1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দরী প্রতিযোগিতা ‘ভার্জিন কুইন'

২৫ জুন ২০১৬

কিশোরী অবস্থায় গর্ভধারণ রোধ এবং এইচআইভির বিস্তার ঠেকাতে টোগো অদ্ভুত উদ্যোগ নিয়েছে৷ ‘ভার্জিন কুইন' নামে এক সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে সৌন্দর্য্য, জ্ঞানের পাশাপাশি প্রতিযোগীদের কুমারীত্ব পরীক্ষা করা হয়৷

তরুণ-তরুণী চুম্বন করছে
ছবি: picture-alliance/dpa/F. May

পরে বিজয়ী নারী বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার ছাত্রীদের যৌনমিলন থেকে কেন বিরত থাকা উচিত সে বিষয়ে শিক্ষা দেয়৷ অল্প বয়সে যৌন সম্পর্কের কারণে কী কী সমস্যা হতে পারে সে ব্যাপারে প্রচার চালানো এই সুন্দরী প্রতিযোগিতার মূল উদ্দেশ্য৷

এবার টোগোতে ‘ভার্জিন কুইন'-এর খেতাব জিতেছে প্যাসকেলিনে বুখারি৷ বিজয়ী ঘোষণার পর তার মাথায় মুকুট, শ্যাসের পাশাপাশি আর একটি নীল রঙের শ্যাস পড়ানো হয়, যেটি নির্দেশ করে তার কুমারীত্ব৷ এই ভার্জিন কুইন প্রতিযোগিতা শুরু হয়েছে কম বয়সি নারীদের যৌনমিলন থেকে বিরত রাখার উদ্দেশ্যে৷

বিবাহপূর্ববর্তী যৌন সম্পর্ক থেকে বিরত রাখার জন্য এটা আসলেই অভিনব উদ্যোগ বলে মনে করছে সেখানকার সরকার৷ গত সাত বছর ধরে কয়েকশ' নারী এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করে৷ একটি যুব সংস্থা এভি-জুনেস এই অনুষ্ঠানের আয়োজক৷ গতবছর জাতীয় এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বুখারি৷ ২১ বছর বয়সি এই নারী বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে৷

যৌনমিলন থেকে বিরত থাকার বিষয়ে টোগোর একটি স্কুলে প্রচার চালাতে গিয়েছিলেন তিনি৷ সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়াকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, পরে যৌনতার বিষয়টি ভাবলেও চলবে৷ কারণ কেউ একবারে দু'টি ভালো জিনিসের স্বাদ নিতে পারে না৷

প্রতিযোগিতাটিতে মূলত ১৬ থেকে ২৪ বছর বয়সি নারীরা অংশ নেয়৷ আয়োজকরা বললেন, মূলত অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ এবং এইচআইভি'-র সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতেই এই আয়োজন৷ বেশিরভাগ অভিভাবকই তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছে৷ চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার ৪৮ ঘণ্টা আগে গাইনোকলোজিস্টরা প্রতিযোগীদের কুমারীত্ব পরীক্ষা করেন৷

প্রতিযোগিতার অন্যান্য বিষয় হলো সাধারণ জ্ঞান এবং তাদের ঐতিহ্যবাহী নৃত্যের প্রদর্শন৷ বুখারি জানান, তার বিশ্ববিদ্যালয়ের অনেকেই গ্রামে গিয়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য তাকে অনুরোধ জানিয়েছে৷ এ পর্যন্ত ৩০টি শহরের স্কুলে প্রচার চালিয়েছেন বুখারি৷ তিনি বলেন, অনেক মেয়েরই গর্ভধারণের কারণে শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে৷ তাই এ বিষয়ে নিয়ন্ত্রণ দরকার, অন্তত নিজের ভবিষ্যতের কথা ভেবে৷

ইউএনএইডস-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে শতকরা ১.৬ ভাগের দেহে এইচআইভি ভাইরাসের সন্ধান পাওয়া গেছে৷ এক্ষেত্রে নারীদের সংখ্যা পুরুষের দ্বিগুণ৷

সরকারি তথ্য অনুযায়ী, ২০১২-১৩ সালে টোগোর হাইস্কুলগুলোতে ৫০০০ এর বেশি ছাত্রী গর্ভধারণ করেছে৷ টোগোর নারী অধিকার কর্মীরা মনে করেন, যৌনতা সম্পর্কে যেসব ভুল ধারণা ও কুসংস্কার আছে তা দূর করা এবং স্কুলগুলোতে যৌনশিক্ষা দেয়া হলে এই সমস্যার সমাধান সম্ভব৷

‘ভার্জিন কুইন' সুন্দরী প্রতিযোগিতাটি নারীর জন্য কি সম্মানজনক? লিখুন আমাদের, নীচের ঘরে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ