1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক্তে ইবোলা নেই, তবে বীর্যে আছে!

২০ নভেম্বর ২০১৪

হ্যাঁ, এমনই অবস্থা ভারতীয় এক যুবকের৷ ২৬ বছর বয়সের এই ভারতীয় নাগরিকের রক্তে ইবোলা ভাইরাসের উপস্থিতি পাওয়া না গেলেও বীর্যে এখনও সেটা রয়ে গেছে৷ তাই তাঁকে আলাদা করে রাখা হয়েছে৷

Ebola Überlebende Monrovia
ছবি: DW/Julius Kanubah

ভারতীয় এই যুবক লাইবেরিয়ায় থাকাকালীন সেপ্টেম্বরের ১১ তারিখ ইবোলায় আক্রান্ত হন৷ তারপর চিকিৎসা শেষে ৩০শে সেপ্টেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়৷ এরপর লাইবেরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নভেম্বরের ১০ তারিখ তিনি ভারতে ফেরেন৷

তবে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি বলছে, ইবোলা থেকে মুক্তি পেলেও আক্রান্ত হওয়ার ৯০ দিন পর্যন্ত রোগীর বীর্যে ইবোলা ভাইরাসের উপস্থিতি থাকতে পারে৷ যেমনটা পাওয়া গেছে ফেরত ঐ ভারতীয় নাগরিকের বীর্যে৷ তাই সতর্কতা অবলম্বন স্বরূপ তাঁকে সবার থেকে পৃথক অবস্থায় রাখা হয়েছে৷ যতক্ষণ না তিনি পুরোপুরি ইবোলা মুক্ত হচ্ছেন, ততদিন তাঁকে এই অবস্থায় রাখা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়৷

উল্লেখ্য, কারও বীর্যে ইবোলা থাকার মানে তিনি যৌনমিলনের মাধ্যমে অন্যের দেহে ইবোলা ছড়িয়ে দিতে পারেন৷

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিশ্বের আটটি দেশের মোট ৫,৪২০ জন রোগী ইবোলায় মারা গেছেন৷ এ সময় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৫,১৪৫ জন৷ এর মধ্যে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল ৫৮৪৷ মারা গেছেন ৩২৯ জন৷ অবশ্য আক্রান্ত ও মারা যাওয়াদের আসল সংখ্যা আরও বেশি হবে বলেই মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

ইবোলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার মানুষ৷ সংখ্যাটা ৭,০৬৯ জন৷ এর মধ্যে মারা গেছেন ২,৯৬৪ জন৷ তবে আশার কথা হচ্ছে, দেশটিতে ইবোলা প্রসারের গতি ধীর হওয়ায় জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ