1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হয়রানি আটকাতে কোচিং ব্যবসা বন্ধের দাবি

২২ জুলাই ২০১১

দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে কোচিং ব্যবসা এবং প্রাইভেট টিউশনি বন্ধের দাবি জানিয়েছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা৷ শিক্ষামন্ত্রী এব্যাপারে নীতিমালা প্রণয়নের কথা বলেছেন৷

Junges Mädchen als Opfer von häuslicher Gewalt. picture-alliance/Photoshot
প্রতীকী ছবিছবি: picture-alliance/Photoshot

ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নিসা স্কুলের এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এখন উদ্বিগ্ন৷ শুধু ঢাকায় নয় গত এক সপ্তাহে ঢাকা সহ সারাদেশ থেকে অন্তত ১০ জন ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে৷ এই অভযোগে মাদ্রাসা শিক্ষকও গ্রেফতার হয়েছেন৷ এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানের সঙ্গে মত বিনিময় করেন৷ সেখানে ভিকারুন্নিসা, হলিক্রস, উদয়ন ও উত্তরা মডেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা যৌন হয়রানির জন্য কোচিং ব্যবসা এবং প্রাইভেট টিউশনিকে দায়ী করেন৷ তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা এসব ব্যবসায় জড়িত তারাই একান্তে সুযোগ নেয়৷ তাই তারা আইন করে কোচিং ব্যবসা এবং প্রাইভেট টিউশনি বন্ধের দাবি জানান৷

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এজন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের আশ্বাস দেন৷ তিনি বলেন, এজন্য ক্লাসে পড়ানোর পদ্ধতিও উন্নত করতে হবে৷ যাতে শিক্ষার্থীদের কোচিং সেন্টার বা প্রাইভেট টিউটরের কাছে যেতে না হয়৷

শিক্ষামন্ত্রী বলেন, তবে একথাও স্বীকার করতে হবে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যৌন হয়রানির ঘটনা ঘটছে৷ তা প্রতিরোধে শিক্ষক নিয়োগ নীতিমালা আরো স্বচ্ছ এবং আধুনিক করতে হবে৷ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়৷ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরো অনেক কিছু বিবেচনায় নিতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ