1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংগীত জগত

২৯ মার্চ ২০১২

চার দশক ধরে বাদক ও গায়ক হিসাবে এল্টন জন পেয়ে আসছেন বিশ্ব সাফল্য ও জনপ্রিয়তা৷ হয়ে উঠেছেন পপ সংগীতের এক ‘আইকন'৷ গত ২৫শে মার্চ ছিল এই সংগীত তারকার ৬৫তম জন্মবার্ষিকী৷

ছবি: dapd

একাধারে গীতিকার, সুরকার, প্রযোজক, পিয়ানো বাদক ও গায়ক এল্টন জন সত্তরের দশক থেকেই পিয়ানো বাজিয়ে তাঁর স্বভাবসিদ্ধ প্রাণবন্ত ও আনন্দোচ্ছ্বল গান দিয়ে মুগ্ধ করেন সারা বিশ্বের শ্রোতা-দর্শকদের৷

রক-পপ, রক অ্যান্ড রোল, ডিস্কো থেকে শুরু করে গসপেল-ব্লুস ও ব্যলাডসহ বহু আঙ্গিকে অসংখ্য গান এল্টন উপহার দিয়েছেন তাঁর অনুরাগীদের৷ চলচ্চিত্রের জন্যও সংগীত রচনা করেছেন তিনি৷ ওয়াল্ট ডিজনি'র তৈরি অ্যানিমেশন ছবি ‘দ্য লায়ন কিং'-এর আবহসংগীতের জন্য অস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারে ভূষিতও হোন তিনি৷

এল্টন জন'এর জন্ম ১৯৪৭ সালের ২৫শে মার্চ লন্ডনে৷ আসল নাম রেজিন্যাল্ড ক্যানেথ ডিওয়াইট৷ তিন বছর বয়স থেকে পিয়ানোয় তাঁর হাতে খড়ি৷ ১১ বছর বয়স থেকে লন্ডনের ‘রয়েল অ্যাকাডেমি অব মিউজিক'-এ সংগীত শিক্ষা শুরু করেন তিনি৷ শিক্ষা শেষ করে ষাটের দশকে তাঁর সহপাঠিদের নিয়ে গঠন করেন নিজের প্রথম সংগীত গোষ্ঠী৷ আর সে সময়েই এল্টন জন নাম গ্রহণ করেন তিনি৷ ১৯৬৯ সালে বের হয় তাঁর প্রথম অ্যালবাম ‘এম্পটি স্কাই'৷ সত্তর দশকের প্রথমার্ধে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘এল্টন জন' তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

পপ সংগীতের ‘আইকন' এল্টন জনছবি: dapd

১৯৯২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘এল্টন জন এইডস ফাউন্ডেশন'৷ বিশ্বের বিভিন্ন দেশে এই রোগে আক্রান্ত মানুষদের সাহায্যার্থে তৈরি হয় এই উন্নয়ন প্রকল্প৷ বার্ষিক ২০ কোটি ডলারের ঐ কর্মসূচির জন্য তাঁর অ্যালবাম থেকে অর্জিত অর্থের সিংহভাগই নিয়োগ করা হয় এই প্রকল্পে৷ তাছাড়া আরো বহু ‘বেনিফিট কনসার্ট' পরিবেশন করেন এল্টন জন৷ বিশ্বব্যাপী ২৫ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ ১৯৯৮ সালে ইংল্যান্ডের নাইট উপাধি, ছ'বার গ্র্যামি সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এল্টন জন৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ