1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন নির্যাতন ঠেকাতে মোবাইল অ্যাপ

৫ জুলাই ২০১৮

কিছুদিন পরই শুরু হচ্ছে স্পেনের ঐতিহ্যবাহী বার্ষিক ষাঁড় দৌড়৷ আর এই উৎসবে কোনো নারী যাতে যৌন নিপীড়নের শিকার না হন, সেজন্য পামপ্লোনা শহরে মোবাইল অ্যাপ চালু করেছে পুলিশ৷

08. Spanien Stierrennen in Pamplona
ছবি: Getty Images/AFP/A. Gillenea

৬ তারিখ শুরু হচ্ছে ষাঁড় দৌড়৷ দেশ বিদেশের অগণিত পর্যটক এই উৎসবে যোগ দিতে আসবেন এই শহরে৷ এর আগে যৌন নির্যাতনের আশংকায় অনেকে উৎসব বয়কটের হুমকিও দিয়েছিলেন৷ কিন্তু পুলিশ বলছে, নারীদের তাঁরা পর্যাপ্ত নিরাপত্তা দেবে৷

২০১৬ সালের উৎসবে এক নারীকে হেনস্তা করার অভিযোগ ওঠে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে৷ তাঁরা পরিচিত হয়ে ওঠে ‘উলফ প্যাক' নামে৷ তবে সম্প্রতি অভিযোগ থেকে তাদের নাম তুলে নেওয়া এবং জামিনে মুক্তি, নারীদের নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজন বয়কটের ঘোষণা ছড়িয়ে পড়েছে৷ কিন্তু সিটি কাউন্সিলর ইৎজিয়ার গোমেজ সবাইকে আহ্বান জানাচ্ছেন প্রশাসনের ওপর আস্থা রাখার৷ ‘যৌন নিপীড়নমুক্ত পামপ্লোনা' নামে একটি ক্যাম্পেইনও শুরু করেছে কর্তৃপক্ষ৷

সমতা ও এলজিবিটি বিষয়ক কাউন্সিলর লরা বেরোও নারীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন৷ ‘‘এখন নারীদের আরো বেশি করে রাস্তায় নেমে আসা উচিত, যাতে অন্য নারীরাও ভরসা পায়, যে সে একা না৷''

‘উলফ প্যাক' ঘটনার আগে থেকেই যৌন নির্যাতনের রাশ টানার চেষ্টা করে আসছে পাম্পলোনা পুলিশ৷ হাজার হাজার পুলিশ অফিসার একাধিক ভাষায় সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন৷ কিন্তু ২০১৬ সালের ঘটনা তাঁদেরকে নতুন করে ভাবতে বাধ্য করেছে৷

‘আগ্রে স্টপ/এরা স্টপ' নামের এই ফ্রি অ্যাপের মাধ্যমে যে-কোনো নারী পুলিশের কাছে নির্যাতনের ঘটনার রিপোর্ট করতে পারবেন৷ সাথে সাথেই সেই নারীর অবস্থান জেনে যাবে পুলিশ৷ এর ফলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে৷

যৌন নির্যাতনের ঘটনার দিক দিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ১৭তম অবস্থানে রয়েছে স্পেন৷ ২০১৫ সালে ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি ১ লাখে ১৮ দশমিক ৬ জন নাগরিক যৌন নির্যাতনের শিকার হন৷ তবে ২০১৬ সালের ‘উলফ প্যাক' ঘটনার পর থেকে এ হার বেড়েই চলেছে৷

এডিকে/এসিবি (রয়টার্স, ইএফই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ