1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্কার পুরস্কার

২৫ ফেব্রুয়ারি ২০১২

রবিবার সেই রাত৷ যে রাতের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন হলিউডের সব বড় বড় তারকা৷ অপেক্ষায় থাকেন দর্শকরাও৷ আগামীকাল সেই অস্কার রাত৷ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আজ বসতে যাচ্ছে অস্কারের ৮৪ তম আসর৷

Die Oscar-Trophaee der Academy-Awards steht im Time Warner Center in New York, USA, in der Ausstellung "Meet The Oscars, New York". Der Endspurt fuer die 84. Verleihung der Oscars beginnt am Dienstag (24.01.12). Um 14.30 Uhr MEZ werden in Beverly Hills die Nominierungen fuer den bedeutendsten Preis der Kinobranche verkuendet. 5.783 stimmberechtigte Mitglieder der Academy of Motion Picture Arts and Sciences haben dann vier Wochen Zeit, ihre Favoriten zu bestimmen. Die Oscars werden am 26. Februar in 24 Kategorien verliehen. (zu dapd-Text) Foto: Jason DeCrow/AP/dapd
ছবি: AP

হলিউডে ছবি তৈরিতে থ্রিডিসহ অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া লাগলেও অস্কার দৌড়ে যে দুটি ছবি বেশি এগিয়ে সেগুলোর গল্প প্রায় শত বছরের পুরনো৷ যেমন, সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন পাওয়া ‘হুগো'র গল্প গত শতকের শুরুর দিককার৷ ১০টি বিভাগে মনোনয়ন পাওয়া ‘দ্য আর্টিস্ট'এর গল্পও সেরকম৷ সাদা-কাল প্রায় বাকহীন এই ছবিটি গত শতকের বিশের দশকের পটভূমিতে তৈরি হয়েছে৷

এদিকে সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন - ‘দ্য ডিসেন্ডেন্টস'এর জন্য জর্জ ক্লুনি, ‘মানিবল'এর জন্য ব্রাড পিট সহ জ্যঁ দুজারদিন, ডেমিয়ান বিচি এবং গেরি ওল্ডম্যান৷ আর সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ‘দ্য আয়রন লেডি'র মেরিল স্ট্রিপ৷ তাঁকে হারিয়ে দিতে পারেন ‘দ্য হেল্প'এর ভায়োলা ডেভিস, মিশেল উইলিয়ামস, গ্লেন ক্লোজ বা রুনি মারা৷

অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়ার রেকর্ড মেরিল স্ট্রিপেরছবি: Reuters

বিখ্যাত কমেডিয়ান বিলি ক্রিস্টালের উপস্থাপনায় অস্কার অনুষ্ঠানটি সারা বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে৷ বাংলাদেশ সময় আগামীকাল সোমবার ভোর ছয়টায় অস্কার অনুষ্ঠানটি শুরু হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ