বিশ্বব্যাপী মানবাধিকার ঘোষণার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ তাতে বলা হয়, যৌন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন সারা বিশ্বের নারীরা৷
বিজ্ঞাপন
তবে বিশ্বের ক্ষমতাধর নেতারা পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে পিছিয়ে আছেন৷ ২০১৮ সালে বিশ্বব্যাপী নারীরা তাঁদের বিরুদ্ধে হওয়া যৌন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদেসোচ্চার হয়েছেন, অনেক দেশের নারীই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷ বিশেষ করে ভারত, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড এবং পোল্যান্ডের নারীরা বেশ কয়েকটি ইস্যুতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন৷
বৈশ্বিক মানবাধিকারের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও দক্ষিণ আফ্রিকায় যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ, আর্জেন্টিনা, আয়ারল্যান্ড ও পোল্যান্ডে গর্ভপাত আইন নিয়ে প্রতিবাদে নারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে৷
অ্যামনেস্টির মহাসচিক কুমি নাইড়ু লিখেছেন, ‘‘ভারতের নারী অধিকার কর্মী হাসনা মেহেতা আর্টিকেল ওয়ান-এর ‘ইউনিভার্সাল ডিক্লেয়ারেশন' পরিবর্তন করেছেন৷ আগে যা ছিল, ‘সব পুরুষ জন্মগতভাবে সমান এবং স্বাধীন৷' তিনি এটি পরিবর্তন করে ‘সব মানুষ স্বাধীন ও সমান অধিকার নিয়ে জন্ম নেয়' করেছেন৷'' তবে নাইড়ু এ-ও বলেছেন, মানবাধিকার ঘোষণার ৭০ বছর পেরিয়ে গেলেও বর্তমানে নারীদের মানবাধিকার আদায়ে লড়াই করতে হচ্ছে, যা দুঃখজনক৷
‘মি-টু’ ঝড়ে বেকায়দায় যারা
ভারতে ‘মি-টু’ আন্দোলনের জোয়ার সর্বত্র ছড়িয়ে পড়ছে৷ ইতিমধ্যে অভিযুক্তের তালিকায় উঠে এসেছে অন্তত ৩৭ জন ক্ষমতাশালী ব্যক্তির নাম৷ তেমন কয়েকজনের কথাই থাকছে এই ছবিঘরে৷
ছবি: Facebook/S. Mukherji
যেখান থেকে শুরু: নানা পাটেকর
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক মিস ইন্ডিয়া ও অভিনেত্রী তনুশ্রী দত্ত তুলে আনেন ২০০৮ সালের ঘটনা, যার ভিত্তিতে বর্তমানে ভারতব্যাপী ঝড় তুলেছে ‘মি-টু’ আন্দোলন৷ তনুশ্রী জানান, সে বছর ‘হর্ণ ওকে প্লিজ’ ছবির সেটে অভিনেতা নানা পাটেকার তাঁকে যৌনহেনস্থা করেছিলেন৷ তবে সংবাদমাধ্যমের কাছে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন পাটেকর৷ আপাতত দুজনেই আইনি লড়াইয়ে নেমেছেন৷
ছবি: Getty Images/AFP
অভিযোগের তির বিকাশের দিকে
প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মসের এক প্রাক্তন কর্মচারী গত বছর পরিচালক বিকাশ বেহেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন৷ বেহেলের দুই সহযোগী পরিচালক, অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে অভিযোগকারী মহিলাকে সমর্থন করে ফ্যান্টম ফিল্মস ভেঙে দেন৷ পরবর্তীতে অভিনেত্রী কঙ্গনা রনৌতও বেহেলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন৷ বিকাশের মতে, পুরো বিষয়টি পেশাগত ঈর্ষার কারনে কাশ্যপ ও মোতওয়ানের সাজানো৷
ছবি: Imago/Hindustan Times
বলিউডের ‘বাবুজী’ আলোক নাথ
লেখক-প্রযোজক বিনতা নন্দ’র দাবি, ১৯ বছর আগে অভিনেতা আলোক নাথ তাঁর সম্ভ্রমহানির চেষ্টা করেন৷ বিনতা ছাড়াও অভিনেত্রী সন্ধ্যা মৃদুল, আমাইরা দস্তুর, নবনীত নিশান ও কন্ঠশিল্পী সোনা মহাপাত্র’র মতো সুপরিচিত ব্যক্তিত্বরাও তাঁদের হয়রানির অভিজ্ঞতা প্রকাশ করেন৷ ‘আদর্শ’ পিতার চরিত্রে খ্যাত আলোক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘‘আজকের জগতে, যা-ই হোক না কেন, একজন মহিলার কথাতেই সবাই কান দেয়৷’’
ছবি: Getty Images/AFP
সুভাষ ঘাইয়ের কীর্তি
সম্প্রতি, টিভি অভিনেত্রী ও ভারতীয় মডেল কেট শর্মা বিশিষ্ট পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে জোর করে চুম্বন করার অভিযোগ তুলেছেন৷ যদিও সুভাষ ঘাই তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন৷কেট শর্মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন৷
ছবি: picture-alliance/AP Photo
কেচ্ছায় জর্জরিত সাজিদ খান
বলিউডের আরেক পরিচালক, সাজিদ খানের বিরুদ্ধে অভিনেত্রী সালোনি চোপড়া, সিমরান সুরি ও সাংবাদিক করিশমা উপাধ্যায়সহ একাধিক নারীর যৌন হয়রানির অভিযোগ উঠেছে৷ সামনে এসেছে ‘কাস্টিং কাউচ’-এর নোংরা চিত্র৷ সাজিদের বোন চিত্র পরিচালক ফারাহ খান মনে করেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের খবরে তিনি দুঃখিত এবং অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে সাজিদের উচিত আত্মসমর্পণ করা৷
ছবি: Imago/Hindustan Times
‘অ-শালীন’ রজত কাপূর
দু’জন নারী যৌন হয়রানি ও বেসামাল আচরণের অভিযোগ তুলেছেন এই বিখ্যাত মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতার বিরুদ্ধে৷ এর পরিপ্রেক্ষিতে টুইটারে পোস্ট করে ক্ষমা চেয়ে কাপূর দাবি করেন, তিনি সারা জীবন একজন ভদ্র ও শালীন মানুষ হওয়ার চেষ্টা করে এসেছেন৷
ছবি: imago/Hindustan Times/S. Bate
গানের জগতে ‘মি-টু’, অভিযুক্ত কৈলাশ খের
একটি সাক্ষাৎকার চলাকালীন এক নারী সাংবাদিকের সাথে আপত্তিকর আচরণ করার অভিযোগ ওঠে এই খ্যাতনামা কন্ঠশিল্পীর বিরুদ্ধে৷ এই অভিযোগ জানাজানি হবার পর আরেক গায়িকা সোনা মহাপাত্রও দাবি করেন, কৈলাশ তাঁর সাথেও আপত্তিকর আচরণ করেছেন৷ কৈলাশের অবশ্য দাবি, এমন কোনো ঘটনা তাঁর স্মরণে নেই৷ তবে তিনি এ-ও বলেন, অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল হয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী৷
ছবি: AP
আবার বিতর্কে অভিজিৎ ভট্টাচার্য
‘মি-টু’র দাপটে উঠে এলো আরেক গায়ক অভিজিতের নাম৷ বলিউডের এই গায়কের বিরুদ্ধে রয়েছে একটি পাবে একজন বিমানবালাকে হয়রানির অভিযোগ৷ অভিজিৎ ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে মন্তব্য করেছেন, ‘‘শুধুমাত্র ‘মোটা ও কুশ্রী’ মেয়েরাই পুরুষদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করছে৷’’ তাঁর এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে৷ বিতর্কে জড়ানো অবশ্য অভিজিতের জন্য নতুন কোনো ঘটনা নয়৷
ছবি: Imago/Indiapicture
নগ্ন ছবি পাঠানোর অভিযোগ
নতুন প্রজন্মের আলোচিত অভিনেতা ও কমেডিয়ান উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে উঠেছে মহিলাদের কাছে নিজের নগ্ন ছবি পাঠানো ও বিনিময়ে নগ্ন ছবি চাওয়ার অভিযোগ৷ জনপ্রিয় কমেডি দল এআইবি’র নিয়মিত অভিনেতা উৎসব তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে টুইটারে ক্ষমা চেয়েছেন৷ ইতিমধ্যে উত্সবের সব ভিডিও এআইবি তাদের চ্যানেল থেকে মুছে দিয়েছে৷
ছবি: Twitter/U. Chakraborty
এবার ফাঁসলেন বিনোদ দুয়া
চিত্রনির্মাতা নিষ্ঠা জৈন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, বিনোদ দুয়াকে অভব্য ব্যবহার ও কর্মক্ষেত্রে হয়রানির দায়ে অভিযুক্ত করেছেন৷ এ বিষয়ে দুয়া কোনো মন্তব্য না করলেও তাঁর কন্যা কমেডিয়ান মল্লিকা দুয়া বাবার পাশে দাঁড়ান৷ বিনোদ দুয়া অনলাইন পোর্টাল ওয়্যার-এর সাংবাদিক৷ওয়্যার এক বিবৃতিতে জানায়, ‘‘আমাদের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) অভিযোগগুলি সম্পর্কে সচেতন৷’’
ছবি: Getty Images/AFP/P. Singh
অভিযুক্ত সাবেক মন্ত্রী এম জে আকবর
সাংবাদিক প্রিয়া রামানি, গজলা ওয়াহাব, সুতপা পল ও তুষিতা প্যাটেলসহ বেশ কয়েকজন যৌনহেনস্থার অভিযোগ করেন সাংবাদিক ও সম্প্রতি পদত্যাগ করা মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে৷ ইতিমধ্যে তিনি প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন৷ আকবরের হয়ে ভারতের ৯৭জন আইনজীবী লড়ছেন বলে জানা গেছে৷ তবে ২০ জন নারী সাংবাদিক জানিয়েছেন, তাঁরা তাঁদের সহকর্মীদের হয়ে আদালতে সাক্ষ্য দেবেন৷
ছবি: IANS
নারীও অভিযুক্ত
সম্মতি ছাড়াই কমেডিয়ান কানিজ সুরকা-কে মঞ্চে চুম্বনের চেষ্টা করেছিলেন আরেক কমেডিয়ান অদিতি মিত্তল৷ এমনই অভিযোগ কানিজের৷ যদিও অভিযোগ প্রকাশ্যে আসার পর অদিতি কানিজের কাছে ক্ষমা চেয়ে বলেন, আসলে তিনি আঘাত দিতে চাননি৷
ছবি: Getty Images/AFP/N. Cassanelli
বলিউডের পর টলিউডেও ‘মি-টু’: সৃজিত মুখার্জী
অভিযোগ উঠেছে জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির বিরুদ্ধে৷ সোশ্যাল মিডিয়ায় একাধিক নারী লিখেছেন সৃজিতের বিরুদ্ধে৷ সোশ্যাল মিডিয়াতেই এসবের জবাব দিয়েছেন সৃজিত৷
ছবি: Facebook/S. Mukherji
13 ছবি1 | 13
তাই বিশ্বের ক্ষমতাধর নেতাদের উদ্দেশে আবেদন জানিয়েছেন, যাতে তাঁরাও নারী অধিকার নিশ্চিত করতে সোচ্চার হন৷ নারীরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং কোনোধরনের বৈষম্য বা সহিংসতার শিকার না হয়৷
অ্যামনেস্টি তাদের রিপোর্টে বলছে, বেশিরভাগ ক্ষেত্রে দেশের বিভিন্ন বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে লড়াইয়ে সোচ্চার হয়েছেন নারীরা৷ যুক্তরাষ্ট্রে সম্প্রতি পরিবার পরিকল্পনা ক্লিনিকগুলোতে ব্যয় কমানো হয়েছে, যার ফলে কয়েক লাখ নারীর স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে৷ যুক্তরাষ্ট্রের এই নীতির নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি৷
ইউরোপীয় ইউনিয়নেরও সমালোচনা করেছে অ্যামনেস্টি৷ রিপোর্টে বলা হয়েছে. ইইউ-এর এক তৃতীয়াংশ দেশে এখনো ধর্ষণকে অনুমতি ছাড়া যৌন সম্পর্ক হিসেবে উল্লেখ করা হয়৷ পাশাপাশি ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উদ্দেশে অ্যামনেস্টি বলেছে, নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা বা অবমাননামূলক পোস্ট দেখলে বা নারী অধিকারের লঙ্ঘন হয় এমন কোনো পোস্ট করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয়া হয়৷
রিপোর্টে ইয়েমেনে হামলা চালানোর জন্য সৌদি আরবের কঠোর সমালোচনা করা হয়েছে৷ লাখ লাখ মানুষ সেখানে অনাহারে মারা যাচ্ছে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানানো হয়েছে রিপোর্টে৷
ইউরোপ জুড়ে শরণার্থী ইস্যুতে যে অসহিষ্ণুতা, ঘৃণা ও বৈষম্য বেড়ে চলেছে তার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি৷ অভিবাসী ও শরণার্থীদের প্রতি যাতে সবার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়, সেজন্য ইইউ নেতাদের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি৷
টিমোথি ইয়োনেস/এপিবি
বিশ্বজুড়ে নারীর ওপর সহিংসতার প্রতিবাদ
‘আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতা অবসান দিবস’ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন শহরে প্রতিবাদে নামলেন নারীরা৷ জাতিসংঘ নির্ধারিত এই দিনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবাদের ছবি দেখুন এই ছবিঘরে৷
ছবি: Getty Images/AFP/B. Kilic
ইস্তাম্বুল, তুরস্ক
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ‘নারীর বিরুদ্ধে সহিংসতা অবসান দিবস’ উপলক্ষে মিছিল হয়৷ মিছিলটি শহরের ঐতিহ্যবাহী তাকসিম স্কোয়ারের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিলে অংশগ্রহণকারী নারীদের ওপর কাঁদানে গ্যাস ছোঁড়ে৷ দুই পক্ষের মধ্যে এর ফলে কিঞ্চিৎ সংঘর্ষও হয়৷
ছবি: Getty Images/AFP/B. Kilic
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার মেলবোর্নেও আয়োজিত হয়েছে নারীর ওপর নেমে আসা সহিংসতা-বিরোধী প্রতিবাদ মিছিল৷ উল্লেখ্য এই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বেশ কিছু পুরুষও ছিলেন৷
ছবি: picture-alliance/AA/R. Sakar
মার্সেই, ফ্রান্স
ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর মার্সেই৷ বিখ্যাত এই বন্দরনগরীর রাস্তা রবিবার ভরে ওঠে সহিংসতা-বিরোধী প্রতিবাদে৷
ছবি: Getty Images/AFP/B. Horvat
সান্টো ডমিঙ্গো, ডমিনিকান প্রজাতন্ত্র
নিজের শরীরের ওপর নারীর নিয়ন্ত্রণ না থাকাও এক ধরনের সহিংসতা বলে মনে করে জাতিসংঘ৷ ডমিনিকান প্রজাতন্ত্রে বহুদিন ধরেই আলোচিত হচ্ছিল গর্ভপাতের ক্ষেত্রে নারীর সম্মতির বৈধতার বিষয়টি৷ এই বিষয়কে সামনে রেখেই এ বছরের সহিংসতা-বিরোধী মিছিলের আয়োজন করে সান্টো ডমিঙ্গো শহরের নাগরিকরা৷
ছবি: Imago/Agencia EFE/O. Barria
রোম, ইটালি
‘লিবেরা মেন্টে ডনা’ অর্থাৎ ‘নারীর চেতনা মুক্ত করো’ ব্যানারে এই বাণী লিখেই রাস্তায় নামেন ইটালির রাজধানী রোমের নারীরা৷
ছবি: Getty Images/AFP/T. Fabi
বার্সেলোনা, স্পেন
ইটালির মতোই স্পেনের বার্সেলোনাতেও পথে নামেন প্রতিবাদী নারীরা৷ স্পেনের এই নারীর বিরুদ্ধে সহিংসতা-বিরোধী সমাবেশের প্রিয় শ্লোগান ছিল ‘একসাথে আমরা পিতৃতন্ত্রের অবসান ঘটাবো’৷ ওপরের ছবিটি সেই সমাবেশের একটি মুহূর্তের৷
ছবি: Getty Images/AFP/J. Lago
এথেন্স, গ্রিস
গ্রিসেও নারীদের ওপর ঘটে পারিবারিক সহিংসতার ঘটনা৷ বেশির ভাগ ক্ষেত্রে সামাজিক চাপে পড়ে নারীরা প্রতিবাদ করেন না৷ এ বছরের নারীর ওপর সহিংসতা-বিরোধী প্রতিবাদে গ্রিসের নারীরা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হবার শপথ গ্রহণ করেন৷
ছবি: picture alliance/Photoshot/M. Lolos
প্যারিস, ফ্রান্স
ফ্রান্সের রাজধানী প্যারিসও পিছিয়ে ছিল না এই প্রতিবাদের ধারা থেকে৷ কয়েকশ’ নারী সেখানে রাস্তায় নামেন পারিবারিক সহিংসতা ও অন্যান্য নারীবিরোধী অপরাধের বিরুদ্ধে৷ সমাবেশে বেশ কয়েকজন শিল্পীও উপস্থিত ছিলেন৷ ওপরের ছবিতে নিজের শিল্পের মাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে এক মুকাভিনেতাকে৷