হলিউডের এক মিডিয়া মুঘলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে টুইটারে অন্যদেরও নিজের কথা জানানোর আহ্বান জানিয়েছিলেন অ্যালিসা মিলানো৷ সেই আহ্বানে সাড়া দিচ্ছে বিশ্বের নারীরা৷ রাস্তায় যৌন হয়রানি রুখতে কঠোর আইন করছে ফ্রান্স৷
বিজ্ঞাপন
যৌন হয়রানি, ধর্ষণ ইত্যাদি দেশ-কালের সীমায় বাঁধা কোনো বিষয় নয়৷ যুক্তরাষ্ট্রের নারীরাও প্রতিনিয়তই এর শিকার৷ কিন্তু সে দেশে পরিস্থিতি কত ভয়াবহ, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গত তিন দিনে সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে আসা নানা ধরনের প্রতিক্রিয়া৷ ইংরেজিতে #মিটু লিখে যুক্তরাষ্ট্রের সর্বস্তরের নারীরা জানাচ্ছেন, জীবনের নানা সময়ে, নানা স্থানে যৌন নিগ্রহের শিকার হওয়ার না-বলা যত কাহিনি৷
তাঁদের প্রতি এভাবে যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানানোর আহ্বানটি জানিয়েছিলেন অ্যালিসা মিলানো৷ কয়েকদিন আগেই মিডিয়া মুঘল হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা এ অভিনেত্রী টুইটারে জানিয়েছিলেন, তাঁর এক বন্ধু মনে করে, সবাই যদি #মিটু স্ট্যাটাস দিয়ে অতীতের সেই অধ্যায়টির কথা প্রকাশ করতে শুরু করে, তাহলেই বোঝা যাবে যৌন হয়রানি সমাজে আসলে কত বড় মহামারীর রূপ নিয়েছে৷
রোববার রাতে টুইটারে অভিনেত্রী অ্যালিসা সবাইকে #মিটু লিখতে বলেছিলেন৷ তাতে যে এমন সাড়া পাবেন তা সম্ভবত নিজেও ভাবেননি৷ সোমবার রাতের মধ্যে ৫৩ হাজারেরও বেশি মানুষ লিখে ফেলেছেন #মিটু৷ হ্যাশট্যাগটি টুইট করা হয়েছে পাঁচ লক্ষেরও বেশি বার৷
যুক্তরাষ্ট্রের সব পেশার, সব বয়সের নারীরাই জানাচ্ছেন, কখন, কীভাবে যৌন হয়রানি বা ধর্ষণের শিকার হয়েছেন৷ পেশাজীবী নারীরা জানাচ্ছেন, প্রতিবাদী হতে গিয়ে চাকরি হারানোর কথা৷ কেউ কেউ জানাচ্ছেন, ক্ষমতাশালীর বিরুদ্ধে অভিযোগ তুললে পুলিশ কিভাবে ধর্ষণ বা নিপীড়ণের সময় নারী কী পোশাক পরেছিল, কী করছিল – ইত্যাদি জানতে চেয়ে আরো বিব্রতকর পরিস্থিতিতে ফেলে৷
যুক্তরাষ্ট্রে হঠাৎ এমন পরিস্থিতির উদ্ভব হয়নি৷ যুগ যুগ ধরেই চলে আসছে যৌন নিপীড়ন৷ ষাটোর্ধ লরেন টেলর জানালেন, নারীকে যৌন হয়রানি থেকে রক্ষা করা শেখাতে ২০ বছর আগেই তিনি গড়েছেন ‘ডিফেন্ড ইয়োরসেল্ফ' নামের একটি প্রশিক্ষণ কেন্দ্র৷ যুক্তরাষ্ট্রে নারীদের যৌন নিপীড়ণের হাত থেকে বাঁচাতে অন্তত ২০ বছর ধরে কাজ চলছে প্রশিক্ষণ কেন্দ্র, ভাবা যায়!
শুরুটা নিউ ইয়র্কে হলেও এখন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের অনেক দেশের নারীরাই #মিটু লিখে জানাচ্ছেন তাঁদের অভিজ্ঞতার কথা৷ অনেকেই বলছেন, এ অধ্যায়টি এতদিন তাঁরা গোপন রেখেছিলেন ‘বিচার হবে না, উলটে সামাজিকভাবে অপমানিত হতে হবে' – এই ভয়ে৷
যেসব জনপ্রিয় তারকারা যৌন হয়রানির শিকার
শৈশবে যৌন নির্যাতন-এমন একটি ঘটনা যা নির্যাতনের শিকার ব্যক্তিটির মনে সারাজীবনে প্রভাব ফেলে৷ অনেক তারকার জীবনে এ ঘটনা ঘটলেও অল্প কয়েকজনরই তাদের অভিজ্ঞতা জানানোর সাহস পেয়েছেন৷ এমনই কয়েকজনের কথা তুলে ধরা হলো এখানে৷
‘বে ওয়াচ’ আর ‘প্লেবয়’ পত্রিকার অতি জনপ্রিয় নাম পামেলা অ্যান্ডারসন৷ ১০ বছর বয়সে তাঁর বেবি সিটার পামেলাকে যৌন নির্যাতন করে৷ এরপর মাত্র ১২ বছর বয়সে পামেলার বান্ধবীর এক বড় ভাই-ও তাঁকে ধর্ষণ করেছিল৷
ছবি: picture-alliance/dpa
মেরিলিন মনরো
হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর শৈশব কেটেছে একটি এতিমখানায়৷ আর সেখানেই বহুবার যৌন হয়রানির শিকার হতে হয়েছিল তাঁকে৷
ছবি: picture alliance/Heritage Images
লেডি গাগা
জনপ্রিয় পপ সংগীত শিল্পী লেডি গাগা জানিয়েছেন, ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি৷ এই ঘটনাকে নিজের গান ‘সোয়াইন’-এ তুলে ধরেছেন তিনি৷ তার চেয়ে ২০ বছরের বড় সেই ধর্ষণকারী একজন প্রখ্যাত সংগীত পরিচালক, যাকে পরবর্তীতে দেখলে গাগা একেবারে স্তব্ধ হয়ে যেতেন৷ অনেক থেরাপি নেয়ার পর এই সমস্যা থেকে মুক্তি পান লেডি গাগা৷
ছবি: Reuters/L. Nicholson
অনুরাগ কাশ্যপ
না কেবল নারী তারকারাই নন, পুরুষ তারকারাও ছেলেবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছেন৷ এমনই একজন বলিউডের বিখ্যাত চিত্র-পরিচালক অনুরাগ কাশ্যপ৷ ১১ বছর ধরে টানা তাঁর উপর যৌন নির্যাতন চলেছিল বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি৷ তবে সেই দুঃস্বপ্নকে পেছনে ফেলে অচিরেই সামনে এগিয়ে গেছেন অনুরাগ৷
ছবি: AP
ম্যাডোনা
বিশ্বখ্যাত পপ শিল্পী ম্যাডোনা ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন৷ প্রথমবারের মতো নিউ ইয়র্কে এসে তিনি যে অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন, সেখানেই এক ব্যক্তি তাংর মুখের সামনে ছুরি ধরে তাঁকে ধর্ষণ করে৷ সেই দুঃসহ স্মৃ্তি আজও ভুলতে পারেন না তিনি৷
ছবি: picture-alliance/dpa
অপরাহ উইনফ্রে
টিভি সেলিব্রেটি অপরাহ উইনফ্রে মাত্র ন’বছর বয়সে পরিবারের অতি ঘনিষ্ঠ এক ব্যক্তির দ্বারা ধর্ষিতা হয়েছিলেন৷ উইনফ্রেকে তাঁর ১০ থেকে ১৪ বছর পর্যন্ত টানা ধর্ষণ করেছে ঐ ব্যক্তি৷
ছবি: AP
সোফিয়া হায়াত
অভিনেত্রী সোফিয়া হায়াতের শৈশবও খুব একটা সুখকর ছিল না৷ তিনিও যৌন হয়রানির শিকার হয়েছিলেন সেই শৈশবে৷ মাত্র ১০ বছর বয়সে তাঁর এক চাচা তাঁকে যৌন নির্যাতন করেছিল৷
ছবি: Getty Images/AFP/STRDEL
আনুষ্কা শংকর
প্রখ্যাত সেতার বাদক রবি শংকরের কন্যা আনুষ্কা শংকর সেতার বাজিয়ে আজ নিজেও বিশ্বনন্দিত৷ পরিবারের অতি ঘনিষ্ঠ এক ব্যক্তির দ্বারা সেই অনুষ্কাও যৌন হয়রানির শিকার হন৷ কিন্তু পরিবারের অতি বিশ্বস্ত হওয়ায় সেই ব্যক্তির বিরুদ্ধে পরিবারকে কিছু জানাতে পারেননি৷ এতে তাঁর শৈশবের দিনগুলো ছিল ভীষণ পীড়াদায়ক৷ এছাড়া তারকা হওয়ার কারণে অনেক খ্যাতিমান ব্যক্তিত্বই তাঁর স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করেছে বলে জানিয়েছেন আনুষ্কা৷
কাল্কি কোচেলিন
এনডিটিভি-র এক অনুষ্ঠানে অনেক তারকা যখন নিজেদের ছোটবেলার মধুর স্মৃতি রোমন্থন করছিলেন, কাল্কি কোচেলিন তখন তুলে ধরেছিলেন নিজের জীবনের এক কষ্টদায়ক অভিজ্ঞতার কথা৷ ছোটবেলায় যৌন হয়রানির ভয়ঙ্কর স্মৃতি তাঁকে এখনো তাড়িয়ে বেড়ায় বলে জানিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী৷ নারী অধিকার নিয়ে সর্বদা সোচ্চার কাল্কির অবশ্য স্পর্শকাতর বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে কোনোদিনই কোনো সংকোচ ছিল না, আজও নেই৷
ছবি: AP
9 ছবি1 | 9
ইতিমধ্যে সুদূর ফ্রান্সেও লেগেছে অ্যালিসা মিলানোর এক টুইটের মাধ্যমে শুরু হওয়া ঝড়ের হাওয়া৷ রাস্তায় ধরা পড়লে যৌননিগ্রহকারীকে সঙ্গে সঙ্গে জরিমানা বা অন্যভাবে শাস্তির আওতায় নেয়ার আইন প্রবর্তনের আশ্বাস দিয়েছে সে দেশের সরকার৷ চার ফরাসি অভিনেত্রী জানিয়েছেন, তাঁরাও হার্ভে ওয়াইনস্টাইনের যৌন হয়রানির শিকার৷
এছাড়া অভিনেত্রী গিনেথ পালট্রো, আনা পাকুইন, পাত্রিসিয়া আরকুয়েত্তে, ডেব্রা মেসিং এবং আনিকা নোনিসহ আরো অনেক অভিনেত্রীই অভিযোগ তুলেছেন হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে৷ ৬৫ বছর বয়সি ওয়েনস্টেইন সব অভিযোগ অস্বীকার করেছেন৷ তবে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে তাঁকে৷