1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক্ষণশীলদের জয়, বামপন্থিদের হার?

১৩ জানুয়ারি ২০১৮

জার্মানিতে মহাজোট সরকার গঠনের প্রাক-প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হয়েছে৷ সিডিইউ ও এসপিডি মহাজোট সরকার গঠনের আলোচনায় বসতে সম্মত হয়েছে৷ কিন্তু এ পর্যন্ত আসতে সোশ্যাল ডেমোক্র্যাটদের বামপন্থি অংশটার অনেক আপত্তিই অগ্রাহ্য হয়েছে৷

Sondierungen CDU SPD
ছবি: picture-alliance/AP Photo/M.Schreiber

প্রায় টানা একদিন দর কষাকষির পর শেষ পর্যন্ত শুক্রবার জার্মানির দুই বড় দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) ও সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) ঘোষণা দেয়, যে আলোচনা অনেকটাই ফলপ্রসূ হয়েছে৷

এতে করে আনুষ্ঠানিকভাবে মহাজোট সরকার গঠনের পথে আলোচনার পথ খুলল৷ সব পরিকল্পনা মতো এগুলে শিগগিরই নতুন মহাজোট সরকার দেখতে পাবেন জার্মানরা৷

সবদিক থেকে দেখলে ম্যারাথন এ আলোচনার পর মুখের হাসি সবচেয়ে চওড়া হয়েছে চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের৷ কারণ, তাঁর হাতে অন্য যে দু'টি উপায় ছিল সেগুলো হলো, হয় পার্লামেন্টে সংখ্যালঘুদের নিয়ে এক নড়বড়ে সরকার গঠন করা, নয়তো আবারো নির্বাচন করা৷

এসপিডির বামপন্থিদের পরাজয়

দীর্ঘ এই আলোচনার ফলাফল ২৮ পৃষ্ঠার একটি সম্মতিপত্র, যেখানে দুই শিবিরের নেতারা যেসব পলিসিতে একমত হয়েছেন তার তালিকা আছে৷

এখন তাদের দলের নেতৃবৃন্দের সামনে এগুলোর যথার্থতা তুলে ধরতে হবে৷

আর এ কাজটা যতটা না কঠিন সিডিইউর বাভেরিয়ান সহযোগী, যাকে সিডিইউর ডানপন্থি অংশও বলা হয়, সেই সিএসইউ'র নেতা হর্স্ট সেহোফারের জন্য, তারচেয়ে অনেক বেশি কঠিন এসপিডি নেতা মার্টিন শুলৎসের জন্য৷ ২১ জানুয়ারি এক বিশেষ সম্মেলনের ডাক দিয়েছে দলটি৷

এসপিডির বামপন্থি অংশটির এমনিতেই এই মহাজোটে যোগ দেয়ার ব্যাপারে আপত্তি ছিল৷ তাদের বেশ কিছু দাবি ছিল৷ যেমন, উচ্চ আয়ের মানুষদের আয়কর বাড়ানো, শরণার্থীদের পরিবারের সঙ্গে একত্রিত হবার সুযোগ দেয়া এবং স্বাস্থ্য বীমার একটি নতুন পলিসি করা৷ এই দাবিগুলো প্রাক-প্রাথমিক এই আলোচনায় অনেকটাই অগ্রাহ্য করা হয়েছে৷

প্রাথমিক আলোচনায় যেসব সিদ্ধান্ত

পারিবারিক পুনর্মিলন: সিডিইউ-এসপিডি মহাজোটের বর্তমান সরকার শরণার্থীদের খুবই ‘সীমিত শর্তে' পরিবারের সদস্যদের জার্মানিতে আনার সুযোগ দেয়া হয়৷ আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ১,০০০ জনের বেশি এই সুযোগ পাবেন না৷ এছাড়া আশ্রয়প্রার্থীদের সংখ্যা বছরে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ২০ হাজারের বেশি হতে পারবে না৷

আয়কর: আয়কর না বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সিডিইউ ও এসপিডি, যদিও এসপিডির দাবি ছিল সর্বোচ্চ আয়কর ৪২ ভাগ থেকে বাড়িয়ে ৪৫ ভাগ করা৷

সলিডারিটি ট্যাক্স: দুই জার্মানি একত্রিত হবার সময় সাবেক পূর্ব জার্মানদের উন্নয়নের জন্য এই কর ধার্য করা হয়েছিল ১৯৯০ সালে৷ এখন তা আস্তে আস্তে কমিয়ে ফেলার ব্যাপারে একমত হয়েছে দুই দল৷ গেল ক'বছর ধরে এ নিয়েও বিতর্ক চলছে৷

স্বাস্থ্য বীমা: এসপিডির উদারপন্থিদের দাবি ছিল, একটা সাধরণ সিটিজেন ইনস্যুরেন্স করা, যার আওতায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্য সেবাই থাকবে৷ কিন্তু তা বাদ দিয়ে দুই দল চাকরিদাতা ও চাকরিজীবী দুই পক্ষের জন্য একই স্বাস্থ্য বীমা চালু করতে চাইছে৷

এছাড়া, ভবন তৈরির হার বাড়ানো, ইয়েমেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবার জন্য সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল এবং গ্লাইফোসেট কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে একমত হওয়া গেছে এই আলোচনায়৷

এখন দেখার বিষয়, সিডিইউ, সিএসইউ ও এসপিডি দলের কর্মীরাকিভাবে এই সিদ্ধান্তগুলোকে নেন কিংবা নেতারা কিভাবে তাদের দলের লোককে বোঝাতে পারেন৷ তার ওপরেই নির্ভর করছে মহাজোট সরকার৷

বেন নাইট (জেডএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ