার আইডিয়া ছিল৷ সে বাচ্চাদের সঙ্গে কারুশিল্প করতে পছন্দ করে, কিন্তু সে মজা করার জন্য আসেনি৷ সে বলছে, ‘‘বড় হয়ে আমি নার্সারি শিক্ষক হতে চাই৷ তাই, আমি বলবো, এখানে ভালো অভিজ্ঞতা হচ্ছে৷’’

অ্যালেক্স এই স্কুলের একজন প্রযুক্তি বিশেষজ্ঞ৷ সে ইউটিউব ভিডিও দেখে কোডিং শিখেছে, এমনকি তার নিজস্ব গেমও তৈরি করেছে৷

সে চায় ছোট ছাত্ররাও একই জিনিস শিখুক৷

অ্যালেক্স তাদের সাহায্য করে এবং সব ধরনের কম্পিউটার সমস্যার সমাধান করে৷

অ্যালেক্স বলেছে, ‘‘আমি তাদের সাহায্যও করি, বলি, তাদের আইপ্যাডে সমস্যা ছিল- অনেকটা এরর কোডের মতো, যা আমি ঠিক করতে পারি৷’’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এমন কাজের পিছনে ধারণা হলো, শুধু ক্লাস প্রতিনিধিদের নয়, প্রত্যেকেরই একটি বিশেষ কাজ থাকা উচিত৷ প্রত্যেক শিশু তাদের জন্য সবচেয়ে উপযুক্ত কাজটি করে থাকে৷

প্রধান শিক্ষক লিসা ডেভিস জানান, ‘‘কোভিডের পর ফিরে এসে আমরা বাচ্চাদের স্কুলের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার কথা ভাবছিলাম৷ আমরা চেয়েছিলাম যে, তাদের প্রত্যেকে স্কুলে একটি দায়িত্ব থাকুক৷’’

বাচ্চারা গর্বিত এই কারণে যে, স্কুল এখন তাদের কাছে কর্মক্ষেত্রও৷

মারলেন ইয়াকবসেন/জেডএইচ

ভারতের যে সরকারি স্কুল সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষায় এগিয়ে

03:14

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ