1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌবনদিনের রোম্যান্টিক ডাল লেকেই থেকে গেলেন শাম্মী

৩ সেপ্টেম্বর ২০১১

অগাস্টের ১৪ তারিখে তিনি চলে গেছেন৷ তিনি, মানে ভারতের এলভিস প্রিসলে শাম্মী কাপুর৷ কাশ্মীরের যে ডাল লেকে বহু শ্যুটিং-এর স্মৃতি, সেখানেই থেকে যাবেন শাম্মী৷

শাম্মী কাপুরছবি: picture alliance/dpa

শাম্মী কাপুরকে বলিউড তো বটেই, একটু উন্মাদনা প্রিয়, একটু চঞ্চল, রসিক মানুষজন কোনদিনই ভুলবে না৷ ছয় আর সাতের দশকে বেশ অন্যমাত্রার কিছু ছবিতে দারুণ অভিনয়, অসামান্য নিজস্ব কায়দায় নাচ আর মানুষের মনোরঞ্জন৷ এককথায় অন্যমাত্রার প্যাকেজ ছিলেন তিনি৷ তো, সেই শাম্মী কাপুরের মৃত্যু হয়েছে গত মাসের ১৪ তারিখে৷ তাঁর শেষ ইচ্ছা ছিল, তাঁর চিতাভস্ম যেন কাশ্মীরের ডাল লেকে ভাসিয়ে দেওয়া হয়৷

কেন এই ডাল লেক? তার কারণ তো আছেই৷ কারণটি হল রোম্যান্টিসিজম৷ একে তো ডাল লেক অপরূপ একটি নিসর্গ, বড় সুন্দর৷ কিন্তু, সেটা বড় কথা নয়৷ বড় কথা তার চেয়েও বেশি৷ আর তা হল, এই ডাল লেকই ছিল পরলোকগত শাম্মীর যৌবনের উপবন৷ এখানেই তো, সেই ছয়ের দশকে, সেই দারুণ যৌবনদিনে শর্মিলা ঠাকুর বা আশা পারেখের মত সুন্দরী তন্বীদের সঙ্গে অনেক সিনেমার দৃশ্যের, দারুণ সব মনভোলানো গানের শ্যুটিং৷ তারপর সেসব গান, সেসব সিনেমা চিরদিনের তকমা পেয়ে ক্ল্যাসিক৷ এই যেমন তারিফ করুঁ কা উসকি, যিসনে তুমহে বানায়া.., এ গান সেই ১৯৬৪ সালের৷ আজও মানুষের মুখে মুখে ফেরে৷ ছবির নাম ছিল কাশ্মীর কি কলি৷ নায়িকা শর্মিলা ঠাকুর৷

অপরূপ সুন্দর ডাল লেকছবি: UNI

ডাল লেকের সেই শিকারা, সেই নয়নাভিরাম দৃশ্য, সেই দুপারের চিনার আর পপলার গাছের বনভূমি.. সব একইরকম আছে৷ যৌবন চলে গেছে শুধু৷ চলে গেছেন শাম্মীও৷ তাই তাঁর শেষ ইচ্ছা, সেখানেই থেকে যেতে চান তিনি৷ তাঁর যৌবনের উপবনে৷ সেই সুখস্মৃতিতে, চিরদিনের জন্য৷

শাম্মীর চিতাভস্ম ভাসাতে তাই কাশ্মীর চললেন তাঁর পুত্র আদিত্যরাজ৷ সঙ্গে যাবেন শাম্মীর যৌবনদিনের দুই সুন্দরী সহচরী, দুই নায়িকা, আশা পারেখ আর শর্মিলা ঠাকুর৷ এছাড়াও শাম্মীকে চিরবিদায় জানাতে সঙ্গে যাচ্ছেন, তাঁর দীর্ঘদিনের বন্ধু অমিতাভ বচ্চন৷

শাম্মী কাপুরের ঠিকানা এরপর থেকে তাই হয়ে গেল সেই রোম্যান্টিক ডাল লেক৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা:    জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ