1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোগাযোগের মাধ্যম ইন্টারনেট, ফেসবুক, চ্যাট

২ জানুয়ারি ২০১২

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নিজেদের মধ্যে যোগাযোগ থাকা খুবই জরুরি৷ ইন্টারনেট, এসএমএস, চ্যাট ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রশ্ন এবং সাহায্য চেয়ে কাগজের চিরকুট ঝুলিয়ে দেয়া হয়৷

শিক্ষার্থীদের যোগাযোগের অন্যতম মাধ্যম ইন্টারনেটছবি: Bianca von der Au

শোয়ারৎস্যার ব্রেট – ব্ল্যাক বোর্ড৷ এই বোর্ডে হাতে লিখেই অনেক ধরণের সাহায্য চায় ছাত্র-ছাত্রীরা৷ তার মধ্যে একটি হল ২১ বছর বয়সের এক ছাত্রী থাকার জন্য একটি রুম খুঁজছে৷ বিশ্ববিদ্যালয়ের সামার পার্টি কবে তা জানানো হয়েছে এবং কোন থিয়েটারে কী দেখানো হচ্ছে তাও তুলে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে৷ যোগাযোগ করা হচ্ছে হাতে লিখে, বোর্ডের মাধ্যমে৷ এই বোর্ডে ইন্টারনেট এবং ফেসবুকের স্থান নেই৷ বিদেশী ছাত্র-ছাত্রী যারা এখনো ইলেকট্রনিক মিডিয়ায় দক্ষ নয় তাদের জন্য এই কালো বোর্ডই হল যোগাযোগের অন্যতম মাধ্যম৷

কলম্বিয়ার ছাত্রী ভিভিয়ানা উসমে৷ তার বন্ধু-বান্ধবীদের সে খুঁজে পেয়েছে ফ্রাঙ্কফুর্টে৷ বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য যে দপ্তর, যেখানে ক্লাস হয় সেখানেই তাদের পরিচয়৷ প্রথমে সেখানে যেতে হবে, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে এরপর ভর্তির বিষয়গুলো আসবে৷ প্রায় একবছর ধরে ভিভইয়ানা জার্মান ভাষা শিখেছে, প্রয়োজনীয় কগজপত্র গুছিয়েছে৷ উসমে জানাল, ‘‘শুরুতে বেশ কষ্ট হয়েছে৷ কিছুই চিনি না, লজ্জায় ছোট হয়ে থাকতাম৷ তখন শুধু কলম্বিয়ানদেরই চিনতাম, জানতাম৷ তবে ধীরে ধীরে অন্য বন্ধু-বান্ধবীদের খুঁজে পেয়েছি৷ আমাদের সবার জার্মান ভাষার অবস্থা একই রকম৷ আমরা সবসময়ই নিজেদের প্রশ্ন করতাম কীভাবে নিজেদের সাহায্য করা যায়?''

তবে মাধ্যম হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বোর্ডও কাজে লাগায় শিক্ষার্থীরাছবি: Bianca von der Au

ইন্টারনেট প্ল্যাটফর্মের মাধ্যমে একে অপরকে সাহায্য করা

একে অপরকে সাহায্য করা– ইদানিং তা ফেসবুকের মাধ্যমে সম্ভব হয়েছে৷ কোন সমস্যা হলেই সামাধান চাওয়া হয় ফেসবুকের পাতায়৷ আর গ্রুপ স্টাডিজের জন্য রয়েছে ইন্টারনেট প্ল্যাটফর্ম৷ কারো কোন প্রশ্ন থাকলে তা ভার্চুয়াল পিনবোর্ডে তুলে দেয়া হয়৷ এরপর শুধু অপেক্ষার পালা৷ এছাড়া রয়েছে দল বেঁধে সিনেমা দেখতে যাওয়ার জন্য প্ল্যান তৈরি করা, রাতে দল বেঁধে কোথাও খেতে যাওয়া৷ সবকিছুই করা হয় ইন্টারনেটের মাধ্যমে৷

ফরেন স্টুডেন্টস সংস্থা বা স্টুডিয়েনকলেগে কাজ করছেন ক্রিস্টিন হর্টউইস টুর্মার৷ তিনি ক্লাসও নেন৷ ২০ বছর আগেও তিনি ভাবেননি যে ইন্টারনেট তার কাজ-কর্মকে এত প্রভাবিত করবে৷ ইন্টারনেট যখন নতুন আসল তখনও তিনি ইন্টরনেটের ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন৷ ক্রিস্টিন,‘‘ শুরুতে আমি দেখতে চেয়েছি ইন্টারনেট কী করতে পারে৷ আমি তখন টুকটাক ইন্টারনেট ব্যবহারও করতাম৷ আমি যদি ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করতাম কার বাড়িতে ইন্টারনেট সংযোগ রয়েছে তখন কুড়ি জনের মধ্যে দুজন হাত তুলতো৷ আজ পুরোপুরি উল্টো৷ কুড়ি জনের মধ্যে হয়তো একজন আছে যার ইন্টারনেট সংযোগ নেই৷''

১৯৯২ সাল থেকে ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডিয়েনকলেগে ক্রিস্টিন জার্মান ভাষা শেখান৷ তখন থেকেই যোগাযোগের ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে৷ এর কিছুদিন পরেই সবকিছু নির্ভরশীল হয়ে পড়ে ইন্টারনেটের ওপর৷ ক্রিস্টিন আরো জানান,‘‘ এখন ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে৷ পাঁচ বছর আগেও বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ল্যাবগুলো আমরা ঘুরিয়ে দেখাতাম, কোথায় কী রয়েছে, কোনটা কীভাবে কাজ করে তা শেখাতাম এখন আর তার প্রয়োজন নেই৷ এখন বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি ফেসবুক রুম৷ এখন এর মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে যোগাযোগ করছে৷ আমাকে কিছুই করতে হচ্ছে না৷''

বাংলাদেশি ছাত্রী শারমিন রেজা

শুরুতে বিদেশি ছাত্র-ছাত্রীরা শুধু নিজেদের মধ্যে মেলামেশা করতো৷ জার্মান ছাত্র-ছাত্রীদের সঙ্গে খুব বেশি মিশতো না৷ পড়াশোনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নয় বরং কিছুদিন পর হয়তো যোগাযোগ হত৷ স্পোর্টস রুমে, গ্রুপ স্টাডিজে অথবা কোন সেমিনারে৷ ফ্রাঙ্কফুর্টে অনেক বিদেশি ছাত্র-ছাত্রী রয়েছে৷ বাংলাদেশের ছাত্রী শারমিন রেজা জানান,‘‘ আমার সবচেয়ে প্রিয় বান্ধবীর নাম কাদিমা, সে মরক্কো থেকে এসেছে৷ এরপর সোলমা, সে আজারবাইজানের এবং তারপর ঝুপি৷ ঝুপি এসেছেন ইন্দোনেশিয়া থেকে৷''

বিদেশি বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ ছাড়াও শারমিন রেজা ইন্টারনেটে ব্রাউজ করতে পছন্দ করেন৷ বিভিন্ন মানুষের সঙ্গে রয়েছে তার নেটওয়ার্ক৷ সবার সঙ্গে যোগাযোগ রক্ষা হচ্ছে এভাবেই৷ শারমিন আরো বললেন,‘‘ বাংলাদেশের অনেকের সঙ্গেও আমার পরিচয় হয়েছে এখানে৷ আমার স্বামী আগে এখানে পড়াশোনা করেছেন৷ তখন অনেক বন্ধু ছিল তাঁর৷ আমিও তাদের বেশ ভালভাবেই চিনি৷ আমরা সবাই একই দেশ থেকে এসেছি৷ তাই যোগাযোগও এখন অনেক গভীর৷''

তবে তার মানে এই নয় যে দেশে থাকা বন্ধু-বান্ধবীদের ভুলে যাওয়া হয়েছে৷ ইন্টারনেটের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে৷ যে যতদূরেই বসে থাকুক না কেন সেটা ৯ মাইল হোক আর ৯ হাজার মাইল হোক তাকে কাছে এনে দিচ্ছে ইন্টারনেট, ফেসবুক, চ্যাট এবং এসএমএস৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ