1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যোগ্যতা নেই ট্রাম্পের'

১২ জুলাই ২০১৭

বিশ্বকে নেতৃত্ব দেয়ার কোনো আগ্রহ বা যোগ্যতা নেই ডোনাল্ড ট্রাম্পের – অস্ট্রেলিয়ান সাংবাদিকের এমন মন্তব্যে নাড়া পড়েছে ওয়াশিংটনে৷ এবিসি টিভিতে তাঁর এই বিশ্লেষণ ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে৷

ডোনাল্ড ট্রাম্প
ছবি: Reuters/C. Barria

জি-টোয়েন্টি সম্মেলনে ট্রাম্পের কথা বলা, হাঁটা চলা ইত্যাদি বিশ্লেষণ করে ক্রিস বিশ্বনেতাদের মাঝে ট্রাম্পকে ‘অস্বচ্ছন্দ, একা ও বেমানান' বলে মন্তব্য করেছেন৷ তিনি আরো বলেন, ট্রাম্পের সর্বনাশা বৈদেশিক নীতি যুক্তরাষ্ট্রকে তলানিতে নিয়ে গিয়ে ঠেকাবে৷ ৯ জুলাই করা তাঁর এই বিশ্লেষণটি এবিসির রাজনীতি নিয়ে অনুষ্ঠান ‘ইনসাইডার্স'-এ প্রচারিত হয়৷

এটি সারা বিশ্বে হাজারো বার দেখা হয়েছে এবং ওয়াশিংটনের রাজনৈতিক বিশ্লেষকদেরও অবাক করেছে৷ টুইটারে অসংখ্যবার ভিডিওটি শেয়ারও হয়েছে৷

উলমান এখানেই থামেননি, প্রায় সোয়া দু'মিনিটের ভিডিওটিতে তিনি এও বলেছেন যে, ট্রাম্প হলেন পশ্চিমা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি৷ তিনি অ্যামেরিকাকে একঘরে করে ফেলছেন বলেও মন্তব্য ছিল ভিডিওতে৷

উলমান বলেন, ‘‘তিনি (ট্রাম্প) এমন একজন মানুষ, যিনি চিৎকার করেন ১৪০ অক্ষরে৷ প্রেসিডেন্সির গুরুত্বপূর্ণ দিনগুলো তিনি পশ্চিমা বিশ্বের বিচার বিভাগ, অন্যান্য স্বাধীন সংস্থাগুলো এবং মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে অযথা সংগ্রাম করে নষ্ট করেন৷''

ক্রিস উলমান ২০১৫ সাল থেকে এবিসি-র পলিটিক্যাল এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তিনি ২০০৮ সালে ব্রডকাস্ট সাংবাদিকতার জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাংবাদিকতার সম্মাননা পান৷

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ