1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

যৌথ সামরিক মহড়ায় অ্যামেরিকা-ইসরায়েল

১১ জুলাই ২০২৩

ইসরায়েল ও অ্যামেরিকা যৌথ সামরিক মহড়ায় আকাশে রিফুয়েলিং, দূরপাল্লার লক্ষ্যে আঘাতে জোর দেয়া হবে।

গত জানুয়ারিতে অ্যামেরিকা-ইসরায়েল যৌথ মহড়ার ছবি।
গত জানুয়ারিতে অ্যামেরিকা-ইসরায়েল যৌথ মহড়ার ছবি। ছবি: Israel Defense Force/U.S. military Central Command/AP/picture alliance

ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশ সামরিক মহড়া শুরু করলো।

ইসরায়েলের সেনা জানিয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা নিতে হবে তার মহড়া হবে। দূরপাল্লায়  আঘাতের বিষয়টি খুবই গুরুত্ব পাবে।

অ্যামেরিকার সেনার সেন্ট্রাল কম্যান্ডের তরফ থেকে বলা হয়েছে, এই মহড়ার নাম দেয়া হয়েছে, 'জুনিপার ওক'। ইসরায়েলের প্রতিরক্ষার ক্ষেত্রে অ্যামেরিকা কতটা দায়বদ্ধ তা এখান থেকে বোঝা যাবে।

অ্যামেরিকার দাবি, উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করাটাই তাদের মূল লক্ষ্য। এই অঞ্চলে বন্ধু দেশগুলির বিরুদ্ধে যাতে কোনোরকম আক্রমণ না হয়, সেটা ঠেকানোই লক্ষ্য নিয়েই মহড়া করা হচ্ছে।

ইসরায়েল বলেছে, এই অঞ্চলে বিভিন্ন হুমকি ও বিপদের মোকাবিলা করার জন্য এই সামরিক মহড়া হচ্ছে। আকাশপথের নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষার ক্ষেত্রে সেরা হওয়ার লক্ষ্যও আছে।

দুই দেশের বিবৃতিতে ইরানের নাম না করা হলেও অ্য়ামেরিকা ও ইসরায়েলের লক্ষ্য যে তারাই, তা বিবৃতি থেকে স্পষ্ট।

কিছুদিন আগেই অ্যামেরিকা জানিয়েছে, তারা কিছুতেই ইরানকে পরমাণু শক্তিধর দেশ হতে দেবে না। ইরান যদিও জানিয়েছে, তারা এই ধরনের কোনো চেষ্টা করছে না।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ