1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন ব্রিটনি স্পিয়ার্স

১০ সেপ্টেম্বর ২০১০

সেই ২০০৬ সালের জুন মাসের কথা৷ ছয় মাসের অন্তঃসত্ত্বা তখন জনপ্রিয় গায়িকা ব্রিটনি স্পিয়ার্স৷ গানের বাজার বেশ ভালোই যাচ্ছিলো৷ ঠিক সেই সময়ে তিনি হঠাৎ এক কান্ড করে আলোচনার শীর্ষে চলে আসেন৷

ব্রিটনি স্পিয়ার্সছবি: AP

পুরো নগ্ন হয়ে হার্পাস বাজার নামের একটি ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল হন৷ নানা আলোচনা-সমালোচনা একে ঘিরে৷ এবার তিনি আরেক বির্তকে জড়ালেন৷ না, এক বচন বলাটা ঠিক হলো না, বলা যাক বহুবচনে৷

ব্রিটিশ এই গায়িকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তাঁরই দেহরক্ষী৷ ২৯ বয়স্ক এই দেহরক্ষীর নাম ফার্নান্দো ফ্লোরেস৷ তিনি জানান, ব্রিটনি প্রায়ই নগ্নাবস্থায় তাঁর সামনে হাঁটতো এবং তাঁকে বেডরুমে যাওয়ার জন্য আহ্বান করতো৷ ব্রিটনির সঙ্গে কাজ করাকে দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেন ফ্লোরেস৷ তবে ২৮ বছর বয়সী এই পপতারকা বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগটিকে কল্পনাপ্রসূত এবং ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন৷ বলেছেন, তাঁর এবং তাঁর পরিবারের ক্ষতি করতে বিশেষ একটি মহল উঠে পড়ে লেগেছে৷ প্রাক্তন দেহরক্ষীর এই অভিযোগের প্রসঙ্গে ব্রিটনির আরও বক্তব্য হচ্ছে, এই ধরণের ভিত্তিহীন অভিযোগ করে ফ্লোরেস টুপাইস কামানোর ধান্দা করছে, যা ফ্লোরেসের স্বপ্নই থেকে যাবে৷ তবে বিষয়টি যে আদালতে নিস্পত্তি হবে সেই কথা জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যমগুলো৷

হার্পাস বাজার ম্যাগাজিনের প্রচ্ছদে ব্রিটনি (ফাইল ছবি)ছবি: picture alliance/dpa

এদিকে, যৌন হয়রানির অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে এ তারকার বিরুদ্ধে৷ অভিযোগ দুই সন্তান, ৫ বছর বয়সী শেন পিটার্সন এবং ৪ বছর বয়সী জেডিন জেমসকে শারীরিক নির্যাতনের৷ আর যে বিষয়টি মনে রাখার মতো তা হলো এই অভিযোগটিও করেছেন সেই প্রাক্তন দেহরক্ষী ফ্লোরেসই৷ বলছেন, তিনি নিজের চোখে দেখেছেন ব্রিটনি তার সন্তানদের পেটাচ্ছেন৷ লস এঞ্জেলেসের চাইল্ড প্রটেকশন এজেন্সি খুব শিগগিরই ব্রিটনিকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে বলেই খবর৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ