বেশিরভাগ মুসলিম অধ্যুষিত দেশেই যৌনশিক্ষাকে ‘ট্যাবু' হিসেবে দেখা হয়৷ যেমন ধরুন মিশর৷ কিন্তু মিশরেরই এক ডাক্তার সেই ট্যাবু, যৌনশিক্ষা নিয়ে রক্ষণশীলতা দূর করতে চান৷ আর এর জন্য ইউটিউবকে বেছে নিয়েছেন তিনি৷
বিজ্ঞাপন
মিশরীয় সমাজ অনেকটা বাংলাদেশ বা পাকিস্তানের মতোই রক্ষণশীল৷ সে কারণেই হয়ত যৌনশিক্ষার গুরুত্বও এই দেশগুলোতে অনেক বেশি৷ ডা. আলিয়া গাদের কথায়, ‘‘ইন্টারনেট মিশরে খুব জনপ্রিয়৷ তবে অভিভাবকদের মধ্যে ইন্টারনেট নিয়ে, বিশেষ করে শিশু বা কিশোর-কিশোরীদের হাতে ইন্টারনেটকে সহজলভ্য করে তোলায় ভয় আছে৷ অথচ এ মাধ্যমটির সঠিক ব্যবহার কিন্তু উপকারে আসতে পারে৷''
ডা. গাদ নিজেই এগিয়ে এসেছেন৷ ইউটিউবে নিজের একটি চ্যানেল তৈরি করে সেখানে যৌনতা, বয়ঃসন্ধি, স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্নের খোলামেলা উত্তর দিচ্ছেন তিনি৷
যৌনশিক্ষা নিয়ে আপনার কোনো কিছু জানার থাকলে ভিডিওটি দেখুন এবং সরাসরি প্রশ্ন করুন ডা. আলিয়া গাদকে৷
যৌন মিলনের আগে যেসব কাজ করা ঠিক নয়
যৌন মিলনের আগে কিছু ছোট ছোট বিষয় নজর না রাখলে সব আনন্দ নষ্ট হতে পারে৷ তাই কিছু বিষয়ের দিকে আগে নজর রাখা উচিত৷ দেখে নিন যৌন মিলনের আগে কি কি একেবারেই করা ঠিক নয়৷
ছবি: Fotolia/fotogestoeber
প্রস্রাব করা
সঙ্গমের পর প্রস্রাব করলে ব্যাকটিরিয়া প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়৷ কিন্তু যদি আগে করেন, তাহলে নারীদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালীতে সংক্রমণ হতে পারে৷ এমনটাই জানিয়েছেন ইউরোলজিস্টরা৷
ছবি: imago/mm images/Berg
অ্যান্টি অ্যালার্জি ওষুধ
অ্যালার্জি দূর করতে অ্যান্টিহিস্টামিন ওষুধ গ্রহণ করতে হয়৷ যেমন সর্দি হলে তা বন্ধ করার জন্য৷ কিন্তু এই ওষুধ গ্রহণ করলে যোনী শুষ্ক হয়ে যায়৷
ছবি: Sony World Photography Awards/S. Hoyn
মাদকদ্রব্য গ্রহণ
কিছু কিছু মাদকদ্রব্য আছে যেগুলো কাম উদ্দীপনা বাড়িয়ে দেয়, কিন্তু মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ করলে পুরুষদের জন্য তা মোটেও ভালো কিছু নয়, তাই এড়িয়ে চলাই ভালো৷
ছবি: Fotolia/eyetronic
ছোট না বড় কন্ডোম
যৌন নিরাপত্তা খুব জরুরি৷ কিন্তু কি ধরনের কন্ডোম ব্যবহার করবেন সেটাও জানা উচিত৷ ভুল সাইজের কন্ডোম আপনার বিপদ ডেকে আনতে পারে৷ আনন্দ পুরোপুরি মাটি করে দিতে পারে৷
ছবি: Fotolia/Sergejs Rahunoks
যৌনাঙ্গের আশপাশে শেভিং
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সহবাসের আগে গোপনাঙ্গ শেভ করা উচিত হয়৷ এ থেকে ব্যাকটিরিয়ার সংক্রমণ সহজে ছড়িয়ে পড়তে পারে৷ তাই এ থেকে সাবধান৷
ছবি: Fotolia/PhotographyByMK
যৌন খেলনা পরিষ্কার করা
আপনি যদি যৌন খেলনা ব্যবহার করেন, তবে তা ব্যবহারের আগে অবশ্যই ভালোমতো পরিষ্কার করতে হবে৷ আর সহবাসের আগে নিজেকে পরিষ্কার রাখাটাও জরুরি, এতে আপনি এবং আপনার সঙ্গী দুজনেরই রোগ সংক্রমণের ভয় থাকে না৷
ছবি: picture-alliance/dpa
6 ছবি1 | 6
বন্ধু, আমাদের দেশেও কি এমন একটা অভিনব উদ্যোগের কথা আপনি কল্পনা করতে পারেন? লিখুন নীচের ঘরে৷