যৌন হেনস্থার অভিযোগ এক নারী কর্মীর, অস্বীকার রাজ্যপালের
৩ মে ২০২৪
পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো। অস্বীকার করলেন রাজ্যপাল।
বিজ্ঞাপন
পুলিশের কাছে চিঠি দিয়ে রাজভবনের এক অস্থায়ী নারী কর্মী অভিযোগ করেছেন, গত ২৪ এপ্রিল ও ২ মে রাজ্যপালের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং দুই বারই তাকে যৌন হেনস্থা করেন রাজ্যপাল।
বৃহস্পতিবার রাতে পুলিশের বড়কর্তারা ওই নারীর সঙ্গে কথা বলেন।
রাজ্যপাল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ''সাজানো অভিযোগে ভয় পাই না। সত্যের জয় হবে। আমাকে অপবাদ দিয়ে কেউ যদি ভোটে লাভ খুঁজতে চায়, তাহলে ঈশ্বর তাদের করুণা করুন। পশ্চিমবঙ্গের দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব।''
কলকাতা রাজভবনের অন্দরে
একসময় ছিল লাটভবন, এখন রাজভবন। সেই রাজভবনই খুলে দেয়া হলো সাধারণ মানুষের জন্য।
ছবি: Satyajit Shaw/DW
দীর্ঘ ইতিহাস
তৈরি শুরু হয় ১৭৯৯ সালে। শেষ হয় ১৮০৩ সালে। প্রথমে এখানে থাকতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল। তারপর যখন কোম্পানির শাসন শেষ হলো, তখনো এখান থেকেই ভারত শাসন করতেন গভর্নর জেনারেল বা বড়লাটরা। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার পর অবশ্য গভর্নর জেনারেলও দিল্লি চলে যান। স্বাধীনতার পর এই ভবন রাজ্যপালদের আবাস। ২৩ একর জমিতে ৮৪ হাজার বর্গফুটের রাজকীয় প্রাসাদ তৈরি করতে খরচ হয়েছিল ৬৩ হাজার ২৯১ পাউন্ড।
ছবি: Satyajit Shaw/DW
খুলে দিলেন আনন্দ বোস
বর্তমান রাজ্যপাল আনন্দ বোস এই রাজভবন সাধারণ মানুষের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো তিনি কলকাতা মিউজিয়াম কর্তৃপক্ষকে বলেন, রাজভবনে হেরিটেজ ওয়াকের ব্যবস্থা করতে। সেই হেরিটেজ ওয়াক শুরু হলো বাংলা নববর্ষের দিন। মিউজিয়ামের ওয়েবসাইটে নাম লিখিয়ে সপ্তাহে একদিন হেরিটেজ ওয়াকে অংশ নেয়া যাবে। প্রথম দিনের ওয়াকে সামান্য সময় ছিলেন রাজ্যপালও।
ছবি: Satyajit Shaw/DW
কার্জন লিফট
এই লিফটটি লর্ড কার্জন বসিয়েছিলেন। তিনিই রাজভবনে বিদ্যুৎ ও লিফট আনেন। অ্যামেরিকায় লিফট চালুর দশ বছরের মধ্যে কলকাতাতেও চলে আসে লিফট। এই লিফটকে বলা হয় বার্ড কেজ লিফট। অলঙ্করণ করা সুন্দর দেখতে ছোট লিফটটি সেসময়ের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে।
ছবি: Satyajit Shaw/DW
চাইনিজ ক্যানন
এই কামান এসেছিল চীন থেকে। ১৮৪২ সালে চীনের নানকিং থেকে এই কামান আনা হয়। ড্রাগনের উপর বসানো কামানটি।
ছবি: Satyajit Shaw/DW
ঘোড়ার গাড়ি
গভর্নর জেনারেলের ব্যবহার করা গোড়ার গাড়ি। ঐতিহাসিক গাড়িটি দেখা যাবে হেরিটেজ ওয়াকে।
ছবি: Satyajit Shaw/DW
রাজভবন লাইব্রেরি
রাজভবনের একতলাতেই আছে এই লাইব্রেরি। ১১ হাজারের মতো বই আছে এখানে। প্রচুর দুর্মূল্য ও অসাধারণ বই আছে। রাজ্যপালদের ব্যবহার করা, রেখে যাওয়া বই আছে। তাদের হাতের লেখা রয়েছে সেখানে। এমন বইও আছে, যা এখন খুব কম স্থানেই রয়েছে।
ছবি: Satyajit Shaw/DW
রাজভবনের সিঁড়ি
এই হলো রাজভবনের বিখ্যাত সিঁড়ি। সেই সময় তৈরি করা এই সিঁড়ির আলাদা সৌন্দর্য আছে।
ছবি: Satyajit Shaw/DW
আছেন রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের হাতের লেখা দেখার সৌভাগ্যও হবে এই হেরিজেট ওয়াকে।
ছবি: Satyajit Shaw/DW
আছে পালকি
এই পালকি একসময় ব্যবহার করেছেন গভর্নর জেনারেলরা। এক টুকরো ইতিহাস ধরা আছেএখানে।
ছবি: Satyajit Shaw/DW
হাতে টানা রিকশা
হাতে টানা এই রিকশাটিও ব্যবহার করেছেন গভর্নর জেনারেলরা।
ছবি: Satyajit Shaw/DW
রাজ্যপালের গাড়ি
রাজ্যপালদের ব্যবহার করা গাড়ি। বিএমডাব্লিউ কোম্পানির।
ছবি: Satyajit Shaw/DW
পুরাতাত্ত্বিক নিদর্শন
রাজভবনে প্রচুর পুরাতাত্ত্বিক নিদর্শন আছে। এমনই একটি অসাধারণ পুরাতাত্ত্বিক নিদর্শন দেখা য়াবে হেরিটেজ ওয়াকে।
ছবি: Satyajit Shaw/DW
এখানেই শপথ নেন রাজ্যপালরা
এই জায়াগায় সাধারণত শপথ নেন রাজ্যপালরা। রাজভবনে সবকিছুর জন্য আলাদা জায়গা আছে।
ছবি: Satyajit Shaw/DW
রাজ্যপালের ভোজনকক্ষ
এটাই রাজ্যপালের ভোজনকক্ষ। অতিথিদের সঙ্গেও এখানে খাওয়াদাওয়া করেন তিনি। ব্রিটিশ ঐতিহ্যের বেশ কিছুটা রেশ রয়ে গেছে এখনো।
ছবি: Satyajit Shaw/DW
14 ছবি1 | 14
বৃহস্পতিবার রাতে পুলিশের বড়কর্তারা ওই নারীর সঙ্গে কথা বলেন।
রাজভবনের সিদ্ধান্ত
রাজভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজভবন চত্বরে পুলিশ ঢুকতে পারবে না। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও রাজভবনে আসতে পারবেন না। চন্দ্রিমা কোনো অনুষ্ঠানে থাকলে রাজ্যপাল যাবেন না।
চন্দ্রিমা রাজ্যপালের বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ''রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন এক মহিলা। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এটা কী ধরনের ঘটনা ঘটছে! যে রাজ্যপাল বলেন, তিনি ‘পিসরুম' খুলে সকলের অভিযোগ শুনবেন এবং তার নিষ্পত্তি করবেন। সেই ‘পিসরুম' কি আসলে নারী সম্মানের ‘পিস হাভেন' হয়ে গিয়েছে?''
রাজভবনের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রাজ্যপালের সম্মানহানি এবং তাঁর বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে নিষিদ্ধ করা হচ্ছে। কলকাতা, দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবনে তিনি ঢুকতে পারবেন না।'' চন্দ্রিমা কোনও অনুষ্ঠানে থাকলে সেখানেও যাবেন না রাজ্যপাল। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী পদক্ষেপ করা যায়, তা জানতে দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল।''
কী অভিযোগ?
এই নারী বলেছেন, রাজ্যপালের কথামতো তিনি ২৪ এপ্রিল তার সঙ্গে দেখা করেন। রাজ্যপাল তাকে কুপ্রস্তাব দেন ও স্পর্শ করেন।
২ মে রাজ্যপাল আবার তাকে ডেকে পাঠান। ওই নারী একজন সুপারভাইজারকে সঙ্গে নিয়ে যান। এবার কনফারেন্স রুমে কথা হয়। রাজ্যপাল সুপারভাইজারকে চলে যেতে বলেন এবং তাকে চাকরি পাকা করার কথা বলেন এবং আবার স্পর্শ করতে চান। ওই নারী জানিয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে চলে আসেন।
পুলিশের বক্তব্য
পুলিশ জানিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় না। তবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।