লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে এক নারীকে মারধর করার পর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে৷ স্বামী পলাতক৷ ননদকে আটক করা হয়েছে৷
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে ওই নারীর ননদকে আটক করা হয়েছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন৷ সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মধ্য চররমনী গ্রাম থেকে সোমবার বিকালে গৃহবধূকে উদ্ধারের পর এক আত্মীয়ের বাড়ি পাঠানো হয় বলে জানান ইউপি সদস্য মনির হোসেন৷ তিনি বলেন, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পূর্ব দিশাপুর গ্রামের ওই নারীর পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে হয়৷ পারিবারিক কলহের জেরে পেশায় জেলে স্বামী বিয়ের পর থেকেই তাকে মারধর করে আসছিল৷
রোববার সন্ধ্যায় স্বামী ও ননদের সঙ্গে নারীর আবার বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে ননদ তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে৷ হাত-পা বেঁধে রাতভর মারধর শেষে স্বামী ও ননদ মিলে নারীর মাথার সামনের চুল কেটে দেয়৷ পরে স্বামী পালিয়ে যায়৷ ‘‘পরে স্থানীয়রা এসে আমাকে খবর দিলে ওই নারীকে উদ্ধার করি৷’’ বলেন ইউপি সদস্য৷
ঘটনা সম্পর্কে নারী জানান, তার স্বামী এর আগে ৫০ হাজার টাকা যৌতুক নেয়৷ সম্প্রতি আরও ৩ লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য তাকে চাপ দিচ্ছিল৷ এতে রাজি না হওয়ায় স্বামী তার হাত-পা বেঁধে মারধর করে৷ এক পর্যায়ে মাথার সামনের চুল কেটে ন্যাড়া করে দেয়৷
ভুক্তভোগী নারীর দেওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে তার ননদকে আটক করা হয়৷ দুইজনকেই থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে৷ মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি মনির হোসেন৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২০২০ সালের ছবিঘরটি দেখুন..
একমাসে খবরে আসা নির্মমতার আট ঘটনা
৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর৷ এই এক মাসে বাংলাদেশের কিছু মানুষের নির্মম আচরণের উদাহরণ তুলে ধরা হচ্ছে ছবিঘরে৷
ছবি: bdnews24.com
গরু চুরির অপবাদে নির্যাতন
২১ আগস্ট গরু চুরির অপবাদ দিয়ে পারভিন বেগম, তার দুই মেয়ে, এক ছেলে ও ছেলের বন্ধুকে কোমরে রশি বেঁধে প্রকাশ্যে রাস্তায় হাঁটিয়ে মারধর করতে করতে কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে৷ সেখানে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরানুল ইসলাম মিরানও তাদের মারধর করেন৷ বুধবার মিরানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়৷
ছবি: bdnews24.com
নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ির বাজারে নৈশপ্রহরীর চাকরি করতেন ৬০ বছরের তসলিম উদ্দিন৷ ৯ আগস্ট ঐ বাজারের এক মুদি দোকানে চুরি হলে দোকান মালিক জামিলুর রহমান (২৮) চুরির সঙ্গে তসলিম জড়িত থাকতে পারেন সন্দেহ করে তাকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর করে৷ পুলিশ তসলিমকে হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়, তবে পথেই তিনি মারা যান৷ জামিলুর রহমান ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে৷
ছবি: AFP/Getty Images
শিশু কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু
১৩ আগস্ট যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় ১৫ জন৷ কর্তৃপক্ষের দাবি, কিশোরদের দুই দলের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে৷ তবে আহত কিশোরদের ভাষ্য, কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মীর সঙ্গে দ্বন্দ্বের জেরে কেন্দ্র কর্মকর্তা, আনসার সদস্য ও তাদের ‘অনুগামী’ কয়েকজন কিশোরের মারধরে এই হতাহতের ঘটনা ঘটেছে৷ কেন্দ্রের সহকারী পরিচালক ও সহকারী তত্ত্বাবধায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
ছবি: bdnews24.com
চুরির অপবাদ দিয়ে মারধরের অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ২০ শতক জমি পেতে আমির হোসেনকে অনেকদিন ধরে চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ৷ এতে রাজি না হওয়ায় ২৩ আগস্ট রাতে চেয়ারম্যানের উপস্থিতিতে আমির হোসেনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে যান৷ পরে জ্ঞান ফিরলে মামলা না করতে ও চিকিৎসা না নিতে সাদা কাগজে সই নেয়া হয় বলে দাবি তার৷ চেয়ারম্যান ছৈয়াল সব অভিযোগ অস্বীকার করেছেন৷
ছবি: bdnews24.com
শ্বশুর-শাশুড়ির হাতে গৃহবধূ নির্যাতন
৩ সেপ্টেম্বর পিরোজপুর জেলার আমারগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামে সৌদি আরব প্রবাসী ছেলের বউ-এর সাথে শাশুড়ি আলেয়া বেগমের পারিবারিক বিষয়ে তর্ক শুরু হয়৷ এক পর্যায়ে শ্বশুর, শাশুড়ি ও চাচা শ্বশুর মিলে গৃহবধূকে নির্যাতন করেন৷ ঐ গৃহবধূর মেয়ের করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ৫ সেপ্টেম্বর রাতে মামলা হয়৷ এরপর শাশুড়িকে গ্রেপ্তার করা হয়৷
ছবি: bdnews24.com
চোর সন্দেহে শিশু পেটানো
ময়মনসিংহের সদর উপজেলার চর ভবানীপুর এলাকায় ৩ সেপ্টেম্বর মোবাইল ফোন চোর সন্দেহে ১২ ও ১৭ বছর বয়সি দুই শিশুকে দড়ি দিয়ে বেঁধে পেটানো হয়৷ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ৬ সেপ্টেম্বর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাদের একজন গোলাম মোস্তফার (৪৫) নিজের মেয়ের মোবাইল চুরি করেছে সন্দেহে ঐ দুই শিশুকে পিটিয়েছিলেন৷
যৌতুক না পাওয়ায় এই নির্যাতন চালানো হয় বলে অভিযোগ৷ ময়মনসিংহের নান্দাইলে ৬ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে৷ সেদিন কথা-কাটাকাটির এক পর্যায়ে জুয়েল মিয়া (২৮) স্ক্রু-ড্রাইভার দিয়ে আট মাসের অন্তঃসত্ত্বা ফাহিমা সুলতানার (২২) মুখ ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করেন৷ পরে বাঁশ দিয়েও মারধর করেন৷ এতে ফাহিমা অচেতন হয়ে যান৷ হাসপাতালে নেয়ার দুদিন পর মৃত সন্তান প্রসব করেন তিনি৷ স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/Keystone USA Falkenberg
পায়ে শিকল বেঁধে শিশু নির্যাতন
দিনাজপুরের বিরামপুরের ত্বালিমউদ্দীন ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মো. মারুফ হোসেনকে (১০) ৮ সেপ্টেম্বর পায়ে শিকল বেঁধে লাঠি দিয়ে হাত, মাথা, পিঠসহ বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে৷ এই অপরাধে মাদ্রাসার মোহতামিম লুৎফর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে৷ মারধরের এক পর্যায়ে মারুফ নিস্তেজ হয়ে পড়লে লুৎফর ঘর থেকে বের হন৷ এই ফাঁকে মারুফ পালিয়ে পাশের ধানক্ষেতে আশ্রয় নেয়৷ স্থানীয় থানার ওসি তাকে উদ্ধার করেন৷