1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রংপুরে নির্বাচনি পরীক্ষায় পাস করল ইসি

২১ ডিসেম্বর ২০১৭

বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো ভোটের আয়োজন করে রংপুর সিটি কর্পোরেশন৷ সেখানে পরীক্ষায় নির্বাচন কমিশন পাস করেছে বলে মনে করেন পর্যবেক্ষকরা৷ তবে কেউ কেউ এখনই ইসি-কে এ সার্টিফিকেট দিতে রাজি নন৷

Bangladesch Parlamentswahlen
ছবি: AFP/Getty Images

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি বলব, অবশ্যই এটা নির্বাচন কমিশনের পরীক্ষা ছিল এবং তারা সেখানে পাস করেছে৷ আমি খেয়াল করেছি, তাদের মধ্যে আন্তরিকতা ছিল৷ আসলে একটি নির্বাচন সফল করতে হলে শুধু নির্বাচন কমিশন আন্তরিক হলেই হবে না, যে সরকার ক্ষমতায় থাকে তাদেরও আন্তরিকতা দরকার৷ আইন-শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতা দরকার৷ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সব পক্ষেরই আন্তরিকতা ছিল৷ যে কারণেই হোক সবাই চেয়েছে যে এখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক৷ সে কারণেই সফল একটি নির্বাচন করা সম্ভব হয়েছে৷''

Iftakharujjaman - MP3-Stereo

This browser does not support the audio element.

দেশের উত্তর জনপদে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন৷ এ নির্বাচনে ভোটার ছিলেন প্রায় চার লাখ৷ শেষ পর্যন্ত ভোটদানের হার ৭০ শতাংশ হতে পারে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা৷ এই নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ মোবাইল ফোন প্রতীক নিয়ে ১৮, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন নাদিরা খানম নামের ঐ প্রার্থী৷ তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও সাতজন৷ ১৮ বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন নাদিরা৷ দিনাজপুরে বাড়ি হলেও এখন থাকেন রংপুরের ২২ নম্বর ওয়ার্ডের বালাপাড়া এলাকায়৷

ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে নাদিরা খানম বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠু হয়েছে৷ আমি পাস করার ব্যাপারে আশাবাদী৷ অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এখানে অনেক ভালো নির্বাচন হয়েছে৷ আমি ভোটে দাঁড়াতে পেরে খুশি৷''

Nadira Kanon - MP3-Stereo

This browser does not support the audio element.

প্রচারণায় গিয়ে কোনো বিপত্তিতে পড়েছেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘প্রথমদিকে কিছু বিপত্তি ছিল, তবে পরে ভোটাররা আমাকে সহযোগিতা করেছেন৷ আমি নিজেও ভোটারদের সঙ্গে মিশে খুব খুশি৷ অন্য লিঙ্গের মানুষ হলেও তাঁরা আমাকে যেভাবে গ্রহণ করেছেন, তাতে সত্যিই আমি মুগ্ধ৷''

ওদিকে রংপুর সিটি কর্পোরেশনে ভোটকেন্দ্র থেকে নির্বাচনি এজেন্ট বের করে দেওয়া এবং ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে না পারার অভিযোগ করেছে বিএনপি৷ যা সঠিক নয় বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা৷ তিনি জানান, ‘‘আমরা স্থানীয়ভাবে তথ্য নিয়েছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি৷ কোথাও কোনো অভিযোগ পাইনি৷ আমার মনে হয় না তাদের এই অভিযোগ সঠিক৷'' আগামীতে স্থানীয় ও জাতীয় নির্বাচনে সীমিত পরিসরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও জানান সিইসি৷ এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি৷

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছে বিএনপি এবং এর জন্য নির্বাচন কমিশনের ব্যর্থতাকেই দায়ী করেছে দলটি৷ রংপুরে ভোটগ্রহণ শেষ হওয়ার খানিক আগে ঢাকায় সংবাদ সম্মেলন করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী৷ তিনি বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে আজ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়নি৷ ভোট শুরুর পর থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও মহাজোটের সন্ত্রাসীদের দৌরাত্ব ও কেন্দ্র দখলের বাস্তবতা ফুটে উঠেছে৷

Sakawat Hossain - MP3-Stereo

This browser does not support the audio element.

তবে এটা নির্বাচন কমিশনের জন্য কোনো পরীক্ষা ছিল বলে মনে করেন না সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমি মনে করি না, এটা কোনো বড় পরীক্ষা ছিল৷ জাতীয় নির্বাচনেই হয় আসল পরীক্ষা৷ তবে নির্বাচন কমিশনের আন্তরিকতা ছিল এবং তারা ভালো নির্বাচন করেছে৷ জাতীয় নির্বাচন ভালো করার পূর্বশর্ত হলো ছোট নির্বাচনগুলো ভালো করা৷ সেই হিসেবে কুমিল্লায় প্রথমে তারা ভালো নির্বাচন করেছে৷ এবার রংপুরেও ভালো নির্বাচন করল৷ আমি তাদের সাধুবাদ দেবো৷ কোনো ভুল-ভ্রান্তি থাকলে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো নির্বাচনের প্রস্তুতি তারা নিতে পারবে৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ