এমনটা বলছে এক গবেষণা৷ যৌনমিলন নাকি বৃদ্ধ বা বুড়োদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে৷ তাই বলে অবশ্য সেক্স করা থেকে বিরত থাকতেও বলা হচ্ছে না৷
বিজ্ঞাপন
নতুন এক গবেষণা বৃদ্ধদের কিছু অনাকাঙ্খিত খবর দিচ্ছে৷ উত্তেজনাপূর্ণ এবং আনন্দময় যৌনজীবন নাকি তাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে৷ ‘জার্নাল অফ হেল্থ অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার'-এ প্রকাশিত গবেষণাটিতে ৫৭ থেকে ৮৫ বছর বয়সি ২,২০৪ জন নারী ও পুরুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে৷ প্রথমবার তাদের সঙ্গে কথা বলার পাঁচবছর পর আবারো তাদের সঙ্গে কথা বলা হয়েছে যৌনমিলনের কারণে তাদের জীবনের পরিবর্তনগুলো বোঝার জন্য৷
যেসব খাবার যৌনশক্তি বাড়ায়
সুখি দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া যতটা প্রয়োজন, সুস্থ যৌনজীবনও কিন্তু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়৷ তাই জেনে নিন যৌনস্বাস্থের জন্য উপকারী কিছু খাবারের কথা৷
ছবি: Gina Sanders - Fotolia.com
উপকারী লাল মাংস
না লাল মাংস শুধু ক্যানসারের ঝুঁকি বাড়ায়, এমন নয়৷ প্রতি সপ্তাহে এক বা দু’বার লাল মাংস খাওয়া আপনার যৌনজীবনের জন্যও উপকারী৷ ইটালিয়ান গবেষকদের এক সমীক্ষা থেকে জানা গেছে এই তথ্য৷
ছবি: unpict - Fotolia.com
দুধের তৈরি খাবার খান
দুধের তৈরি খাবারে থাকে প্রচুর ভিটামিন ডি, যা এক ধরনের যৌন হরমোনের উৎপাদন বাড়াতে সহায়তা করে৷
সহজলভ্য কলা
কলা আমাদের অতি পরিচিত ফল, যা সারা বছর পাওয়া যায়৷ এই কলায় রয়েছে ব্রোমেলিয়ান যা যৌন সম্ভোগের ইচ্ছা বাড়ায়৷
ছবি: Fotolia/Topnat
ডুমুর ফলও ফেলনা নয়
ক্ষুদ্র ক্ষুদ্র দানা বিশিষ্ট ডুমুর ফলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা পুরুষদের যৌনমিলনের সময়টুকুকে আরো দীর্ঘায়িত করতে সাহায্য করে৷ এই ফল তাজা বা শুকনো – দু’ভাবেই খাওয়া যেতে পারে৷
ছবি: Colourbox/N. Evmenenko
রসালো ফল স্ট্রবেরি
স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নারী এবং পুরষের যৌনশক্তি বাড়াতে যেমন সহায়ক, তেমনি শরীরের ওজন কমাতেও ভূমিকা রাখে৷ জার্মান পুষ্টিবিদ হান্স ডিটার শাউপ তাই ওজন কমানোর জন্য স্ট্রবেরি খাওয়ার পরামর্শ দিয়েছেন৷
প্রাকৃতিক ভায়াগ্রা তরমুজ
তরমুজে থাকা সিট্রুলিন ধমনীকে স্বচ্ছন্দে বা শান্ত রেখে যৌনজীবনকে সুখকর করতে বিশেষ ভূমিকা রাখে৷ অ্যামেরিকার টেক্সাস রাজ্যের এ অ্যান্ড এম ইউনিভার্সিটিসহ কয়েকটি সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে যে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে৷
ছবি: Getty Images
অ্যাভোকাডো খেতে পারেন
অতি সুস্বাদু এই ফলটিতে রয়েছে প্রচুর পটাশিয়াম এবং ভিটামিন বি-৬, যা নারী পুরুষ উভয়েরই যৌনশক্তি বাড়াতে ভূমিকা রাখে৷ তবে আমাদের অঞ্চলে ফলটি তেমন সহজলভ্য নয়৷
ছবি: imago/Plusphoto
কামশক্তি বাড়ায় আদা
আদার নানা গুণের কথা আমাদের কারো আর অজানা নয়৷ সর্দি, কাশি, ঠান্ডায় আমরা আদা ব্যবহার করি৷ তবে এবার ইটালিয়ান গবেষকদের করা সমীক্ষা থেকে জানা গেছে যে, আদা শরীরের রক্ত চলাচলকে সহজ করে কামশক্তি বাড়াতে সাহায্য করে৷
ছবি: picture-alliance/H. Hollemann
নারীদের জন্য উপকারী কাঠবাদাম
কাঠবাদামে রয়েছে প্রচুর ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ‘ই’, যা যৌনমিলনের উত্তেজনা জাগায়, বিশেষ করে নারীদের৷
ছবি: margo555/Fotolia
সুগন্ধী এলাচ
পোলাও, কোর্মা, মাংস, রোস্ট, কাবাব, মিষ্টি পায়েস বা সেমাই, জর্দায় সুগন্ধীয় এলাচ ছাড়া রান্নার কথা বাঙালিরা ভাবতেই পারে না! আর মশলা চা? তাতেও যে চাই এলাচ৷ কিন্তু এলাচ যে পুরুষের যৌনশক্তি বাড়াতে প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে, সেকথা হয়ত জানা নেই অনেকেরই৷ হ্যাঁ, এই তথ্যই দিয়েছেন ইটালিয়ান গবেষকরা৷
ছবি: Colourbox
ফিট থাকতে হবে
শুধু বিশেষ কিছু খাবার খেয়ে যৌনশক্তি বাড়িয়ে যৌনজীবনকে পুরোপুরি আনন্দময় করা যাবে, এমনটা ভাবা অবশ্য ঠিক নয়৷ এর জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি৷ সঙ্গে চাই ইতিবাচক চিন্তা, নিয়মিত ব্যায়াম, স্ট্রেস ফ্রি জীবনযাত্রা, বিভিন্ন ভিটামিন যুক্ত খাবার এবং সর্বোপরী সুখী পরিবার৷ কেবলমাত্র তবেই যৌনজীবন পুরোপুরি উপভোগ করা সম্ভব!
ছবি: Gina Sanders - Fotolia.com
11 ছবি1 | 11
গবেষণা-পত্রের লেখকরা আবিষ্কার করেছেন, যেসব বৃদ্ধ পুরুষ সপ্তাহে অন্তত একবার যৌনমিলনে লিপ্ত হয়েছেন তারা, যারা যৌনমিলনে লিপ্ত হননি, তাদের তুলনায় বেশি হৃদপিণ্ডের সমস্যার কথা জানিয়েছেন৷ গবেষণার লেখক হুই লুই এই বিষয়ে বলেন, ‘‘বৃদ্ধদের মধ্যে যারা সঙ্গিনীর সঙ্গে রতিক্রিয়ায় অনেক আনন্দ এবং সন্তুষ্টি পান আর যারা এমনটা পান না, তাদের চেয়ে কার্ডিওভাসকুলার সমস্যায় বেশি পড়েন৷''
তবে নারীদের মধ্যে যৌনমিলনের কারণে কোনো রকম শারীরিক ক্ষতির আলামত পাননি গবেষকরা৷ বরং যেসব নারী যৌনজীবনে খুশি, তাদের মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যার হার যৌনজীবনে অসন্তুষ্টদের চেয়ে কম৷ ফলে দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সে যৌনমিলন নারীদের জন্য বরং উপকারী৷
সেক্স মৃত্যুও ডেকে আনতে পারে!
সেক্স বা যৌনতায় চূড়ান্ত তৃপ্তির মুহূর্তেই শরীরে ছড়িয়ে পড়তে পারে অ্যালার্জি৷ সেই অ্যালার্জি মৃত্যুও ডেকে আনতে পারে৷ পুরুষের বীর্য নারীর, এমনকি সেই পুরুষের জন্যও ডেকে আনতে পারে বিপদ৷
ছবি: picture-alliance/blickwinkel
যৌনতার বিপদ
যৌনমিলনের পর, অনেকের যৌনাঙ্গে বা শরীরের অন্যান্য স্থানে অ্যালার্জি হয়৷ এই সমস্যাকে বহু বছর খুব একটা গুরুত্ব দেয়া হয়নি৷ কিন্তু এখন গুরুত্ব দেয়া হচ্ছে৷ দেখা গেছে যে, মিলনের পর অনেক নারী অ্যালার্জির কারণে ডাক্তারের কাছে যেতে বাধ্য হচ্ছেন৷ এমনকি বীর্যপাতের পর নিজের বীর্যের কারণে অনেক পুরুষের শরীরেও দেখা দিচ্ছে অ্যালার্জি৷
ছবি: picture-alliance/blickwinkel
মৃত্যুও হতে পারে
এ ধরনের অ্যালার্জির পার্শ্বপ্রতিক্রিয়ায় প্রচণ্ড শ্বাসকষ্টও শুরু হতে পারে৷ যৌনমিলনের কারণে দেখা দেয়া অ্যালার্জির কারণে হতে পারে মৃত্যুও৷
ছবি: Colourbox
ডাচ ডাক্তারের ‘আবিষ্কার’
১৯৫৮ সালে, অর্থাৎ ৫৮ বছর আগে নেদারল্যান্ডসের এক ডাক্তার প্রথম যৌনতার কারণে দেখা দেয়া এই অ্যালার্জির কথা লিখিতভাবে উল্লেখ করেছিলেন৷ এতদিনেও কিন্তু গবেষণামুলক লেখালেখিতে এ ধরণের রোগীর উল্লেখ খুব একটা নেই৷
রোগীর লজ্জা
যৌনমিলনের পর অ্যালার্জি দেখা দিলেও অনেকেই লজ্জায় ডাক্তারের কাছে যেতে চান না৷ এই প্রবণতা অবশ্য মেয়েদের মধ্যেই বেশি৷ যৌনমিলনের পর অ্যালার্জি দেখা দিলেও অনেকেই লজ্জায় ডাক্তারের কাছে যেতে চান না৷ এই প্রবণতা অবশ্য মেয়েদের মধ্যেই বেশি৷
ছবি: imago/McPHOTO
ডাক্তারের ভুল
অনেক সময় ডাক্তারের ভুলের কারণেও যৌনতাজনিত অ্যালার্জির কথা কেউ জানতে পারে না৷ ডাক্তার ধরে নেন, সাধারণ কোনো ইনফেকশন হয়েছে৷ সেই অনুযায়ীই চলে চিকিৎসা৷
ছবি: Colourbox
১০ হাজারে একজন
একটি সমীক্ষা অনুযায়ী, শিল্পোন্নত দেশগুলোর প্রতি ১০ হাজারের মধ্যে অন্তত একজন নারী বা পুরুষ এ ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হন৷
ছবি: picture-alliance/blickwinkel
কেন হয়?
পুরুষদের বীর্যে এমন অনেক উপাদান রয়েছে, যা থেকে অ্যালার্জি হতে পারে৷ বেশির ভাগ ক্ষেত্রেই যৌনতার পরের এই অ্যালার্জির জন্য দায়ী বীর্যের অন্যতম গুরুত্বপূর্ণ উপদান ‘প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন’ বা পিএসএ৷ এই পিএসএ-র কারণে প্রোস্টেট ক্যানসারও হয়ে থাকে৷ অন্যদিকে যৌনমিলন এবং প্রজননেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিএসও৷ ডিম্বানু আর শুক্রানুর মিলনও পিএসএ-র ওপর নির্ভরশীল৷
ছবি: Fotolia/ktsdesign
কুকুরের কারণেও হতে পারে
অনেক সময় কুকুরের বীর্যের কারণেও মানুষের দেহে দেখা দিতে পারে এই অ্যালার্জি৷ কুকুর প্রস্রাব করার সময় অনেক সময়ই সেই প্রস্রাব ছিঁটে তার গায়ে লাগে৷ তখন প্রস্রাবের সঙ্গে বীর্যও লাগে শরীরে৷ পোশা কুকুরকে কেউ যখন আদর করেন সেই বীর্যের সংস্পর্শেও এসে যায় মানুষ৷ এভাবে যৌনমিলন ছাড়াও হতে পারে বিপজ্জনক এই অ্যালার্জি৷
ছবি: Colourbox
খাবারের সঙ্গে
খাবারে অনেকেরই অ্যালার্জি থাকে৷ আর যৌনমিলনের সময় সেই খাবারের কারণেও কিন্তু হতে পারে অ্যালার্জি৷ ব্রাজিলে এক নারীর বাদামে অ্যালার্জি ছিল৷ তাই তাঁর পার্টনার যৌনমিলনের আগে বাদাম খেলেও খুব ভালো করে ব্রাশ করে ভেবেছিলেন মুখে যেহেতু বাদামের কণাও নেই, সেহেতু মেয়েটির অ্যালার্জি হবে না৷ কিন্তু যৌনমিলনের পরই অ্যালার্জি শুরু হয়ে যায় মেয়েটির শরীরে৷
ছবি: Fotolia/Subbotina Anna
পুরুষদের সমস্যা
পুরুষদের অ্যালার্জির ধরণটা একটু অন্যরকম৷ যৌনমিলনের পর পুরুষদের সাধারণত খুব মাথাব্যথা হয়৷ কারো কারো কয়কেদিন খুব ক্লান্ত লাগে৷ কেউ কেউ আবার সপ্তাহ খানেক পর্যন্ত সর্দি-জ্বরে ভোগে৷
ছবি: Fotolia/Focus Pocus LTD
আতঙ্ক
এমন অ্যালার্জি কয়েকবার হলে একসময় মনে আতঙ্ক দেখা দেয়৷ অনেকে তো তখন আর সেক্সই করতে চান না৷
ছবি: Colourbox/Odilon Dimier/6PA/MAXPPP
রক্ষার উপায়
আতঙ্কগ্রস্ত হয়ে যৌনমিলন এড়িয়ে চলা কোনো সমাধান নয়৷ বরং যৌনমিলনে কনডম ব্যবহার করা যেতে পারে৷
ছবি: Fotolia/Sergejs Rahunoks
ওষুধ
কিন্তু যাঁরা সন্তান নিতে চান তাঁদের কী হবে? তাঁদের তো কনডম ব্যবহার করলে চলবে না! তাঁদের জন্য একমাত্র সহায় অ্যান্টিহিসটামিন৷ এই ওষুধ অ্যালার্জির কষ্ট অনেকটাই কমাতে সক্ষম৷
ছবি: Imago/Westend61
13 ছবি1 | 13
গবেষকরা অবশ্য এটাও জানিয়েছেন, শেষ বয়সে সক্রিয় যৌনজীবন নারী-পুরুষ উভয়কেই হাসিখুশি, সন্তুষ্ট এবং বার্ধক্যের প্রভাব থেকে দূরে রাখে৷ তাই শুধুমাত্র এই একটি গবেষণার উপর ভিত্তি করে যৌনমিলন থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন না তারা৷ বরং যৌনমিলনের ইতিবাচক দিক অনেক বেশি৷ তাছাড়া গবেষক লুইয়ের মতে, বৃদ্ধ বয়সে যৌনমিলনের ক্ষেত্রে অর্গাজম বা চরমতৃপ্তি পর্যন্ত পৌঁছাতে পুরুষদের অনেক সময় বেশ বেগ পেতে হয়, কেননা, শারীরিক সক্ষমতা বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে৷ তাসত্ত্বেও চরমতৃপ্তি পাওয়ার বাসনা পুরুষের হৃদযন্ত্রে একধরনের বাড়তি চাপ তৈরি করে, যা থেকে হার্টঅ্যাটাক হতে পারে বলে মনে করেন তিনি৷
যৌনমিলন যে শারীরিক ক্ষতি বয়ে আনে, তা কি জানতেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷
জানেন কি শরীরে হরমোনের ক্ষমতা কতটা?
আপনি কি প্রেমে পড়েছেন? কিংবা দারুণ খুশি বা আপনার কি ভীষণ মন খারাপ? যেটাই হোক না কেন, আপনার সেই অনুভূতিটাকে কিন্তু পরিচালিত করছে হরমোন নামক এক ধরনের জৈবিক পদার্থ৷ জেনে নিন শরীর এবং মনে হরমোনের নানারকম ভূমিকার কথা৷
ছবি: picture-alliance/dpa
প্রেমে হাবুডুবু
প্রথম প্রেমে পড়ার অনুভূতি কে না জানে? অকারণেই হেসে ওঠা, ভালো লাগা, প্রজাপতির মতো উড়ে বেড়ানোর সুখ বা আনন্দে রক্তচাপ যেন বেড়ে যায়৷ সব মিলিয়ে এক অসম্ভব ভালো লাগার অনুভূতি! ‘এন্ডরফিন’ হরমোন মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে সক্রিয় হয়ে ওঠার কারণেই মুহূর্তগুলো এত মধুর মনে হয়, ছড়িয়ে দেয় ভালোলাগার অনুভূতি৷ এমনকি প্রেমে পড়ার সময়টাতে নাকি শরীরে ভীষণ ব্যথা পেলেও, প্রথম প্রথম তা টেরই পাওয়া যায় না৷
ছবি: Fotolia/Henry Schmitt
শিশু থেকে বড় হওয়া
শরীরের ‘সোমাট্রপিন’ বা গ্রোথ হরমোনই শিশুদের আস্তে আস্তে বড় হতে ও বুদ্ধি বাড়তে সাহায্য করে থাকে৷ শরীরের হাড় গঠন এবং প্রোটিন এবং জরুরি চর্বি তৈরিতেও কাজ দেয় এই হরমোন৷ তবে যদি কোনো শিশুর শরীরে এই হরমোন অতিরিক্ত পরিমাণে থাকে, তাহলে তারা অতিরিক্ত বেশি বড়সড় হয়৷ শরীরে হরমোন তৈরির প্রধান কেন্দ্র মস্তিস্ক থেকেই নিঃসৃত হয় এই হরমোন৷
ছবি: picture-alliance/dpa/Hirschberger
বাইরে থেকে ‘ইনসুলিন’
শরীরে খাদ্য তৈরির প্রক্রিয়া বা বিপাকের জন্য ‘ইনসুলিন’ হরমোনটি দায়ী৷ এটি পেশির কোষগুলোর উদ্দীপক হিসেবে কাজ করে এবং রক্ত থেকে গ্লুকোজ শোষন করে৷ ডায়বেটিস রোগীর শরীরে যথেষ্ট ইনসুলিন তৈরি না হওয়ার ফলে চিনি রক্তেই থেকে যায়, যে কারণে জীবন বিপন্নও হতে পারে৷ তাই ডায়বেটিস রোগীকে কম পরিমাণে শর্করা জাতীয় খাবার খাওয়ার পরমর্শ দেয়া হয়৷ এতেও কাজ না হলে রোগীকে নিয়মিত বাইরে থেকে ইনসুলিন দিতে হয়৷
ছবি: Fotolia/Dmitry Lobanov
দেহঘড়ির জন্য হরমোন
‘মেলাটনিন’ হরমোন আমাদের শরীরে দিন এবং রাতের একটা ভারসাম্য বজায় রাখে৷ এই হরমোনই অন্ধকারে শরীরের ভেতর ছড়িয়ে যায় এবং আমাদের ক্লান্ত করে ঘুম পাড়িয়ে দেয়৷ ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ২০১০ সালে জানিয়েছিল যে, মেলাটনিন হরমোন ‘জেটল্যাগ’ উপশম করতে খাদ্যের বিকল্প হিসেবেও কাজ করতে পারে৷ এই হরমোন ঘুম পাড়াতে এবং ঘুম থেকে জাগাতে সাহায্য করে৷
ছবি: picture-alliance/dpa
‘স্ট্রেস’ হরমোন
‘কর্টিসল’ হরমোন একটি গুরুত্বপূর্ণ স্ট্রেস হরমোন, যা শরীর থেকে রাতে উৎপাদিত হয়ে দিনে কাজে লাগে৷ এই হরমোন মন ও শরীরের ‘ইমিউন সিস্টেম’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, যা কোনো ‘ইনফেকশন’ বা ক্ষতের প্রতিষেধক হিসেবেও কাজ করে থাকে৷ তবে অতিরিক্ত স্ট্রেস হরমোন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক৷
ছবি: Fotolia/Joerg Lantelme
যে হরমোন আমাদের আনন্দ দেয়
মন খারাপ? মন ভালো করতে জিমে যাবেন নাকি একটু মিষ্টি বা চকলেট খাবেন? আপনার শরীরের ‘সেরটোনিন’ হরমোনকে উজ্জীবিত করতে এই দুটোর একটাকে বেছে নিতে হবে৷ সেরটোনিন এবং ডোপামিন হরমোনকেও কিন্তু ‘হ্যাপিনেস হরমোন’ বা সুখ হরমোন বলা হয়ে থাকে, যা আমাদের মন-মেজাজ ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে৷ লক্ষ্য রাখবেন, শরীরে সুখ হরমোন কম হলে মেজাজ কিন্তু বিগড়ে যেতে পারে!