1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজীবকে সিবিআই-এর তলব

১৩ সেপ্টেম্বর ২০১৯

কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ শুক্রবার প্রত্যাহারের রায় দিয়েছে হাইকোর্ট৷ এরপর তাঁকে শনিবার সকাল দশটায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর কার্যালয়ে উপস্থিত হতে নোটিশ পাঠানো হয়েছে৷

Indien Mamata Banerjee Kalkutta
ছবি: DW/P. Samanta

রাজীবের কুমারের বিরুদ্ধে সারদা চিটফান্ড কেলেংকারির প্রমাণ নষ্টের অভিযোগ এনেছে সিবিআই৷ সারদা মামলার তদন্ত দলের প্রধান ছিলেন তিনি৷

সিবিআই-এর অভিযোগ, রাজীব কুমারের কাছে কয়েকজন অভিযুক্তের কল রেকর্ড চাওয়া হলে তিনি কয়েকটি জাল রেকর্ড দেন৷ রাজীবের দেয়া রেকর্ডগুলোর সঙ্গে মোবাইল কোম্পানি থেকে পাওয়া রেকর্ডের মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে সিবিআই৷

এই অবস্থায় গত বছরের নভেম্বরে রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই৷ কিন্তু তিনি যাননি৷ এরপর চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সিবিআইয়ের একটি দল রাজীব কুমারের সরকারি বাসায় গেলে কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছিল৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সময় রাজীব কুমারের বাড়িতে ছুটে গিয়েছিলেন৷ তারপর ধর্নায়ও বসে পড়েছিলেন৷

এরপর সিবিআই কি সারদা মামলায় নোটিশ দিয়ে সমন পাঠাতে পারে কিনা, কিংবা সেই প্রক্রিয়া কতটা আইনসিদ্ধ, সে সবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার৷

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মামলা চলার সময় দফায় দফায় আদালত রাজীব কুমারের আবেদন মেনে গ্রেফতারির বিরুদ্ধে আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিল৷

তবে শুক্রবার হাইকোর্টের বিচারপতি মধুমতি মিত্র এক রায়ে জানান, রাজীব কুমারের গ্রেফতারির বিরুদ্ধে এখনও রক্ষাকবচ বজায় রাখলে সেটা তদন্তে সরাসরি হস্তক্ষেপ করা হবে৷ তিনি বলেন, ‘‘রাজীব কুমার বিশেষ তদন্তকারী দল (সিট)এর এক জন অন্যতম সদস্য ছিলেন৷ তদন্তের স্বার্থে তিনি প্রচুর জিনিস সংগ্রহ করেছিলেন৷ রাজীব কুমারকে সিবিআই টার্গেট করেছে, এই অভিযোগ আদৌ গ্রহণযোগ্য নয়৷''

এই রায়ের কারণে আইনজীবীদের একাংশ মনে করছেন, রাজীব কুমারকে গ্রেপ্তারে সিবিআইয়ের আর কোনো বাধা রইল না৷

জেডএইচ/কেএম (আনন্দবাজার পত্রিকা)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ