1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

যৌন অপরাধ তদন্তে কোম্বসের বাড়িতে অভিযান

২৬ মার্চ ২০২৪

হিপ-হপ জগতের অন্যতম পরিচিত নাম শন কোম্বসের দুটি বাড়িতে সোমবার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী৷ তার বিরুদ্ধে একাধিক নারী মারাত্মক যৌন অপরাধের অভিযোগ এনেছেন৷

 শন ‘ড্যাডি’ কোম্বস (ফাইল ফটো)
‘যৌন অপরাধের’ অভিযোগে শন ‘ড্যাডি’ কোম্বসের দুটি বাড়িতে অভিযান ছবি: Jordan Strauss/Invision/AP/picture alliance

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টরা এই অভিযান চালিয়েছেন৷

১৯৯৩ সালে রেকর্ড কোম্পানি ব্যাড বয় রেকর্ডস প্রতিষ্ঠা করেন কোম্বস৷ সেখানকার ভোকালিস্ট ক্যাসান্দ্রা ভেনটুরা কোম্বসের সাবেক বান্ধবী৷ গত নভেম্বরে তিনি কোম্বসের বিরুদ্ধে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে মামলা করেন৷

মামলায় ভেনটুরা কোম্বসের বিরুদ্ধে ধারাবাহিকভাবে শারীরিক নির্যাতন, যৌন দাসত্ব ও ধর্ষণের অভিযোগ আনেন৷ ১০ বছরের পেশাদার ও রোমান্টিক সম্পর্কে থাকার সময় তাকে শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন ভেনটুরা৷

তার অভিযোগ, কোম্বস তাকে ভয় দেখানোর মাধ্যমে নিয়ন্ত্রণ করত এবং তাকে মাদক ও মদ পান করাত৷

মামলায় আরও বলা হয়, কোম্বস ভেনটুরাকে বিভিন্ন শহরে একাধিক পুরুষের সাথে যৌনকর্ম করতে বাধ্য করেছিলেন৷

তবে কোম্বসের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে এটিই একমাত্র মামলা নয়৷ গত কয়েক মাসে বেশ কয়েকজন নারী যৌন অপরাধের অভিযোগে কোম্বসের বিরুদ্ধে মামলা করেন৷

প্রায় ২০ বছর আগে এক কিশোরীকে গণধর্ষণে অংশ নেওয়ারও অভিযোগ উঠেছে কোম্বসের বিরুদ্ধে৷ তবে ডিসেম্বরে দেওয়া এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেন কোম্বস৷ অর্থ উপার্জনের চেষ্টাকারী একদল মানুষ এসব অভিযোগ এনেছেন বলেও দাবি করেন তিনি৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ