1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যৌন নিপীড়ন' রোধে প্রচারণা

৩ আগস্ট ২০১৫

বাংলাদেশে প্রতিনিয়িতই সংবাদ শিরোনামে জায়গা পাচ্ছে ধর্ষণ, যৌন নিপীড়নের খবর৷ বিভিন্ন বয়সি নারী, এমনকি শিশুরাও ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছেন৷ পরিস্থিতি বদলাতে ফেসবুকে দেখা যাচ্ছে বিভিন্ন উদ্যোগ৷

Symbolbild Facebook Klarnamenpflicht Pseudonyme Anonymität
ছবি: picture-alliance/dpa/F. Gabbert

‘নিরাপদ নগরী নির্ভয় নারী' নামক এক ফেসবুক পাতা সম্প্রতি ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কেড়েছে৷ মূলত নারীর জন্য বিভিন্ন শহর, নগরী নিরাপদ করে তুলতে এই উদ্যোগ৷ রাজপথে, বাসে কোন রকম নিপীড়নের শিকার হলে কিংবা কেউ কোনো রকম আপত্তিকর কিছু করতে চাইলে তার প্রতিবাদের উপায় রয়েছে পাতাটিতে

ফেসবুক অ্যাপ

‘নিরাপদ নগরী নির্ভয় নারী' পাতাতে রয়েছে একটি অ্যাপের কথা৷ ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ' নামের অ্যাপটি ব্যবহার করে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া সম্ভব, এক ভিডিওতে এমনটাই দাবি করা হয়েছে৷ এতে বিভিন্ন পুলিশ স্টেশনের ঠিকানা এবং একটি ম্যাপে ব্যবহারকারীর কাছের পুলিশ স্টেশন সম্পর্কেও তথ্য প্রদর্শন করা হয়৷

প্রতিরোধের আহ্বান

গত পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল নারীকে যৌন নির্যাতনের ঘটনার প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে ‘হোক প্রতিরোধ' ফেসবুক পাতা৷ এই পাতার মাধ্যমে একদল নারী যে কোনো ধরনের নারী নির্যাতন প্রতিরোধের ঘোষণা দিয়েছেন৷ তাঁরা আত্মরক্ষামূলক বিভিন্ন কৌশলও শেখাচ্ছেন পাতাটির মাধ্যমে৷ জুন মাসে ‘যৌন নিপীড়ন বিরোধী কনসার্টের' আয়োজনও করা হয় পাতাটির পক্ষ থেকে৷

রাজপথের অ্যাক্টিভিস্ট শাম্মী হক এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছেন৷ সম্প্রতি ডয়চে ভেলেকে তিনি জানান, ‘‘আমরা দলবেঁধে জনসমাগম বেশি এমন এলাকায় যাই এবং যৌন নিপীড়নের কোনো ঘটনা দেখলে প্রতিরোধ করি৷''

যৌথ উদ্যোগ

বাংলাদেশ পুলিশ এবং দশটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগ চালু রয়েছে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার'৷ যে কোনো নির্যাতনের শিকার নারী ও শিশুকে দ্রুত সেবা দিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে এই সেন্টার৷ তাদের সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানে

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ