ভিডিওতে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে ছিল শিশুটি৷ কিন্তু বাবা মোবাইলে মার্কিন রক গায়ক পোস্ট ম্যালোনের একটি গান ছাড়লে ঘুম থেকে জেগে শরীর দোলাতে শুরু করে সে৷
বিজ্ঞাপন
শিশুটির মা ঘটনাটি মোবাইলে ধারণ করে টুইটারে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়৷ চলতি মাসের দুই তারিখে পোস্ট করা ভিডিওটি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৫০ লক্ষ বার৷
ভিডিওটি পোস্ট করার সময় শিশুটির মা স্টেফানি ইয়ংব্লাড গায়ক ম্যালোনেকে ট্যাগ করে দিয়েছিলেন৷ তিনদিন পর ম্যালোনে সেটি তাঁর অ্যাকাউন্ট থেকে রিটুইট করলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ কারণ, তাঁর অনুসারীর সংখ্যা প্রায় পৌনে সাত লাখ৷
শিশুদের জন্য সেরা ১২টি দেশ
অর্থনৈতিকভাবে উন্নত হলেও অনেক দেশ যে শিশুদের অধিকার রক্ষার বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয় না – এ সত্যই প্রকাশ করল কিডসরাইটস ফাউন্ডেশন৷ তাই শিশু অধিকার রক্ষায় সেরা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মতো দেশও নেই৷
ছবি: picture-alliance/empics/G. Fuller
১২
স্লোভেনিয়া
শিশু অধিকার প্রতিষ্ঠার দিক থেকে সেরা দেশগুলোর তালিকা করতে গিয়ে বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্য অধিকার, শিক্ষা অধিকার, সুরক্ষার অধিকার এবং শিশু অধিকারের জন্য অনুকুল পরিবেশ – এই পাঁচটি বিষয়কে বিবেচনায় নিয়েছে কিডসরাইটস ফাউন্ডেশন৷ সার্বিক বিবেচনায় সেরা হওয়া দেশগুলির তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে স্লোভেনিয়া৷ মূল তালিকাটি দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Imago/J. Alexandre
১১
একাদশ স্থানে রয়েছে বেলজিয়াম৷
ছবি: Colourbox
১০
স্লোভেনিয়া আর বেলজিয়ামের ঠিক ওপরেই রয়েছে ফিনল্যান্ড৷
ছবি: picture-alliance/dpa
০৯
নবম স্থানে রয়েছে উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়া৷
ছবি: Getty Images/AFP/K. Mazraawi
০৮
ইউরোপ বা অ্যামেরিকার অনেক দেশ স্থান না পেলেও এশিয়ার থাইল্যান্ড কিন্তু ঠিকই জায়গা করে নিয়েছে কিডসরাইটস ফাউন্ডেশনের তালিকায়৷ থাইল্যান্ড রয়েছে অষ্টম স্থানে৷
ছবি: picture-alliance/Pacific Press/V. Poti
০৭
নাগরিকের সার্বিক জীবনমানের নিশ্চয়তা দেয়ায় সুইডেনের সুনাম আছে৷ শিশু অধিকার রক্ষায়ও অনেক দেশের তুলনায় এগিয়ে আছে তারা৷ এ তালিকায় সুইডেন আছে সাত নম্বরে৷
ছবি: Getty Images/D. Ramos
০৬
শিল্প-সাহিত্যের দেশ ফ্রান্সে শিশু অধিকার পরিস্থিতিও ভালোই বলতে হবে৷ তালিকায় ইউরোপের এই দেশটি আছে ষষ্ঠ স্থানে৷
ছবি: Eric Cabanis/AFP/Getty Images
০৫
পঞ্চম স্থানে রয়েছে স্পেন৷
ছবি: Fotolia/PinkShot
০৪
চতুর্থ স্থানে আইসল্যান্ড৷
ছবি: Fotolia/yanlev
০৩
মানবাধিকার বিষয়ক যে কোনো তালিকায় ওপরের দিকেই থাকে সুইজারল্যান্ড৷ এখানে তারা তৃতীয় স্থানে৷
ছবি: picture-alliance/dpa
০২
কিডসরাইটস ফাউন্ডেশনের সমীক্ষা অনুযায়ী, শিশু অধিকার প্রতিষ্ঠায় এ মুহূর্তে বিশ্বের দ্বিতীয় সেরা দেশ নরওয়ে৷
ছবি: picture-alliance/dpa
০১
সেরা পর্তুগাল শিশু অধিকার প্রতিষ্ঠায় অর্থের গুরুত্ব অনেক, তবে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা সবচেয়ে বেশি গরুত্বপূর্ণ৷ সেই বিবেচনায় অনুন্নত বা উন্নয়নশীল দেশও শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য বেশি প্রশংসনীয় হতে পারে৷ কিডসরাইটস ফাউন্ডেশন এভাবে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করে বলে সেরাদের তালিকায় উঠে গেছে এশিয়ার দেশ থাইল্যান্ড৷
ছবি: Ilike - Fotolia.com
12 ছবি1 | 12
মা স্টেফানি ভিডিওটি ইউটিউবেও আপলোড করেছেন৷ সেখানে তিনি লিখেছেন, শিশুটি তাঁর ছেলে, নাম জ্যাক৷ ‘‘সে (জ্যাক) ম্যালোনের এক নম্বর ভক্ত৷ কারণ, সে প্রতিদিন (পারলে সারাদিন) তাঁর গান শোনে,'' লিখেছেন তিনি৷
ভিডিওটি দেখলেই বুঝবেন ম্যালোনের গান জ্যাকের কতটা পছন্দ৷ এখন কি আপনার সেই গানটি পুরোটা শুনতে ইচ্ছে করছে? তাহলে শুনুন, দেখুন: গানের টাইটেল ‘কংগ্রাচুলেশনস'৷