কিশোরী অবস্থায় গর্ভধারণ রোধ এবং এইচআইভির বিস্তার ঠেকাতে টোগো অদ্ভুত উদ্যোগ নিয়েছে৷ ‘ভার্জিন কুইন' নামে এক সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে সৌন্দর্য্য, জ্ঞানের পাশাপাশি প্রতিযোগীদের কুমারীত্ব পরীক্ষা করা হয়৷
বিজ্ঞাপন
পরে বিজয়ী নারী বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার ছাত্রীদের যৌনমিলন থেকে কেন বিরত থাকা উচিত সে বিষয়ে শিক্ষা দেয়৷ অল্প বয়সে যৌন সম্পর্কের কারণে কী কী সমস্যা হতে পারে সে ব্যাপারে প্রচার চালানো এই সুন্দরী প্রতিযোগিতার মূল উদ্দেশ্য৷
এবার টোগোতে ‘ভার্জিন কুইন'-এর খেতাব জিতেছে প্যাসকেলিনে বুখারি৷ বিজয়ী ঘোষণার পর তার মাথায় মুকুট, শ্যাসের পাশাপাশি আর একটি নীল রঙের শ্যাস পড়ানো হয়, যেটি নির্দেশ করে তার কুমারীত্ব৷ এই ভার্জিন কুইন প্রতিযোগিতা শুরু হয়েছে কম বয়সি নারীদের যৌনমিলন থেকে বিরত রাখার উদ্দেশ্যে৷
বিবাহপূর্ববর্তী যৌন সম্পর্ক থেকে বিরত রাখার জন্য এটা আসলেই অভিনব উদ্যোগ বলে মনে করছে সেখানকার সরকার৷ গত সাত বছর ধরে কয়েকশ' নারী এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করে৷ একটি যুব সংস্থা এভি-জুনেস এই অনুষ্ঠানের আয়োজক৷ গতবছর জাতীয় এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বুখারি৷ ২১ বছর বয়সি এই নারী বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে৷
কয়েকটি যৌনরোগের তথ্য
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিবারণ কেন্দ্র বা সিডিসি-র মতে, যৌনরোগ এড়ানোর সবচেয়ে বিশ্বস্ত উপায় যৌনমিলন না করা৷ ছবিঘরে থাকছে কয়েকটি যৌনরোগ সম্পর্কে তথ্য৷
ছবি: Reuters/I. Alvarado
গনোরিয়া
গনোরিয়া আছে এমন কারুর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে গনোরিয়া হতে পারে৷ এই রোগে আক্রান্ত মা থেকে নবজাতকের শরীরে এই জীবাণু প্রবেশ করতে পারে৷ পুরুষ ও নারী, বিশেষ করে ১৫ থেকে ২৪ বছর বয়সিরা গনোরিয়ায় আক্রান্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিবারণ কেন্দ্র (সিডিসি)৷ গনোরিয়া হলে মূত্রত্যাগের সময় জ্বালাপোড়া ও যৌনাঙ্গ দিয়ে সাদা, হলুদ ও সবুজ স্রাব বের হতে পারে৷ আরও তথ্য উপরের ‘+’ চিহ্নে৷
ছবি: cdc.gov
সিফিলিস
গনোরিয়ার মতো সিফিলিসের জীবাণুও মা থেকে নবজাতকের দেহে ঢুকতে পারে৷ চিকিৎসা না করলে সিফিলিস থেকে দীর্ঘমেয়াদে জটিল সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে সিডিসি৷ সিফিলিসের লক্ষণ: প্রাথমিক পর্যায়ে যন্ত্রণা ও চুলকানিবিহীন ক্ষত হতে পারে, দ্বিতীয় পর্যায়ে মুখ, যোনি কিংবা মলদ্বারে ব়্যাশ বা ক্ষত হতে পারে৷ শেষ পর্যায়ে প্যারালিসিস থেকে অন্ধত্ব, এমনকি মৃত্যুও হতে পারে৷ আরও তথ্য উপরের ‘+’ চিহ্নে৷
ছবি: cdc.gov
জেনিটাল হার্পিস
যৌনকাজে সক্রিয় যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে৷ আক্রান্তদের অনেকের শরীরে এই রোগের লক্ষণ দেখা যায় না৷ অর্থাৎ কারও শরীরে এই রোগের লক্ষণ না থাকলেও তিনি সঙ্গীর দেহে এটি ছড়িয়ে দিতে পারেন৷ লক্ষণগুলো হলো – যৌনাঙ্গ, মলদ্বার ও মুখে একটি বা দু’টি ফোস্কা পড়তে পারে৷ সেগুলো ভেঙে গিয়ে ব্যথা হতে পারে৷ সেই ব্যথা সারতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে৷ আরও তথ্য জানতে উপরের ‘+’ চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Imago/Science Photo Library
এইচআইভি/এইডস
যাদের সিফিলিস, গনোরিয়া ও হার্পিস আছে তাদের ভবিষ্যতে এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ কারণ রোগগুলো একইরকম যৌন আচরণের জন্য হয়ে থাকে৷ এইচআইভি-তে আক্রান্ত হওয়ার অন্যতম দু’টি কারণ: কনডম ছাড়া যৌনমিলন এবং একাধিক ও অপরিচিত কারও সঙ্গে মিলন৷ তবে এইচআইভি-তে আক্রান্ত কোনো ব্যক্তি বা কোনো এইডস রোগীর রক্ত আপনার শরীরে ঢুকলেও এই রোগ হয়৷
ছবি: Farjana K. Godhuly/AFP/GettyImages
ক্লেমিডিয়া
পুরুষ ও নারীর উভয়েরই এটি হতে পারে৷ নারীর গর্ভধারণ ক্ষমতায় স্থায়ী সমস্যা তৈরি করতে পারে ক্লেমিডিয়া৷ এই রোগের একবার চিকিৎসা হলেও পরবর্তীতে আবারও এটি হতে পারে৷ এমনটি হলো নারীদের ক্ষেত্রে অস্বাভাবিক অথবা অনিয়মিত ঋতুস্রাব, মূত্র ত্যাগের সময় জ্বলাপোড়া হতে পারে৷ পুরুষের বেলাতেও প্রায় একই ধরণের লক্ষণ দেখা দেয়৷
ছবি: Imago/Science Photo Library
শ্যানক্রয়েড
এর ফলে যৌনাঙ্গে যন্ত্রণাদায়ক ঘা দেখা দেয়৷ যৌন সম্পর্কের মাধ্যমে এই রোগ ছড়ায়৷ উন্নয়নশীল দেশগুলোতে এটি বেশি দেখা যায়৷ এর সঙ্গে যৌনকর্মীদের একটি সম্পর্ক রয়েছে, কারণ দেখা গেছে যাদের শ্যানক্রয়েড হয়েছে তারা কোকেন ব্যবহার করেছেন কিংবা পতিতালয়ে গেছেন৷ উপযুক্ত চিকিৎসা না হলে রোগাক্রান্তদের পুরুষাঙ্গের ছিদ্র সরু হয়ে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে৷ আরও তথ্য জানতে উপরের ‘+’ চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Getty Images/AFP/A. Caballero-Reynolds
জিকা ভাইরাস
সাম্প্রতিক সময়ে আলোচিত এই রোগের জন্য সাধারণত মশাই দায়ী৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসি বলছে, যৌন মিলনের মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে৷
ছবি: Reuters/I. Alvarado
7 ছবি1 | 7
যৌনমিলন থেকে বিরত থাকার বিষয়ে টোগোর একটি স্কুলে প্রচার চালাতে গিয়েছিলেন তিনি৷ সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়াকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে, পরে যৌনতার বিষয়টি ভাবলেও চলবে৷ কারণ কেউ একবারে দু'টি ভালো জিনিসের স্বাদ নিতে পারে না৷
প্রতিযোগিতাটিতে মূলত ১৬ থেকে ২৪ বছর বয়সি নারীরা অংশ নেয়৷ আয়োজকরা বললেন, মূলত অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ এবং এইচআইভি'-র সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতেই এই আয়োজন৷ বেশিরভাগ অভিভাবকই তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছে৷ চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার ৪৮ ঘণ্টা আগে গাইনোকলোজিস্টরা প্রতিযোগীদের কুমারীত্ব পরীক্ষা করেন৷
প্রতিযোগিতার অন্যান্য বিষয় হলো সাধারণ জ্ঞান এবং তাদের ঐতিহ্যবাহী নৃত্যের প্রদর্শন৷ বুখারি জানান, তার বিশ্ববিদ্যালয়ের অনেকেই গ্রামে গিয়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য তাকে অনুরোধ জানিয়েছে৷ এ পর্যন্ত ৩০টি শহরের স্কুলে প্রচার চালিয়েছেন বুখারি৷ তিনি বলেন, অনেক মেয়েরই গর্ভধারণের কারণে শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে৷ তাই এ বিষয়ে নিয়ন্ত্রণ দরকার, অন্তত নিজের ভবিষ্যতের কথা ভেবে৷
ইউএনএইডস-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে শতকরা ১.৬ ভাগের দেহে এইচআইভি ভাইরাসের সন্ধান পাওয়া গেছে৷ এক্ষেত্রে নারীদের সংখ্যা পুরুষের দ্বিগুণ৷
সরকারি তথ্য অনুযায়ী, ২০১২-১৩ সালে টোগোর হাইস্কুলগুলোতে ৫০০০ এর বেশি ছাত্রী গর্ভধারণ করেছে৷ টোগোর নারী অধিকার কর্মীরা মনে করেন, যৌনতা সম্পর্কে যেসব ভুল ধারণা ও কুসংস্কার আছে তা দূর করা এবং স্কুলগুলোতে যৌনশিক্ষা দেয়া হলে এই সমস্যার সমাধান সম্ভব৷
সেক্স মৃত্যুও ডেকে আনতে পারে!
সেক্স বা যৌনতায় চূড়ান্ত তৃপ্তির মুহূর্তেই শরীরে ছড়িয়ে পড়তে পারে অ্যালার্জি৷ সেই অ্যালার্জি মৃত্যুও ডেকে আনতে পারে৷ পুরুষের বীর্য নারীর, এমনকি সেই পুরুষের জন্যও ডেকে আনতে পারে বিপদ৷
ছবি: picture-alliance/blickwinkel
যৌনতার বিপদ
যৌনমিলনের পর, অনেকের যৌনাঙ্গে বা শরীরের অন্যান্য স্থানে অ্যালার্জি হয়৷ এই সমস্যাকে বহু বছর খুব একটা গুরুত্ব দেয়া হয়নি৷ কিন্তু এখন গুরুত্ব দেয়া হচ্ছে৷ দেখা গেছে যে, মিলনের পর অনেক নারী অ্যালার্জির কারণে ডাক্তারের কাছে যেতে বাধ্য হচ্ছেন৷ এমনকি বীর্যপাতের পর নিজের বীর্যের কারণে অনেক পুরুষের শরীরেও দেখা দিচ্ছে অ্যালার্জি৷
ছবি: picture-alliance/blickwinkel
মৃত্যুও হতে পারে
এ ধরনের অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রচণ্ড শ্বাসকষ্টও শুরু হতে পারে৷ যৌনমিলনের কারণে দেখা দেয়া অ্যালার্জির কারণে হতে পারে মৃত্যুও৷
ছবি: Colourbox
ডাচ ডাক্তারের ‘আবিষ্কার’
১৯৫৮ সালে, অর্থাৎ ৫৮ বছর আগে নেদারল্যান্ডসের এক ডাক্তার প্রথম যৌনতার কারণে দেখা দেয়া এই অ্যালার্জির কথা লিখিতভাবে উল্লেখ করেছিলেন৷ এতদিনেও কিন্তু গবেষণামুলক লেখালেখিতে এ ধরণের রোগীর উল্লেখ খুব একটা নেই৷
রোগীর লজ্জা
যৌনমিলনের পর অ্যালার্জি দেখা দিলেও অনেকেই লজ্জায় ডাক্তারের কাছে যেতে চান না৷ এই প্রবণতা অবশ্য মেয়েদের মধ্যেই বেশি৷ যৌনমিলনের পর অ্যালার্জি দেখা দিলেও অনেকেই লজ্জায় ডাক্তারের কাছে যেতে চান না৷ এই প্রবণতা অবশ্য মেয়েদের মধ্যেই বেশি৷
ছবি: imago/McPHOTO
ডাক্তারের ভুল
অনেক সময় ডাক্তারের ভুলের কারণেও যৌনতাজনিত অ্যালার্জির কথা কেউ জানতে পারে না৷ ডাক্তার ধরে নেন, সাধারণ কোনো ইনফেকশন হয়েছে৷ সেই অনুযায়ীই চলে চিকিৎসা৷
ছবি: Colourbox
১০ হাজারে একজন
একটি সমীক্ষা অনুযায়ী, শিল্পোন্নত দেশগুলোর প্রতি ১০ হাজারের মধ্যে অন্তত একজন নারী বা পুরুষ এ ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হন৷
ছবি: picture-alliance/blickwinkel
কেন হয়?
পুরুষদের বীর্যে এমন অনেক উপাদান রয়েছে, যা থেকে অ্যালার্জি হতে পারে৷ বেশির ভাগ ক্ষেত্রেই যৌনতার পরের এই অ্যালার্জির জন্য দায়ী বীর্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপদান ‘প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন’ বা পিএসএ৷ এই পিএসএ-র কারণে প্রোস্টেট ক্যানসারও হয়ে থাকে৷ অন্যদিকে যৌনমিলন এবং প্রজননেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিএসও৷ ডিম্বানু আর শুক্রানুর মিলনও পিএসএ-র ওপর নির্ভরশীল৷
ছবি: Fotolia/ktsdesign
কুকুরের কারণেও হতে পারে
অনেক সময় কুকুরের বীর্যের কারণেও মানুষের দেহে দেখা দিতে পারে এই অ্যালার্জি৷ কুকুর প্রস্রাব করার সময় অনেক সময়ই সেই প্রস্রাব ছিঁটে তার গায়ে লাগে৷ তখন প্রস্রাবের সঙ্গে বীর্যও লাগে শরীরে৷ পোশা কুকুরকে কেউ যখন আদর করেন সেই বীর্যের সংস্পর্শেও এসে যায় মানুষ৷ এভাবে যৌনমিলন ছাড়াও হতে পারে বিপজ্জনক এই অ্যালার্জি৷
ছবি: Colourbox
খাবারের সঙ্গে
খাবারে অনেকেরই অ্যালার্জি থাকে৷ আর যৌনমিলনের সময় সেই খাবারের কারণেও কিন্তু হতে পারে অ্যালার্জি৷ ব্রাজিলে এক নারীর বাদামে অ্যালার্জি ছিল৷ তাই তাঁর পার্টনার যৌনমিলনের আগে বাদাম খেলেও খুব ভালো করে ব্রাশ করে ভেবেছিলেন মুখে যেহেতু বাদামের কণাও নেই, সেহেতু মেয়েটির অ্যালার্জি হবে না৷ কিন্তু যৌনমিলনের পরই অ্যালার্জি শুরু হয়ে যায় মেয়েটির শরীরে৷
ছবি: Fotolia/Subbotina Anna
পুরুষদের সমস্যা
পুরুষদের অ্যালার্জির ধরণটা একটু অন্যরকম৷ যৌনমিলনের পর পুরুষদের সাধারণত খুব মাথাব্যথা হয়৷ কারো কারো কয়কেদিন খুব ক্লান্ত লাগে৷ কেউ কেউ আবার সপ্তাহ খানেক পর্যন্ত সর্দি-জ্বরে ভোগে৷
ছবি: Fotolia/Focus Pocus LTD
আতঙ্ক
এমন অ্যালার্জি কয়েকবার হলে একসময় মনে আতঙ্ক দেখা দেয়৷ অনেকে তো তখন আর সেক্সই করতে চান না৷
ছবি: Colourbox/Odilon Dimier/6PA/MAXPPP
রক্ষার উপায়
আতঙ্কগ্রস্ত হয়ে যৌনমিলন এড়িয়ে চলা কোনো সমাধান নয়৷ বরং যৌনমিলনে কনডম ব্যবহার করা যেতে পারে৷
ছবি: Fotolia/Sergejs Rahunoks
ওষুধ
কিন্তু যাঁরা সন্তান নিতে চান তাঁদের কী হবে? তাঁদের তো কনডম ব্যবহার করলে চলবে না! তাঁদের জন্য একমাত্র সহায় অ্যান্টিহিসটামিন৷ এই ওষুধ অ্যালার্জির কষ্ট অনেকটাই কমাতে সক্ষম৷
ছবি: Imago/Westend61
13 ছবি1 | 13
‘ভার্জিন কুইন' সুন্দরী প্রতিযোগিতাটি নারীর জন্য কি সম্মানজনক? লিখুন আমাদের, নীচের ঘরে৷