1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক্তচোষা বাদুড়ের দিন শেষ

১৭ নভেম্বর ২০১২

‘টোয়াইলাইট’ পর্যায়ের শেষ ফিল্ম চলেছে৷ এর পরে ইয়ং অ্যাডাল্ট অর্থাৎ কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মন - এবং বক্স অফিস - জয় করার জন্য কী করা যায়, তাই নিয়ে মাথা ঘামাচ্ছে হলিউডের স্টুডিওগুলো৷

FILE- In this file film publicity image released by Warner Bros. Pictures, from left, Emma Watson, Rupert Grint and Daniel Radcliffe are shown in a scene from "Harry Potter and the Deathly Hallows: Part 2." (AP Photo/Warner Bros. Pictures, Jaap Buitendijk, File)
ছবি: AP

টিনেজারদের জগৎটাই আলাদা৷ তাদের মনোরঞ্জন কি মন জয় করার জন্য বিশেষ ধরণের উপাদানের প্রয়োজন৷ কিন্তু সেটা আগে থেকে হিসেব করে বলাটা অতি দুরূহ৷ শোনা যায়, হ্যারি পটারকে প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন পাঁচ-পাঁচটি প্রকাশনীর সম্পাদক৷ ওদিকে প্রথম চারটি ‘টোয়াইলাইট' ছবি সারা বিশ্বে রোজগার করেছে মোট ২৫০ কোটি ডলার৷

টিনেজারদের বিভিন্ন আকুলতা তথা ভীতি নিয়ে খেলার একটা ফর্মুলা ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে৷ যেমন বেলা আর এডোয়ার্ড, একজন ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড়-মানুষ, অন্যজন ওয়েরউল্ফ বা নেকড়ে-মানুষ৷ দুটিই অতিপ্রাকৃত চরিত্র৷ তাদের নিয়ে আবার একটি টিনেজ লাভ ট্রায়াঙ্গল বা প্রেমের ত্রিভুজ৷ এই পর্যায়ের বইগুলোর আশ্চর্য সাফল্যের পর হলিউড তার যা রোজগার করার করে নিয়েছে৷ শেষ ‘‘টোয়াইলাইট'' ছবি ‘‘ব্রেকিং ডন, পার্ট টু'', অর্থাৎ ‘প্রত্যুষ, দ্বিতীয় অংশ' এবার যুক্তরাষ্ট্র এবং ক্যানাডায় ১৫ কোটি ডলার কামাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

কিন্তু এর পরে?

ভয়ের কিছু নেই, অথবা ভয়ের যথেষ্ট উপাদান আছে৷ আগামী বছর গোটা চারেক ফিল্ম আসছে বাজারে, যাদের উপজীব্য হবে ভিন্নগ্রহ থেকে আসা পরজীবী-পরভুক, অশুভ ‘জম্বি' এবং অপ্রাকৃত গুণ্ডা-বদমায়েশদের বিরুদ্ধে কিশোর প্রেমের যুদ্ধ৷ আজকালকার টিনেজাররা আবার যাকে বলে কিনা ‘টেক-স্যাভি', অর্থাৎ প্রযুক্তির সমঝদার৷ ‘দ্য হাঙ্গার গেমস'-এর মতো ছবি তারাই সোশাল মিডিয়ার মাধ্যমে তুঙ্গে তুলে দিয়েছে৷

‘‘যাদের কম বয়স, তারা একটা বইকে ভালোবাসে একটা অত্যুৎসাহী, গভীর দরদ দিয়ে,'' বলেছেন হাঙ্গার গেমসের প্রযোজক নিনা জেকবসন৷ নয়তো ‘টোয়াইলাইট'-এর প্রযোজক অতি ক্ষুদ্র সামিট এন্টারটেইনমেন্ট'কে হলিউডের বিগ লিগে তুলে দিতে পারতো না এই ‘টিনি' বা টিনেজাররা৷

কাজেই সামিট এবার আগামী ফেব্রুয়ারিতে আনছে ‘ওয়ার্ম বডিজ' বা ‘উষ্ণ শরীর' নাম দিয়ে একটি ‘জম্বি' প্রেমকাহিনি৷ ওয়ার্নার ব্রাদার্স আনছে ‘‘বিউটিফুল ক্রিয়েচার্স'' বা ‘অপরূপ প্রাণী': জাদুক্ষমতা সম্পন্ন এক কিশোরী এবং এক কিশোরের রোম্যান্স৷ এটা হল বস্তুত ‘টোয়াইলাইট' এবং হ্যারি পটারের একটি পাঞ্চ বা মিশ্রণ৷ ওদিকে ‘টোয়াইলাইট'-এর লেখিকা স্টেফেনি মায়ার'এর ‘দ্য হোস্ট' নিয়ে আসছে পরভুকদের কাহিনি৷ আর সনি কর্পোরেশন আনছে ‘সিটি অফ বোন্স' বা ‘হাড়ের শহর', যা'তে এক কিশোরী দুনিয়াকে বাঁচাচ্ছে অপদেবতাদের হাত থেকে৷

আস্তে আস্তে হলিউড কচিকাঁচাদের মন কিছুটা বুঝে উঠতে পেরেছে বৈকি!

এসি / এএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ