‘নিরাপদ নগরী নির্ভয় নারী' নামক এক ফেসবুক পাতা সম্প্রতি ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কেড়েছে৷ মূলত নারীর জন্য বিভিন্ন শহর, নগরী নিরাপদ করে তুলতে এই উদ্যোগ৷ রাজপথে, বাসে কোন রকম নিপীড়নের শিকার হলে কিংবা কেউ কোনো রকম আপত্তিকর কিছু করতে চাইলে তার প্রতিবাদের উপায় রয়েছে পাতাটিতে৷
ফেসবুক অ্যাপ
‘নিরাপদ নগরী নির্ভয় নারী' পাতাতে রয়েছে একটি অ্যাপের কথা৷ ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ' নামের অ্যাপটি ব্যবহার করে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া সম্ভব, এক ভিডিওতে এমনটাই দাবি করা হয়েছে৷ এতে বিভিন্ন পুলিশ স্টেশনের ঠিকানা এবং একটি ম্যাপে ব্যবহারকারীর কাছের পুলিশ স্টেশন সম্পর্কেও তথ্য প্রদর্শন করা হয়৷
বাস্তব জীবনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেরা ফুটবলার কিনা – তা নিয়ে বিতর্ক থাকতে পারে৷ তবে ফেসবুকে তিনি অন্যতম সেরা৷ ভক্তের সংখ্যা দশ কোটির বেশি৷ ফেসবুক এবং টুইটারে জনপ্রিয় এরকম আরো কয়েক তারকাকে নিয়ে ছবিঘর৷
ছবি: Reutersফেসবুকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ রেয়াল মাদ্রিদের হয়ে খেলা এই পর্তুগিজ তারকার ফেসবুক ভক্তের সংখ্যা দশ কোটির বেশি৷ টুইটারে তাঁর অনুসারী তিন কোটি৷
ছবি: picture-alliance/dpaআর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি গত বছর ফিফার বিশ্বসেরা খেতাবটি জিততে পারেননি৷ সেটা নিয়েছেন রোনাল্ডো৷ ফেসবুকেও মেসি তাঁর পেছনে রয়েছেন৷ ভক্তের সংখ্যা সাড়ে সাত কোটির মতো৷ তবে টুইটারে মেসির ভক্ত মাত্র ২০ লাখ৷
ছবি: Reutersরোনাল্ডো বা মেসির পর্যায়ে না পৌঁছালেও দ্রুত এগিয়ে যাচ্ছেন নেইমার৷ ২২ বছর বয়সি এই ব্রাজিলীয় ফুটবল তারকার ভক্তের সংখ্যা প্রায় পাঁচ কোটি৷ টুইটারে চতুর্থ জনপ্রিয় ক্রীড়াবিদ তিনি৷
ছবি: picture-alliance/dpa/R. Ghementফুটবল ক্যারিয়ারের ভালো সময়গুলো সম্ভবত ইতোমধ্যে পার করে ফেলেছেন কাকা (ছবিতে স্ত্রী ক্যারোলিনের সঙ্গে কাকা)৷ ৩২ বছর বয়সি এই তারকার টুইটার অনুসারীর সংখ্যা দুই কোটির বেশি৷ মাইক্রো ব্লগিং সাইটটিতে দ্বিতীয় জনপ্রিয় ক্রীড়াবিদ তিনি৷ আর ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় চার কোটি৷
ছবি: picture-alliance/dpaসামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়দের তালিকায় শুরুর দিকে অধিকাংশই ফুটবলার৷ ব্যতিক্রম শুধু এনবিএ সুপারস্টার লিব্রন৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা সোয়া দুই কোটির মতো, আর টুইটারে দেড় কোটির বেশি৷
ছবি: Getty Imagesপ্রথমে খারাপ ছিল ফর্ম, এখন ইনজুরির কবলে৷ বিশ্বকাপ জয়ী জার্মান দলের তারকা মেসুত ও্যজিল বর্তমানে সম্ভবত কঠিন সময় পার করছেন৷ তবে সময়টা তিনি দিব্যি কাটিয়ে দিতে পারেন অনলাইন ভক্তদের সঙ্গে৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় তিন কোটি, টুইটারে প্রায় ১ কোটি৷
ছবি: picture-alliance/dpaবিশ্বের সবচেয়ে দ্রুততম মানব ইউসেইন বোল্ট অনলাইন জগতে বেশ পিছিয়ে আছেন৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা মাত্র ১৬ মিলিয়ন! আর টুইটারে সাড়ে তিন মিলিয়নের মতো৷
ছবি: Getty Imagesফুটবল মাঠে খেলোয়াড়ের বেশে এখন আর দেখা যাচ্ছে না ডেভিড বেকহামকে৷ তবে তাই বলে ইংল্যান্ড দলের সাবেক এই অধিনায়কের ফেসবুক জনপ্রিয়তায় ভাটা পড়েনি৷ ফেসবুকে পাঁচ কোটি ভক্ত রয়েছে তাঁর৷
ছবি: Reuters
প্রতিরোধের আহ্বান
গত পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল নারীকে যৌন নির্যাতনের ঘটনার প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে ‘হোক প্রতিরোধ' ফেসবুক পাতা৷ এই পাতার মাধ্যমে একদল নারী যে কোনো ধরনের নারী নির্যাতন প্রতিরোধের ঘোষণা দিয়েছেন৷ তাঁরা আত্মরক্ষামূলক বিভিন্ন কৌশলও শেখাচ্ছেন পাতাটির মাধ্যমে৷ জুন মাসে ‘যৌন নিপীড়ন বিরোধী কনসার্টের' আয়োজনও করা হয় পাতাটির পক্ষ থেকে৷
রাজপথের অ্যাক্টিভিস্ট শাম্মী হক এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছেন৷ সম্প্রতি ডয়চে ভেলেকে তিনি জানান, ‘‘আমরা দলবেঁধে জনসমাগম বেশি এমন এলাকায় যাই এবং যৌন নিপীড়নের কোনো ঘটনা দেখলে প্রতিরোধ করি৷''
যৌথ উদ্যোগ
বাংলাদেশ পুলিশ এবং দশটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগ চালু রয়েছে ‘ভিকটিম সাপোর্ট সেন্টার'৷ যে কোনো নির্যাতনের শিকার নারী ও শিশুকে দ্রুত সেবা দিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে এই সেন্টার৷ তাদের সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এখানে৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ