1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকের না

১ জুলাই ২০১৩

ফেসবুক তার বিজ্ঞাপনী নীতিমালায় আবারো পরিবর্তনের ঘোষণা দিয়েছে৷ বিশ্বের সর্ববৃহৎ এই সামাজিক যোগাযোগ সাইটটি যৌনতা অথবা সহিংসতা সম্পর্কিত বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে৷

ARCHIV - ILLUSTRATION - Eine Frau tippt am 16.02.2011 in Hannover auf einer Computertastatur. Wer sich mit Hilfe der Gerichte gegen Abofallen und Betrug im Internet zur Wehr setzen will, steht nach Einschätzung der Hamburger Verbraucherzentrale häufig auf verlorenem Posten. Foto: Jochen Lübke dpa/lno (zu lno-KORR: «Verbraucherzentrale: Verfolgung von Internet-Betrügern schwierig» vom 30.10.2011) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ফেসবুক অবশ্য খুব সহজে এই সিদ্ধান্ত নেয়নি৷ গত মাসে প্রতিষ্ঠানটি এক বিতর্কে জড়িয়ে পড়ে৷ অভিযোগ, ফেসবুকে তৈরি বিভিন্ন পাতার মাধ্যমে নারীর প্রতি সহিংসতাকে উস্কে দেওয়া হচ্ছে৷ এই অভিযোগের পর বেশ কিছু প্রতিষ্ঠান ফেসবুকে বিজ্ঞাপন প্রদান থেকে বিরত থাকার ঘোষণা দেয়৷

বিষয়টি সুরাহায় ফেসবুক গত মাসেই উদ্যোগ গ্রহণ করে এবং তাদের এ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের আভাস দেয়৷ সেটা না করে উপায়ও ছিল না৷ কেননা প্রতিষ্ঠানটির আয়ের ৮৫ শতাংশই আসে বিজ্ঞাপন থেকে৷ আর বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নের বেশি৷

আপাতত যৌনতা এবং সহিংসতা বিষয়ক বিজ্ঞাপনগুলো ‘ম্যানুয়ালি' সনাক্ত করবে ফেসবুকছবি: Reuters

গত ২৮ জুন, ২০১৩ তারিখে ফেসবুক বিজ্ঞাপনের বিষয়ে তাদের নতুন নীতিগত অবস্থান প্রকাশ করেছে৷ এই নীতিমালার আওতায় প্রাপ্ত বয়স্কদের উপযোগী পণ্য বিক্রিয়কারী কোনো প্রতিষ্ঠানের পাতা এসংক্রান্ত ফিচার বিজ্ঞাপন প্রকাশের সুযোগ পাবে না৷ এর আগে এ ধরনের পাতা বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে কোনো বাধার মুখে পড়তো না, কেননা সেগুলো ফেসবুকের নীতিমালা লঙ্ঘন করেনি৷ এখন বিষয়টি তেমন থাকছে না৷

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, ‘‘আমাদের লক্ষ্য হচ্ছে ফেসবুকে সকলের তথ্য শেয়ারের অধিকার রক্ষা করা এবং একই সঙ্গে কিছু মানুষ ও ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু বিষয়বস্তু প্রকাশ না করা৷''

তবে এরকম বিজ্ঞাপনমুক্ত পাতা এবং গ্রুপ পুরোপুরি বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি ফেসবুক৷ বরং বিজ্ঞাপন প্রদানের সুযোগ না পেলেও এরকম পাতা এবং গ্রুপ বহাল তবিয়তে থাকতে পারবে৷

আপাতত যৌনতা এবং সহিংসতা বিষয়ক বিজ্ঞাপনগুলো ‘ম্যানুয়ালি' সনাক্ত করবে ফেসবুক৷ অর্থাৎ কেউ কোনো বিজ্ঞাপনের বিষয়ে আপত্তি জানালে ফেসবুকের কোনো কর্মী সেই আপত্তি পর্যবেক্ষণ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন৷ ভবিষ্যতে পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করতে কাজ করছে ফেসবুক৷

এআই/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ