শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ মিত্র দলের এক আইনপ্রণেতাকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ। কর্ণাটকের জনতা দল (সেক্যুলার) (জেডিএস) প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
ভারতের গণমাধ্যম এনডিটিভিকে উদ্ধৃত করে এ সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্ণাটকের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ৩৩ বছর বয়সি প্রজ্বলের বিরুদ্ধে এপ্রিলে অভিযোগ দায়েরের পর ভারতের বাইরে চলে যান। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, তিনি জার্মানিতে ছিলেন। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে তিনি বৃহস্পতিবার গভীর রাতে আসেন। এর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
রাজ্যের লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে ২৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ভিডিও ক্লিপ প্রচারিত হয়। এরপর প্রজ্বলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য রাজ্য সরকার একটি বিশেষ তদন্ত দল গঠন করেছিল।
দ্বিতীয় দফায় লোকসভার সদস্য হওয়ার জন্য নিজের জনতা দল (সেক্যুলার) থেকে লড়ছিলেন প্রজ্বল।
ভারতে ভোট : নির্বাচন কর্মকর্তাদের পাহাড়, মরুভূমি, নদী পাড়ি দেয়া
ভারতের লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি৷ ভোটারদের কাছে পৌঁছাতে নির্বাচন কর্মকর্তাদের পাহাড়, মরুভূমি, নদী পাড়ি দিতে হচ্ছে৷
ছবি: Anupam Nath/AP Photo/picture alliance/dpa
বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন
ভারতে এখন লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে৷ সাত পর্বের নির্বাচনের তিনটি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে৷ বাকি পর্বগুলো শেষ করে ৪ জুন ফল ঘোষণা করা হবে৷ প্রায় ৯৭ কোটি (বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি) ভোটার লোকসভার ৫৪৩ জন সদস্য নির্বাচিত করবেন৷
ছবি: Deepak Sharma/AP/picture alliance
নির্বাচনি আইনে শর্ত
ভারতের নির্বাচনি আইন বলছে, একজন ভোটারের কাছ থেকে ভোটকেন্দ্রের দূরত্ব দুই কিলোমিটারের বেশি হতে পারবে না৷ এছাড়া একটি ভোটকেন্দ্রে অন্তত ছয়জন পোলিং স্টাফ ও দুজন পুলিশ সদস্য থাকতে হবে৷ এসব শর্ত মানতে প্রত্যন্ত এলাকায় ছুটে যেতে হচ্ছে নির্বাচন কর্মকর্তাদের৷ ছবিতে কর্মকর্তাদের আসামের মাজুলীর বাগমরা চাপোরিতে যেতে দেখা যাচ্ছে৷
ছবি: Anupam Nath/AP Photo/picture alliance
ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা
ভারতের নির্বাচন কর্মকর্তারা ভোটিং উপকরণ বহনে হেলিকপ্টার, বাস, ট্রাক, নৌকা, এমনকি গাধা, খচ্চরও ব্যবহার করছেন৷ তারা জঙ্গল, তুষারাবৃত পাহাড়, ছোট নদীও হেঁটে পার হয়ে তাঁবু, শিপিং কনটেনার, প্রত্যন্ত এলাকার স্কুলসহ বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র স্থাপন করছেন৷ ছবিতে কর্মকর্তাদের পাহাড়ি পথ পেরিয়ে জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম ডেসায় যেতে দেখা যাচ্ছে৷
ছবি: Channi Anand/AP Photo/picture alliance
একজন ভোটারের জন্যও ভোটকেন্দ্র
গুজরাটের গির অরণ্যের গহীনে একটি মন্দির আছে৷ সেটির দেখাশোনা করেন মহন্ত হরিদাস উদাসীন৷ মঙ্গলবার (৭ মে) তিনি ভোট দিয়েছেন৷ নির্বাচন আইন মেনে তার জন্য ভোটকেন্দ্র বসাতে সেখানে গিয়েছিলেন কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্য৷ প্রচণ্ড গরমের মধ্যে প্রায় তিন ঘণ্টা বাসে করে অসমতল পথ পাড়ি দিতে হয়েছে তাদের৷ এছাড়া ভোটার একজন হলেও আইন মেনে সারাদিনই ভোটকেন্দ্র খোলা রাখতে হয়েছিল তাদের৷
ছবি: Indranil Mukherjee/AFP/Getty Images
পাহাড়ি পথ পাড়ি
জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম ডেসায় ভোটকেন্দ্র বসাতে এক নির্বাচনি কর্মকর্তা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নিয়ে ছোট্ট এক ঘোড়ার পিঠে চেপে বসেছেন৷ বাকি কর্মকর্তারা পাহাড়ি এই পথ হেঁটে পার হচ্ছেন৷
মেঘালয়ের শিলংয়ের এক কুলি পিঠে ভোটিং মেশিন নিয়ে একটি সাসপেনশন ব্রিজ পার হচ্ছেন৷
ছবি: Adnan Abidi/REUTERS
মরুভূমিতে হাঁটা
রাজস্থানের মরুভূমি এলাকায় অবস্থিত আকলি গ্রামে ভোটকেন্দ্র বসাতে যাচ্ছেন কর্মকর্তারা৷
ছবি: Deepak Sharma/AP Photo/picture alliance
বিশ্বের সবচেয়ে উঁচু ভোটকেন্দ্র
১ জুন হিমাচল প্রদেশের তাশিগাংয়ে ভোটগ্রহণ হবে৷ সেখানকার ভোটকেন্দ্রটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ভোটকেন্দ্র৷ সমুদ্র থেকে ১৫ হাজার ২৫৬ ফুট (৪,৬৫০ মিটার) উঁচুতে অবস্থিত৷ ছবিতে ২০০৯ সালের নির্বাচনের সময় সাড়ে ১৫ হাজার ফুট উঁচুতে অবস্থিত হিকিম গ্রামের নারীদের ভোট দিতে যেতে দেখা যাচ্ছে৷
ছবি: AP Photo/picture alliance
10 ছবি1 | 10
প্রজ্বল সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি এবং কর্ণাটকের প্রাক্তন এক মুখ্যমন্ত্রীর ভাগ্নে। প্রজ্বলকে তার দাদা দেবগৌড়াই ফিরে আসার এবং আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর এক সপ্তাহ পরে বেঙ্গালুরু ফিরে গ্রেপ্তার হলেন প্রজ্বল।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রজ্বলের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী মোট তিনটি মামলা করেছেন।
বেঙ্গালুরু আসার আগে এই সপ্তাহেই পরিবার, রাজ্যের মানুষ এবং দলীয় কর্মীদের কাছে ক্ষমা চেয়ে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন প্রজ্বল। সেখানে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা দাবি করে বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী যে আমি আদালতের মাধ্যমে এসব মিথ্যা মামলা থেকে বেরিয়ে আসবো।’’
প্রজ্বলের বাবা কর্ণাটকের সাবেক মন্ত্রী এইচ ডি রেভান্নাকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
বাবা ও ছেলে দুজনেরই দাবি, মামলাগুলো তাদের পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
নির্বাচনের সময় এমন ঘটনা সামনে আসায় দেশজুড়ে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। রেভান্নাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের সমালোচনা করে বিরোধীরা। এর জবাবে এক টেলিভিশন সাক্ষাৎকারে দোষীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নেওয়া উচিত’ বলে মন্তব্যে করেন মোদী।
এডিকে/এসিবি (রয়টার্স, আনন্দবাজার)
নির্বাচনি মৌসুমে মোদী ‘লুক-এলাইকদের’ রমরমা
ভারতে এখন নির্বাচন চলছে৷ তাই মোদীর মতো চেহারার ব্যক্তিদের সমাবেশে নিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা৷ এমন দুজনের সঙ্গে কথা বলেছে রয়টার্স৷
ছবি: Anushree Fadnavis/REUTERS
‘মোদী চাচা’
দিল্লির ইলেক্ট্রিক রিকশাচালক রশিদ আহমেদ৷ পোশাকআশাক ও চেহারায় মোদীর মতো হওয়ায় তার এলাকায় তাকে অনেকে ‘আমাদের মোদী’ বলে ডাকেন৷ আর যে বাচ্চাদের তিনি তার রিকশায় করে স্কুলে পৌঁছে দেন তারা তাকে ‘মোদী চাচা’ বলে ডাকে৷
ছবি: Anushree Fadnavis/REUTERS
মোদীর মতো করে চুল, দাড়ি কাটা
‘‘আমি শুরু থেকেই এমন ছিলাম, তবে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বেশি আলোচনা শুরু হয়,’’ রয়টার্সকে বলেন ৬০ বছর বয়সি রশিদ আহমেদ৷ তার দাড়ি ও চুল সাদা, কাটাও মোদীর মতন করে৷ রশিদ পোশাকও পরেন নরেন্দ্র মোদীর মতো৷
ছবি: Anushree Fadnavis/REUTERS
তারকা
স্ত্রী, সন্তান ও নাতিপুতি নিয়ে দুই ঘরের এক বাসায় থাকে রশিদ আহমেদ৷ তার এলাকায় অনেকটা তারকাখ্যাতি পান তিনি৷ অনেকেই তার সঙ্গে দেখা করতে, ছবি তুলতে যান৷
ছবি: Anushree Fadnavis/REUTERS
নির্বাচনি সমাবেশে হাজিরা
মাঝেমধ্যে বিজেপির নির্বাচনি সমাবেশে হাজির হন রশিদ আহমেদ৷ এজন্য দিনপ্রতি প্রায় এক হাজার রূপি পান, যেটি রিকশা চালিয়ে তার সারাদিনের আয়৷
ছবি: Anushree Fadnavis/REUTERS
মোদীর দোষ দেখেন না রশিদ
রশিদ আহমেদ মুসলমান৷ মোদী সরকারের বিরুদ্ধে মুসলমানদের উপর নিপীড়ন চালানোর অভিযোগ বিরোধী ও মানবাধিকার সংগঠনগুলোর৷ তবে রশিদ আহমেদ মনে করেন, মোদী নন, বরং তার দলের নিচু স্তরের নেতা-কর্মীরা ‘ধর্মীয় বিভাজন’ করে থাকে৷ ছবিতে রশিদকে মসজিদে দেখা যাচ্ছে৷
ছবি: Anushree Fadnavis/REUTERS
অর্থ নেন না ভাটিয়া
দিল্লির আরেক ‘মোদী’ ৬৮ বছর বয়সি জগদীশ ভাটিয়া৷ এই আবাসন ব্যবসায়ী একটি আধ্যাত্মিক সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ, তিনি কোনো ধর্মের নন৷ তিনি বিজেপির সমাবেশে অংশ নিতে কোনো টাকা নেন না৷ কারণ, একে ‘সমাজ সেবা’ হিসেবে দেখেন ভাটিয়া৷
ছবি: Anushree Fadnavis/REUTERS
মোদীর কাজ তার পছন্দ
‘‘আমি আসলে মোদীর কাজ পছন্দ করি, তিনি দেশের উন্নয়নের জন্য কাজ করছেন,’’ বলেন ভাটিয়া৷ ‘‘তাই আমি তার দলের কিছু কাজে লাগতে পছন্দ করছি,’’ যোগ করেন তিনি৷ পোশাক পরার ধরন পালটে তিনি মোদী রূপ ধারণ করেন৷