1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজীপুরে উপ-নির্বাচন

৩০ সেপ্টেম্বর ২০১২

প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না৷ বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন৷ তাই তারা কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন৷

unser Korrespondent in Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 07.02.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung. Titel: Bangladesh Election Commission Bildbeschreibung: The search committee, formed to suggest names for election commissioners of Bangladesh, has recommended that either former cabinet secretary Ali Imam Majumder or ex-home secretary Kazi Rakib Uddin Ahmed be the chief election commissioner. The picture shows the secretariat of Bangladesh Election Commission in Dhaka.
ছবি: DW

বাংলাদেশের প্রথম নির্বাচনে গাজীপুরের এই কাপাসিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ৷ আর সর্বশেষ নির্বাচনে নির্বাচিত হন তাঁর ছেলে সোহেল তাজ৷ প্রথমে তিনি বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন৷ পরে সংসদ সদস্য পদও ছেড়ে দেন৷ সেকারণেই এই উপ-নির্বাচন৷ এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি তাজউদ্দিন আহমেদের কন্যা এবং সোহেল তাজের বোন৷ স্বতন্ত্র প্রার্থী তাজউদ্দিন আহমেদের ভাই আফসার উদ্দিন খান এবং বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী আসাদুজ্জামান বাদল৷ তবে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছেনা৷ তাই এই নির্বাচনকে উত্তাপহীন একপাক্ষিক নির্বাচন বলে ডয়চে ভেলের কাছে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন৷

তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন হওয়ায় তারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই নির্বাচন থেকে৷ তবে এই অভিজ্ঞতা থেকে পুরো জাতীয় নির্বাচনের মেজাজ বোঝা যাবে না৷

গাজীপুর-৪ আসনে মোট ভোটার দুই লাখ ১১ হাজার ৪৭৭৷ ভোট কেন্দ্র ১০২টি৷ এরমধ্যে ৬৪টি কেন্দ্রকেই ঝুকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে৷ গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান নিরাপত্তার জন্য তিন হাজার ব়্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে৷ আছে মোবাইল কোর্ট৷

আর রির্টার্নিং অফিসার মিহির সারোয়ার মোর্শেদ আশা করেন এটি একটি সফল নির্বাচন হবে৷

সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ