যৌন হয়রানি ও ধর্ষণ মামলার দ্রুত বিচারের দাবিতে দিল্লি অভিমুখে যাত্রা করেছে ভারতে বিভিন্ন সময় নিগ্রহের শিকার নারীদের একটি দল৷ নারীদের স্বজন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আইনী সংগঠনের কর্তাব্যক্তিরাও যোগ দেন এ যাত্রায়৷
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় গরিমা অভিযান, তথা ন্যাশনাল প্রাইড মুভমেন্ট এই ক্যারাভান যাত্রার অন্যতম আয়োজক৷ সংগঠনটির আহ্বায়ক আসিফ শেখ জানান, তাঁদের প্রত্যাশা ১০ হাজার কিলোমিটারের এই যাত্রায় লাখো লোক সমবেত হবে৷ ফেব্রুয়ারির শেষদিকে এই ক্যারাভান দিল্লিতে পৌঁছাবে৷ চলতিপথে বিভিন্নস্থানে সভা করার পরিকল্পনা রয়েছে তাঁদের৷ এ প্রসঙ্গে আসিফ বলেন, যৌন নিগ্রহ নিয়ে নারীরা যেন সোচ্চার হন এবং সবসময় নিগ্রহের ঘটনা প্রকাশ করেন তাতে উৎসাহিত করাই এই সভার উদ্দেশ্য৷
ক্যারাভানে অংশ নেওয়া সোহমাত সিং লোধি বলেন, ‘‘আমি আমার ৪ বছর বয়সি কন্যা সন্তানের ধর্ষণের বিচার চাইতে এসেছি৷ সে এখনো সুস্থ হয়নি৷ যে-কোনো মূল্যে আমি দোষীর শাস্তি চাই৷'' গত জুন মাসে সোহমাতের ৪ বছর বয়সি মেয়ে ধর্ষণের শিকার হয়৷ মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে৷
আয়োজকরা আরো জানান, শুধু দ্রুত বিচার নয় তাঁদের চেষ্টা থাকবে একজন যৌন নিগৃহের শিকার নারীর বা শিশুর প্রতি যেন সবাই সহনশীল থাকে৷ পুলিশ, চিকিৎসক, এমনকি আইনজীবীরাও যেন ক্ষতিগ্রস্তের প্রতি সহনশীল থাকেন, সেই ধরনের প্রচারই তাঁদের মূল উদ্দেশ্য৷
যৌনদাসী হিসেবে বিক্রি হয়ে যাওয়া মমতা অংশ নিয়েছেন এই দিল্লি-যাত্রায়৷ তিনি জানান, তাঁর মামলাটি দায়ের করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে৷ পুলিশ, ডাক্তার, আদালত সব জায়গায় তাঁকে অসৌজন্যমূলক প্রশ্নের উত্তর দিতে হয়েছে৷ তিনি জানতে চান, ‘‘কেন আমাকেই প্রমাণ করতে হবে যে আমি ধর্ষণের শিকার?''
মমতা জানান, পারিবারিক এক বন্ধু তাঁকে ধর্ষণ করেছে৷ সেই ব্যক্তিই তাঁকে এক লোকের কাছে ২ লাখ রুপিতে বিক্রি করে দেয়৷ সেখানে ৬ মাস যৌনদাসী হিসেবে আটকে ছিলেন মমতা৷ পরে স্থানীয় একজনের সহযোগিতায় পালিয়ে আসেন এবং মামলা দেন৷ কিন্তু ফিরে আসার পর তাঁর স্বামী বা পরিবারের কেউ তাঁকে গ্রহণ করেনি৷ তিনি এই সমাবেশে যুক্ত হয়ে এই বিষয়টি নিয়ে সচেতনতা সৃষ্টি করতে চান বলে জানান৷
দু’টি গণধর্ষণের ঘটনায় ভারতে বিক্ষোভ
ভারতের জম্মু-কাশ্মীরে আট বছরের এক শিশুকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে৷ আরেক গণধর্ষণের ঘটনায় শাসক দল বিজেপির এক বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/R. Kakade
ঘটনা জানুয়ারি মাসের
১৭ জানুয়ারি ভারতের জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার একটি জঙ্গল (ছবি) থেকে আট বছরের আসিফার মৃতদেহ উদ্ধার করা হয়৷ যাযাবর বাখরওয়াল উপজাতির এই নাবালিকা ঘোড়াকে ঘাস খাওয়াতে জঙ্গলে গিয়েছিল৷ তারপর আর তার বাড়ি ফেরা হয়নি৷ আসিফাকে এক সপ্তাহ ধরে গণধর্ষণ করা হয়৷ এরপর না খাইয়ে মন্দিরে আটকে রাখা হয়৷ হত্যা করার আগে আসিফাকে আবারো ধর্ষণ করা হয়৷
ছবি: picture-alliance/AP Photo/C. Anand
গ্রেপ্তার আট
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নাবালকসহ আটজনকে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্তদের মধ্যে দীপক খাজুরিয়া (নীল টি-শার্ট পরিহিত) নামে পুলিশের এক কর্মকর্তাও আছে৷
ছবি: Reuters
অভিযুক্তদের মুক্তির দাবিতে আইনজীবীদের বনধ!
৯ এপ্রিল পুলিশ স্থানীয় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে গেলে কাঠুয়ার হিন্দু আইনজীবীরা বাধা দেয়ার চেষ্টা করেছিল৷ এরপর ১২ তারিখ জম্মু বার এসোসিয়েশনের ডাকে বনধ’ও পালিত হয়েছে৷ এছাড়া একটি মৌলবাদী হিন্দু গোষ্ঠীর হাজার হাজার সদস্য বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে৷ উল্লেখ্য, আসিফা মুসলমান সম্প্রদায়ের সদস্য ছিল৷ ছবিতে পুলিশ ভ্যানে আরেক অভিযুক্ত সাবেক সরকারি কর্মচারী সঞ্জি রামকে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters
আড়াই মাস পর আলোচনায়
আসিফার মৃতদেহ পাওয়া যায় ১৭ জানুয়ারি৷ তবে এপ্রিলের শুরুতে ভারতজুড়ে সেটি আলোচনার জন্ম দেয়৷ অভিযুক্তদের মুক্তির দাবিতে হিন্দু গোষ্ঠীর বিক্ষোভ আর প্রতিবেদন জমা দিতে হিন্দু আইনজীবীদের বাধা দেয়ার চেষ্টার ঘটনায় বিষয়টি সামনে আসে৷
ছবি: picture-alliance/Zumapress/F. Khan
শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত: মন্ত্রী
১২ বছরের কমবয়সি শিশুদের ধর্ষকদের মৃত্যুদণ্ড চেয়ে আইনে পরিবর্তন আনার ইচ্ছার কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়নমন্ত্রী মানেকা গান্ধী৷ বর্তমানে শিশু ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড৷
ছবি: Getty Images/AFP/M. Sharma
নির্ভয়াকাণ্ডের সমতুল্য
আসিফা ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ২০১২ সালে দিল্লি গণধর্ষণের সঙ্গে তুলনা করে এসব অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে৷ ২০১২ সালে বাসে এক ছাত্রীর (নাম দেয়া হয়েছিল নির্ভয়া) গণধর্ষণের ঘটনায় ভারতজুড়ে শুরু হওয়া প্রতিবাদের ফলে ধর্ষণবিরোধী আইনে পরিবর্তন এসেছিল৷ তবে এরপরও গতবছর শিশুদের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন ও সমমানের প্রায় ৩৬ হাজার অপরাধের ঘটনা ঘটেছে বলে ভারতের জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরো জানিয়েছে৷
ছবি: AP
আরেকটি ধর্ষণ এবং ধর্ষিতার বাবার মৃত্যু
আসিফার ঘটনা প্রকাশ্যে আসার আগে গণধর্ষণের আরেক ঘটনা আলোচনায় ছিল৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ের ১৮ বছরের এক তরুণী বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের (ছবি) বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছিলেন৷ কিন্তু এক বছরেও তিনি কোনো বিচার পাননি৷ উলটো ঐ তরুণীর বাবাকে পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে মেরে ফেলে বলে অভিযোগ৷ পরে ধর্ষিতা তরুণী গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ অবশ্য ১৩ এপ্রিল ঐ বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে৷
ছবি: Imago/Hindustan Times
মোদীর মন্তব্য
যারা নারীদের বিরুদ্ধে অপরাধ করে, তাদের ছাড় দেয়া হবে না বলে শুক্রবার (১৩ এপ্রিল) মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এসব ঘটনা সভ্য সমাজের অংশ হতে পারে না উল্লেখ করে মোদী বলেন, ‘‘আমাদের কন্যারা নিশ্চিতভাবেই সুবিচার পাবে৷’’
ছবি: picture-alliance/Zumapress
মোদীকে সাবেক আমলাদের চিঠি
ভারতের একদল সাবেক আমলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে কাঠুয়া ও উন্নাওয়ে গণধর্ষণের ঘটনায় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন৷ মোদীকে উদ্দেশ্য করে তাঁরা চিঠিতে লিখেছেন, ‘‘দলের ভেতর আপনার আধিপত্য এবং আপনার ও আপনার দলের সভাপতি যেরকম নিয়ন্ত্রণ চর্চা করেন, সে হিসেবে দেশের এমন আতঙ্কজনক পরিস্থিতির জন্য অন্যদের চেয়ে আপনাকেই বেশি দায়ী করা হবে৷’’
ছবি: picture-alliance/Zumapress/F. Khan
‘বিজেপির হাত থেকে মেয়েদের বাঁচাও!’
নারী উন্নয়নে ভারতের বিজেপি সরকারের একটি কর্মসূচির নাম ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’৷ তবে উত্তরপ্রদেশের উন্নাওয়ে এক তরুণীকে গণধর্ষণের সঙ্গে বিজেপির এক বিধায়কের নাম জড়িয়ে পড়ার পর বিরোধী নেতা রাহুল গান্ধী ‘বিজেপিসে বেটি বাঁচাও’, অর্থাৎ বিজেপির হাত থেকে মেয়েদের বাঁচানোর কথা বলেছেন৷
ছবি: Reuters/A. Hussain
10 ছবি1 | 10
ধর্ষণের শিকার এক নারীর পিতা বিক্রম রাঘুবাসী বলেন, আশা করছি সমাজ ও প্রশাসনের কাছে এই উদ্যোগ একটি দৃঢ় বার্তা পৌঁছে দেবে৷