1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ভারত

২৩ ডিসেম্বর ২০১২

যৌন নির্যাতনের প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ভারত৷ একদিকে, নতুন দিল্লিতে তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ অন্যদিকে, মনিপুরে অভিনেত্রীর উপর যৌন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে গুলিতে সাংবাদিক নিহত হয়েছেন৷

Demonstrators overturn a government vehicle in front of the India Gate during a protest in New Delhi December 23, 2012. The Indian government moved on Sunday to stamp out protests that have swelled in New Delhi since the gang-rape of a young woman, banning gatherings of more than five people, but still thousands poured into the heart of the capital to vent their anger. REUTERS/Adnan Abidi (INDIA - Tags: CRIME LAW CIVIL UNREST TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

ভারতের অপরাধ জগতের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছরের প্রায় আড়াই লাখ সহিংসত অপরাধের মধ্যে সোয়া দুই লাখ অপরাধকর্মই ছিল নারী নির্যাতন৷ আর চলতি বছরে শুধুমাত্র নতুন দিল্লিতেই ধর্ষণের ঘটনা ৬৬১ টি, যা গত বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি৷ এসব তথ্য সরকারি হিসাবের৷ ফলে প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে মনে করেন সমাজ বিজ্ঞানীরা৷ কারণ এমন অনেক নির্যাতনের ঘটনা ঘটছে যার শিকার নারীরা পরিচয় জানাজানি হওয়ার ভয়ে পুলিশ কিংবা সাংবাদিকের কাছে মুখ খোলেন না৷ ধর্ষণের হার বৃদ্ধির ফলে নতুন দিল্লিকে এখন অনেকে ধর্ষণের রাজধানী বলে আখ্যা দিয়েছে৷

সম্প্রতি চলন্ত বাসে ২৩ বছর বয়সি তরুণী ছয় জন যুবকের দ্বারা ধর্ষিত হন৷ শুধু তাই নয় ধর্ষণের পর তরুণী এবং তার ছেলে বন্ধুকে বাস থেকে পথে ফেলে দেওয়া হয়৷ নির্যাতনের শিকার ফিজিওথেরাপির ছাত্রী বর্তমানে নতুন দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তিনি শনিবার সন্ধ্যায় প্রথম কথা বলতে সক্ষম হয়েছেন৷ ঐ ঘটনা সম্পর্কে তিনি প্রথমবারের মতো কিছু জানাতে সক্ষম হয়েছেন৷ হিন্দুস্তান টাইমস পত্রিকা'কে তিনি বলেন, ‘‘ওরা ছয় জন আমার উপর যৌন নির্যাতন করে৷ এরপর তারা আমাদের রাস্তায় ফেলে দেয় এবং সেখানে আমি জ্ঞান হারিয়ে ফেলি৷''

ছবি: Reuters

এই ঘটনার পর থেকে নতুন দিল্লিতে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রী ও সমাজকর্মীরা৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে৷ এছাড়া বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে৷ এমনকি ঐতিহাসিক ভবনগুলো রক্ষায় সান্ধ্য আইন জারি করে প্রশাসন৷ তবুও বিক্ষোভ থামেনি৷ বরং রবিবারও বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ তবে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীর সাথে দেখা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই৷

জনপথের ১০ নম্বর বাড়িতে প্রতিনিধি দলটির সাথে সোনিয়া ও রাহুলের বৈঠক হয়৷ সোনিয়া গান্ধী তাদের কথা শোনেন এবং শান্ত হওয়ার আহ্বান জানান৷ তবে তড়িঘড়ি করে নয় বরং একটু সময় নিয়ে তাদের দাবি পূরণের চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন সোনিয়া এবং রাহুল উভয়েই৷ উল্লেখ্য, ঐ ঘটনার সাথে জড়িত ছয় জনকেই আটক করেছে পুলিশ৷

এদিকে, মনিপুরে অভিনেত্রী ও মডেল মোমোকো'র উপর যৌন নির্যাতনের প্রতিবাদের বিক্ষোভ চলার সময় পুলিশ গুলি চালিয়েছে৷ এতে সেখানে দায়িত্ব পালনরত দূরদর্শন টেলিভিশনের এক চিত্রগ্রাহক নিহত হয়েছেন৷ ৩৬ বছর বয়সি ঐ ক্যামেরাম্যানের নিহত হওয়ার কথা স্বীকার করেছেন পুলিশের মুখপাত্র এ সিং৷

এএইচ / আরআই (পিটিআই, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ