1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক গান শুনে ঘুম থেকে জেগে নাচ শুরু করল শিশুটি

৯ জুন ২০১৭

ভিডিওতে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে ছিল শিশুটি৷ কিন্তু বাবা মোবাইলে মার্কিন রক গায়ক পোস্ট ম্যালোনের একটি গান ছাড়লে ঘুম থেকে জেগে শরীর দোলাতে শুরু করে সে৷

ছবি: Fotolia/VladimirS

শিশুটির মা ঘটনাটি মোবাইলে ধারণ করে টুইটারে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়৷ চলতি মাসের দুই তারিখে পোস্ট করা ভিডিওটি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেখা হয়েছে প্রায় ৫০ লক্ষ বার৷

ভিডিওটি পোস্ট করার সময় শিশুটির মা স্টেফানি ইয়ংব্লাড গায়ক ম্যালোনেকে ট্যাগ করে দিয়েছিলেন৷ তিনদিন পর ম্যালোনে সেটি তাঁর অ্যাকাউন্ট থেকে রিটুইট করলে ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ কারণ, তাঁর অনুসারীর সংখ্যা প্রায় পৌনে সাত লাখ৷

মা স্টেফানি ভিডিওটি ইউটিউবেও আপলোড করেছেন৷ সেখানে তিনি লিখেছেন, শিশুটি তাঁর ছেলে, নাম জ্যাক৷ ‘‘সে (জ্যাক) ম্যালোনের এক নম্বর ভক্ত৷ কারণ, সে প্রতিদিন (পারলে সারাদিন) তাঁর গান শোনে,'' লিখেছেন তিনি৷

ভিডিওটি দেখলেই বুঝবেন ম্যালোনের গান জ্যাকের কতটা পছন্দ৷ এখন কি আপনার সেই গানটি পুরোটা শুনতে ইচ্ছে করছে? তাহলে শুনুন, দেখুন: গানের টাইটেল ‘কংগ্রাচুলেশনস'৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ