1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হেনস্তার প্রতিবাদ করায় থাপ্পড়!

১ আগস্ট ২০১৮

রাস্তায় এক হেনস্থাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এক নারী৷ অথচ হেনস্থাকারী তাতে দমে না গিয়ে উলটে আঘাত করলেন সেই নারীকে৷ এই ঘটনায় ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি হয়েছে৷

Symbolbild Sexuelle Belästigung
ছবি: imago/Hoch Zwei Stock/Angerer

যৌন হেনস্থার প্রতিবাদ করায় হামলার ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে৷ আক্রান্ত নারী, ২২ বছর বয়সি শিক্ষার্থী মারি লেগুয়েরে সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন৷ ভিডিওটি ভাইনাল হয়ে গেছে নড়চড়ে বসে ফরাসি কর্তৃপক্ষ৷ প্যারিসের সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্যারিসের এক ব্যস্ত ক্যাফের পাশ দিয়ে দিনের বেলা হেঁটে যাচ্ছিলেন লেগুয়েরে৷ সেসময় আরেক পথচারী তাঁর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করলে তিনি প্রতিবাদ করেন৷ কিন্তু উত্যক্তকারী তাতে মোটেও দমে যাননি৷ বরং সজোরে লেগুয়েরের মুখে আঘাত করেন৷

মারিয়ে লেগুয়েরে ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন৷ আর গোটা বিষয়টি ফ্রান্সের তোলপাড় সৃষ্টি করেছে৷ সোমবার সেদেশের এক পত্রিকার মূল শিরোনামে ছিল লেগুয়েরেকে নির্যাতনের ভিডিও-র কথা৷ তবে, উত্যক্তকারীকে এখনো ধরতে পারেনি পুলিশ৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ