প্রেসিডেন্ট হবার আগে ডোনাল্ড ট্রাম্প একাধিক মহিলাকে যৌন হয়রানি করেছিলেন, কংগ্রেসের তরফে এই অভিযোগের তদন্ত দাবি করেছেন ডেমোক্র্যাটরা৷ কিন্তু হোয়াইট হাউস সে দাবি প্রত্যাখ্যান করেছে৷
বিজ্ঞাপন
যে তিনজন মহিলা অতীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যৌন হয়রানির কথা বলেছেন, তাঁরা সোমবার সেই অভিযোগের পুনরাবৃত্তি করেন ও ট্রাম্পের আচরণ সম্পর্কে কংগ্রেস তদন্তের আহ্বান জানান৷
রেচেল ক্রুক্স, জেসিকা লিডস ও সামান্থা হলভে একটি সংবাদ সম্মেলনে বলেন যে, তাঁরা এতদিন পরে আবার মুখ খুলেছেন, কেননা সাম্প্রতিক পরিবেশ পুরুষদের অশোভন যৌন আচরণের ব্যাপারে মহিলাদের কথা বলার সাহস দিয়েছে৷
ডেমোক্র্যাটরা ট্রাম্পের পদত্যাগ দাবি করছে
ডেমোক্র্যাটিক সেনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড সোমবার ট্রাম্পের পদত্যাগের আহ্বান জানান, রবিবার সেনেটের আরো দু'জন ডেমোক্র্যাটিক সদস্য যেমন করেছিলেন৷ ‘‘এই মহিলাদের বিবৃতি অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প যৌন হামলা চালিয়েছেন, এবং এই সব অভিযোগ খুবই বিশ্বাসযোগ্য,'' গিলিব্র্যান্ড সিএনএন সংবাদ সংস্থাকে বলেন৷
নিউ জার্সি থেকে নির্বাচিত করি বুকার ও অরেগন থেকে নির্বাচিত জেফ ম্যার্কলে – এই দু'জন ডেমোক্র্যাটিক সেনেটর সপ্তাহান্তে ট্রাম্পের পদত্যাগ দাবি করে বিবৃতি দেন৷
সেনেটের বিচারবিভাগীয় প্যানেলের সদস্য ক্রিস কুন্স বলেন যে, রিপাবলিকানদের নিয়ন্ত্রিত কংগ্রেস যে এই সব অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে, তার সম্ভাবনা কম৷ প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাসের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই সব অভিযোগ জানা ছিল৷
‘‘পরের নির্বাচনে বিষয়টা আবার উঠবে, বলে আমার ধারণা,'' কুন্স সিএনএন-কে বলেন৷
@dwnews - Trump's tweets on Al Franken sexual assault claims
03:00
এক নতুন পরিবেশ
ক্রুক্স, লিডস ও হলভে সোমবার নিউ ইয়র্কের একটি সংবাদ সম্মেলনে তাঁদের বক্তব্য রাখেন৷ এছাড়া নন-প্রফিট ফিল্ম কোম্পানি ব্রেভ নিউ ফিল্মস যে ১৬ জন মহিলা করেছেন, তাঁদের নিয়ে তোলা একটি ভিডিও প্রদর্শন করে৷ ভিডিওতে মহিলারা ট্রাম্পের বিরুদ্ধে বিনা অনুমতিতে চুম্বন করার, শরীরের গোপন অংশ স্পর্শ করার, স্কার্টের তলায় হাত দেবার ও অপরাপর অকাম্য যৌন আচরণের অভিযোগ করেছেন৷
ক্রুক্স বলেছেন যে, তিনি যখন ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্পকে নিজের পরিচয় দেন, তখন ট্রাম্প তাঁকে জোর করে ঠোঁটের উপর চুম্বন করেন৷ ক্রুক্স মার্কিন বিধায়কদের প্রতি ‘‘দলগত আনুগত্যের কথা ভুলে মিস্টার ট্রাম্পের অশোভন যৌন আচরণের ইতিহাস তদন্ত করার'' আহ্বান জানান৷
‘‘আমরা মিস্টার ট্রাম্পের ক্ষেত্রেঠিক সেই মান প্রয়োগ করব, তিরস্কারযোগ্য আচরণের জন্য হার্ভে ওয়াইনস্টিন ও অন্যান্যদের ক্ষেত্রে যেমন করা হয়েছে৷''
লিডস বলেছেন যে, বহু দশক আগে ট্রাম্প একটি বাণিজ্যিক উড়ালে তাঁর গায়ে হাত দেন ও জোর করে তাঁকে চুম্বন করেন৷ ‘‘উনি যা এবং ওনার ব্যবহার যা,'' সেজন্য ট্রাম্পকে কোনোদিন জবাবদিহি করতে হয়নি, বলে লিডস মন্তব্য করেছেন৷
ডোনাল্ড ট্রাম্পের মজার ৯টি উক্তি
ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ যা-ই করুন, তিনি যে পুরোদস্তুর একজন এন্টারটেইনার বা বিনোদনকারী তা আপনিও হয়ত মানবেন৷ এবার ছবিঘরে থাকছে তার অদ্ভুত ও মজার কিছু উক্তি৷
ছবি: Getty Images/B. Pugliano
৭/১১?
‘‘আমি ওখানেই ছিলাম, আমি দেখছিলাম পুলিশ আর দমকলবাহিনী ছোটাছুটি করছে৷ ৭/১১ এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ার ঠিক পর মুহূর্তের ঘটনা৷’’ ট্রাম্প আসলে ৯/১১-র কথা বলতে গিয়ে ভুল তারিখ বলেছিলেন৷
ছবি: Reuters/C. Allegri
গোপনাঙ্গের ইঙ্গিত
‘‘এই হাতগুলোর দিকে তাকান, এগুলো ছোট? (রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মার্কোর উদ্দেশে) সে বলেছে, যেহেতু আমার হাতগুলো ছোট, তাই অন্য অঙ্গগুলোও ছোট৷ কিন্তু আমি বলছি, না, সেখানে কোনো সমস্যা নেই৷’’ (আসলে ট্রাম্প এখানে পুরুষাঙ্গ বোঝাতে চেয়েছেন৷)
ছবি: Reuters/M. Segar
অন্যের স্ত্রীর ঢাক পেটানো
প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজের উদ্দেশ্যে টুইটারে: ‘‘টেড আমার স্ত্রী মেলানিয়ার একটি ছবি তার প্রচারণায় ব্যবহার করেছেন৷ সাবধান টেড, আমিও তোমার স্ত্রীর ঢাক পেটাতে পারি৷’’
ছবি: Reuters/M. Segar
মেয়ে
‘‘ইভাঙ্কা যদি আমার মেয়ে না হতো তাহলে আমি তার সঙ্গে হয়ত প্রেম করতাম৷’’ ইভাঙ্কা ট্রাম্পের বয়স ৩৪ বছর৷
ছবি: picture-alliance/AP Photo/J. Scott Applewhite
হিলারির স্বামী সন্তুষ্টি
‘‘হিলারি যেখানে নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, সেখানে পুরো অ্যামেরিকার জনগণকে কীভাবে সন্তুষ্ট করবেন?’’ ট্রাম্পের ইশারা বিল ক্লিনটন আর মনিকার সেই স্ক্যান্ডালের প্রতি৷
ছবি: DW/R. Spina
হিলারি প্রসঙ্গ
‘‘হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা আসলে ‘নারী’ স্ট্যাম্প এর জন্য৷ সত্যি কথা হলো, তিনি যা অঙ্গীকার করছেন, তার কিছুই দিতে পারবেন না৷ যদি হিলারি পুরুষ হতেন, তাহলে ৫ ভাগও ভোট পেতেন না৷ তিনি নারী বলেই এত ভোট পাচ্ছেন৷ আর মজার ব্যাপার হলো, নারীরা তাকে একদম পছন্দ করেন না৷’’
ছবি: Getty Images/S. Platt
বারাক ওবামার জন্মনিবন্ধন জাল
‘‘একটা গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, বারাক ওবামার জন্ম নিবন্ধন আসলে জাল-’’ ট্রাম্পের উদ্দেশ্য ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রে নয় তা খুঁজে বের করা এবং মানুষকে জানানো৷
ছবি: Getty Images/J.-J. Mitchell
ট্রাম্পের আইকিউ
‘‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি৷ দুঃখিত, এ নিয়ে আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ, এতে আপনাদের কোনো হাত নেই৷’’
ছবি: picture alliance/AP Photo/E. Vucci
মেক্সিকোর মানুষ
‘‘যখন মেক্সিকো যুক্তরাষ্ট্রে মানুষ পাঠায়, তারা তাদের সেরা মানুষদের পাঠায় না৷ এমন মানুষদের পাঠায় যাদের সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো তারা আমাদের উপর চাপিয়ে দেয়৷ সেইসব মানুষ মাদক আনে, অপরাধ আনে, পাশাপাশি তারা ধর্ষক৷ কেবল অল্প কয়েকজন ভালো মানুষ৷’’
ছবি: Getty Images/B. Pugliano
9 ছবি1 | 9
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানের শেষ পর্যায়ে ট্রাম্পকে একবার বলতে শোনা যায় যে, তিনি কোনো ফলশ্রুতির চিন্তা না করে মহিলাদের চুম্বন করতে পারেন ও তাদের গায়ে হাত দিতে পারেন, কেননা তিনি একজন সেলিব্রিটি৷ মন্তব্যটি ট্রাম্পের অজান্তে ক্যামেরায় ধরা পড়ে ও পরে ‘আক্সেস হলিউড' চ্যানেলটিতে প্রকাশিত হয়৷
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি রবিবার বলেন যে, যে সব মহিলা ট্রাম্প সহ অপরাপর পুরুষের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করছেন, তাঁদের বক্তব্য ‘‘শোনা উচিত''৷
এ বছরের শুরুতে হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টিনের বিরুদ্ধে মহিলাদের ব্যাপক যৌন অপব্যবহার ও হয়রানির অভিযোগ ওঠার পর বহু মহিলা মনোরঞ্জন, মিডিয়া, ব্যবসা-বাণিজ্য ও রাজনীতির ক্ষমতাশীল ব্যক্তিদের বিরুদ্ধে অনুরূপ অশোভন যৌন আচরণের অভিযোগ তুলেছেন৷
যৌন হয়রানির অভিযোগ ওঠার পর গত সপ্তাহে তিনজন মার্কিন বিধায়ক কংগ্রেস থেকে তাঁদের পদত্যাগ ঘোষণা করেছেন – মিনেসোটার ডেমোক্র্যাটিক সেনেটর অ্যাল ফ্র্যাঙ্কেন যাঁদের মধ্যে রয়েছেন৷
এসি/জেডএইচ (এএফপি, রয়টার্স)
ট্রাম্পের জেরুসালেম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ
সারা বিশ্বে হাজার হাজার মুসলিম প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন৷ পথবিক্ষোভে মার্কিন ও ইসরায়েলি পতাকা পোড়ানো হয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Gharabli
জার্মানি
রবিবার বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণে প্রায় আড়াই হাজার মানুষের একটি প্রধানত মুসলিম জনতা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করে৷ বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি ও তুর্কি পতাকা ছিল৷ বিক্ষোভে একটি ইসরায়েলি পতাকাও পোড়ানো হয়, যার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী হাইকো মাস পরে বলেন যে, জার্মানিতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই৷
ছবি: Getty Images/S. Gallup
তুরস্ক
ট্রাম্পের ঘোষণার পর পরই তুরস্কে প্রতিবাদ শুরু হয়ে যায়৷ ছবিতে বিক্ষোভকারীরা ইস্তানবুলে মার্কিন ও ইসরায়েলি পতাকায় আগুন ধরাচ্ছে৷
ছবি: Reuters/O. Orsal
মিশর
ছবিতে কায়রোয় সিন্ডিকেট অফ জার্নালিস্টস-এর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পের একটি প্রতিকৃতি দাহ করছেন; ছবির গায়ে লেখা আছে, ‘ট্রাম্প, সাংবাদিকরা আপনাকে বলছে, জেরুসালেম আরব’৷ পরে পুলিশ আটজন বিক্ষোভকারীকে নিষিদ্ধকৃত মুসলিম ব্রাদারহুড সংগঠনের সঙ্গে যোগাযোগের দায়ে গ্রেপ্তার করে৷
ছবি: Reuters/M. A. E. Ghany
লেবানন
লেবাননের নিরাপত্তা বাহিনী রবিবার বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভকারীদের রোখার জন্য কাঁদানে গ্যাস ও জলের কামান ব্যবহার করে৷ হেজবুল্লাহ সংগঠন উত্তরোত্তর প্রতিবাদের ডাক দিয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/B. Hussein
ইরাক
ইরাকের শিয়াপন্থি মুসলিমরাও প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুসালেম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন, যেমন এখানে দক্ষিণ ইরাকের বসরা শহরে৷
ছবি: Reuters/E. al-Sudani
ইরান
ইরানের রাজধানী তেহরানে বিপুল বিক্ষোভ প্রদর্শিত হয়েছে এবং আগামীতেও হবে বলে ধরে নেওয়া যেতে পারে৷ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি রবিবার বলেন যে, ট্রাম্পের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনার ‘‘আগুনে তেল ঢেলেছে৷’’
ছবি: picture-alliance/AA/Stringer
পাকিস্তান
পাকিস্তানের করাচিতে শিয়াপন্থি বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের দিকে যাবার পথে মার্কিন ও ইসরায়েলি পতাকা পদদলিত করছেন৷
ছবি: Reuters/A. Soomro
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর
শ্রীনগরের দক্ষিণ-পশ্চিমে বুদগাম শহরে বিক্ষোভকারীরা জুম্মার নামাজের পর মিছিল করেন ও ইসরায়েলের পতাকা পোড়ান (ছবি)৷ তাদের মুখে ‘অ্যামেরিকা নিপাত যাও’ ও ‘ইসরায়েল নিপাত যাও’ ধ্বনি শোনা যায়৷
ছবি: picture alliance/dpa/AP Photo/D. Yasin
মালয়েশিয়া
কুয়ালা লামপুরে শুক্রবারের নামাজের পর সহস্রাধিক মুসলিম ট্রাম্পের জেরুসালেম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করেন৷ ক্রীড়ামন্ত্রী জামালুদ্দিন স্বয়ং তাদের নেতৃত্ব দেন৷ জনতা ‘ইসলাম দীর্ঘজীবী হোক’ ধ্বনি দেয়৷
ছবি: Reuters
ইন্দোনেশিয়া
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় চার দিন ধরে প্রতিবাদ চলেছে৷ জাকার্তার মার্কিন দূতাবাসের সামনে মার্কিন ও ইসরায়েলি পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে৷ এছাড়া ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিকৃতি দাহ করা হয়৷
ছবি: Reuters/Beawiharta
ব্রাজিল
রবিবার ব্রাজিলের সাও পাওলো শহরে ফিলিস্তিনি ফ্রন্ট নামধারী একটি আন্দোলন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করে৷