1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোগাগুরু রামদেব

১৪ আগস্ট ২০১২

দুর্নীতি ও কালো টাকা ইস্যুতে পাঁচ দিন পর আজ অনশন ভাঙলেন যোগাগুরু রামদেব৷ ডাক দিলেন বৃহত্তর আন্দোলনের৷ কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস পার্টিকে৷ স্লোগান দিলেন কংগ্রেস হটাও, দেশ বাঁচাও৷

Indian yoga guru Baba Ramdev waves out of the window of a bus after he was detained with his supporters by policemen in New Delhi, India, Monday, Aug. 13, 2012. Waving Indian flags and shouting slogans, the protesters climbed into a row of police buses parked around the sprawling New Delhi fairground that Ramdev and his supporters had occupied for the past four days. (Foto:Saurabh Das/AP/dapd)
ছবি: dapd

লাল কেল্লার অদূরে আম্বেদকর স্টেডিয়ামে বসে আজ অনশন ভঙ্গ করেন বাবা রামদেব৷ তারপর রওনা হয়ে যান হরিদ্বার অভিমুখে৷ অনশন ভাঙার আগে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী ও কংগ্রেস পার্টিকে৷ দুর্নীতি ও কালো টাকা ইস্যুতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে নতুন স্লোগান দেন, ‘কংগ্রেস হটাও, দেশ বাঁচাও'৷ অভিযোগ, সরকার জনসমর্থন হারিয়েছে৷ আগামী নির্বাচনে তা প্রমাণ হবে৷ পাশাপাশি বলেন, ২০১৪ সালের সাধারণ নির্বাচনের আগে তিনি ঘোষণা করবেন নির্বাচনে কোন পার্টিকে সমর্থন করবেন তিনি৷

গতকাল পুলিশ বাবা রামদেব ও তাঁর সমর্থকদের সাময়িকভাবে আম্বেদকর স্টেডিয়ামে আটক রেখে বিকেলের দিকে তাঁদের সবাইকে ছেড়ে দেয়৷ কিন্ত রামদেব গতকাল যেতে অস্বীকার করলে, পুলিশ তাঁকে হুঁশিয়ারি দেয়,  আজ মঙ্গলবার সকালের মধ্যে স্টেডিয়াম খালি না করলে বলপ্রয়োগ করা হবে৷ এর কারণ, আগামীকাল ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস৷ ঢিল ছোঁড়া দূরত্বে লাল কেল্লায় জাতীয় অনুষ্ঠান৷ প্রধানমন্ত্রী থেকে ভিভিআইপি'রা উপস্থিত থাকবেন সেখানে৷ স্বাভাবিকভাবেই তাই নিরাপত্তার প্রশ্ন রয়েছে৷

অনশন ভাঙার পরই প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দল৷ কংগ্রেস মুখপাত্র মনীশ তেওয়ারি বলেন, আন্দালনের যিনি নেতা তাঁর যেসব ইস্যু এবং সেইসব ইস্যুর পেছনে তাঁর যা উদ্দেশ্য, তার মধ্যে বিরাট ফারাক৷ স্রেফ কালো টাকার ইস্যু হলে সরকারের শ্বেতপত্রেই আছে কী কী পদক্ষেপ সরকার নিয়েছে৷

বিএসপি দলের মায়াবতী মনে করেন, ইস্যুগুলি উপযুক্ত৷ কিন্তু তার জন্য রাজনৈতিক দলগুলিকে এনে ভাষণবাজি করা জনগনের স্বার্থের পক্ষে ঠিক নয়৷ কেন্দ্রীয় মন্ত্রী বিরাপ্পা মইলির মন্তব্য, বাবা রামদেব বিজেপি এবং এনডিএ শরিক দলগুলির চাপে নতজানু হওয়ায় তিনি তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন৷ পর্যবেক্ষকদের মতে, বাবা রামদেব তাঁর যোগা শিক্ষা পেছনে রেখে রাজনৈতিক ময়দানে নামার তোড়জোড় করছেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ