1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন কেচ্ছায় নাকাল মার্কিন রাজনীতিক উইনার

১৭ জুন ২০১১

একের পর এক রাজনীতিকদের যৌন কেলেঙ্কারি এখন মার্কিন গণমাধ্যমগুলোর মুখরোচক খবরে পরিণত হয়েছে৷ তার সর্বশেষ সংযোজন ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদ সদস্য অ্যান্থনি উইনার৷ শেষ পর্যন্ত তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন৷

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল, যেখান বসেন প্রতিনিধি পরিষদের সদস্যরাছবি: AP

লম্বা ও ছিপছিপে গড়নের, দেখতে আকর্ষণীয়, মার্কিন ডেমোক্রেট দলের অন্যতম সম্ভাবনাময়ী রাজনীতিক হিসেবে ধরা হচ্ছিলো অ্যান্থনি উইনারকে৷ ১৯৯২ সালে মাত্র ২৭ বছর বয়সে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন তিনি৷ মার্কিন প্রতিনিধি পরিষদে টানা সাতবার নির্বাচিত হওয়ার পর আগামী ২০১৩ সালে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে তাকেই ভাবা হচ্ছিল সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী হিসেবে৷ কিন্তু সবকিছুই ভেস্তে গেল ওয়াইনারের ক্ষণিক ভুলে৷ বহু সম্ভাবনাময়ী রাজনীতিকদের পতন যে পথে হয়েছে, উইনারও সেই একই রাস্তাতে গেলেন৷

কী করলেন ওয়াইনার?ছবি: dapd

গত ২৮ মে ইন্টারনেটে উইনারের একটি ছবি ফাঁস হয়ে যায়৷ শুধু অন্তর্বাস পরে উইনারের ব্যায়ামপুষ্ট শরীরের ওই ছবিটি যে খুব দোষের কিছু ছিল তা কিন্তু নয়৷ তবে সমস্যা হলো, ছবিটি মেয়েদের একটি ওয়েবসাইটে ছাড়া হয়, এবং উইনার একজন রাজনীতিক৷ এই দুই দুইয়ে চার মিলিয়ে বিরোধী রাজনীতিকদের প্রচারণা শুরু৷ এরপর প্রথমে উইনারের অস্বীকৃতি, তারপর ইন্টারনেটে তার একের পর এক আরও যৌন উত্তেজক ছবি ফাঁস এবং শেষ পর্যন্ত নিজের দোষ স্বীকার৷ কিন্তু নিজের স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা এবং রাজনীতির মঞ্চ থেকে বিদায় নিলেও মানুষের মুখ কি বন্ধ করতে পারবেন এই ডেমোক্রেট রাজনীতিক?

এই নিয়ে চলতি বছর তিনজন মার্কিন রাজনীতিক এই ধরণের যৌন কেলেঙ্কারির দায় মাথায় পেতে নিয়ে পদত্যাগ করলেন৷ বাকি দুইজন রিপাবলিকান দলের সেনেটর জন এনসাইন এবং প্রতিনিধি পরিষদের সদস্য ক্রিস লি৷ সংবাদ মাধ্যমগুলো যখন আইএমএফ'এর পদত্যাগী প্রধান দমিনিক স্ট্রাউস কান'এর যৌন কেচ্ছা নিয়ে ব্যস্ত, তখন তাতে আরও খানিকটা মশলা ঢেলে দিলেন মার্কিন রাজনীতিক অ্যান্থনী উইনার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ