রপ্তানির পোশাক চুরি প্রতিরোধে কমিটি গঠন
১৩ জুলাই ২০২১
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে চুরি বেড়ে যাওয়ায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদেরকে অভিযোগ আকারে জানায়৷
সোমবার সচিবালয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে প্রধান করে বিজিএমইএ, আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়৷
রপ্তানির জন্য কাভার্ড ভ্যানে বন্দরে পোশাক পণ্য নিয়ে যাওয়ার সময় চুরির ঘটনার কথা জানিয়ে সংগঠনের সভাপতি ফারুক হাসান বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে পোশাক খাতের রপ্তানি ও আমদানির মালামাল চুরির ঘটনা ঘটছে৷ চুরি মাঝখানে বন্ধ থাকলেও এখন আবার ঘন ঘন ঘটছে৷'' একটি সংঘবদ্ধ চক্র চালকদের সঙ্গে মিলে রাস্তায় কাভার্ডভ্যান দাঁড় করিয়ে মালামাল চুরি করছে দাবি করে তিনি বলেন, "অনেক সময় কার্টুনের ওজন ঠিক রাখার জন্য তারা কার্টুনে ঝুট, মাটিও ভরে দিচ্ছে৷ এগুলো এভাবে অ্যামেরিকা ইউরোপসহ বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে গেলে তারা অভিযোগ জানাচ্ছেন৷ এতে সংশ্লিষ্ট রপ্তানিকারক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, দেশের সুনামও নষ্ট হচ্ছে৷''
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মহাসড়কে যেভাবেই হোক, রপ্তানি পণ্যের চুরি পুরোপুরি বন্ধ করতে হবে৷ এ ব্যাপারে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স৷'' তিনি আরো বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহসড়ককে সিসিটিভির নজরদারিতে আনতে বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা আগামী চার মাসের মধ্যে সমাপ্ত হবে৷''
মহসড়কে রপ্তানি পণ্য চুরি বন্ধে সব ট্রাক ও কাভার্ডভ্যানে ট্র্যাকিং ডিভাইস, জিপিএস স্থাপন নিয়েও আলোচনা হয় বলে বিজিএমইএ-র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)