1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবির থেকে শেখা

২১ ডিসেম্বর ২০১২

রবি শঙ্করের জীবদ্দশায় এবং তাঁর মৃত্যুর পর থেকে অনেকে বলেছেন কথাগুলো৷ তবুও যখন জর্জ হ্যারিসনের স্ত্রী বলেন, কথাগুলো তখন অন্য মাত্রা পায়৷ পণ্ডিত’জির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এ সব কথাই তুলে ধরেন হ্যারিসন-পত্নী অলিভিয়া৷

FILE - In this Aug. 3, 1967 file photo, George Harrison, of the Beatles, left, sits cross-legged with his musical mentor, Ravi Shankar of India, in Los Angeles, as Harrison explains to newsmen that Shankar is teaching him to play the sitar. Shankar, the sitar virtuoso who became a hippie musical icon of the 1960s after hobnobbing with the Beatles and who introduced traditional Indian ragas to Western audiences over an eight-decade career, died Tuesday, Dec. 11, 2012. He was 92. (AP File Photo).
ছবি: AP

গত ১১ই ডিসেম্বর ৯২ বছর বয়সে মারা যান ‘সেতারের জাদুকর' পণ্ডিত রবি শঙ্কর৷ বাংলাদেশের কাছে তিনি শুধু সংগীত সাধকই নন, তার চেয়ে অনেক বেশি কিছু৷ একাত্তরে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা কী করে ভোলে বাংলাদেশ! বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় রবি শঙ্কর সারা বিশ্বে পৌঁছে দিয়েছিলেন মুক্তিকামী বাঙ্গালিদের কথা৷ পাক বাহিনীর বর্বরতার খবর বিশ্বের সব মানবতাবাদীর কাছে পৌঁছৈ দিতে বড় ভূমিকা রেখেছিল নিউ ইয়র্কে তাঁর উদ্যোগেই আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ'৷

‘কনসার্ট ফর বাংলাদেশ'ছবি: Getty Images

তাঁর ডাকেই ছুটে এসে বিটলস তারকা, বন্ধু জর্জ হ্যারিসনও দাঁড়িয়েছিলেন পাশে৷ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পণ্ডিত'জির যে স্মরণসভা হলো সেখানে এসেছিলেন হ্যারিসনের স্ত্রী অলিভিয়া৷ রবি শঙ্করের স্ত্রী সুকন্যা, দুই মেয়ে নোরা জোনস ও অনুশকা শঙ্করসহ অনেকেই হাজির ছিলেন সেখানে৷ প্রয়াত সুরসাধকের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ সামলাতে পারেননি বহু মানুষ৷ জর্জ হ্যারিসনের স্ত্রী তাঁর বক্তব্য শুরুই করেন বিটলস, সংগীত এবং মানবতার প্রতি রবি শঙ্করের অসাধারণ অবদানের অকুণ্ঠ প্রশংসা দিয়ে৷

অলিভিয়া হ্যারিসন বলেন, ‘‘হ্যারিসন আর রবি শঙ্কর ছিলেন পিতা-পুত্র বা সহোদর ভাইয়ের মতো৷ দুজন দুজনকে মাতিয়ে রাখতেন৷ দুজনে প্রায়ই সংগীত সম্পর্কে নানান ধারণা বিনিময় করতেন৷ এই দুই বন্ধুর কাছ থেকে বিটলস অনেক কিছু শিখেছে৷''

কথাগুলো নতুন নয়৷ রবি শঙ্করকে জর্জ হ্যারিসন ‘গডফাদার অফ ওয়ার্ল্ড মিউজিক' বলতেন, বিশ্ববিখ্যাত বেহালা বাদক ইয়েহুদ মেনুহিন তাঁকে তুলনা করতে মোৎসার্টের সঙ্গে – এসব কে না জানেন!

তাই সে কথাগুলোই ফিরে ফিরে এসেছে নানাজনের স্মৃতিচারণায়৷ এসেছে বাংলাদেশের হয়ে ৪০ বছর আগে নিউ ইয়র্কের বুকে কনসার্ট আয়োজন করে বিশ্বকে নাড়িয়ে দেয়ার প্রসঙ্গও৷ এডি জিমেনেজ একজন ট্রাম্পেট বাদক৷ রবি শঙ্কর সম্পর্কে এ সব কথা ফুটে উঠেছে তাঁর শ্রদ্ধার্ঘ্যেই৷ ৬১ বছর বয়সি জিমেনেজ মনে করেন, ‘‘রবি শঙ্কর শুধু পূর্ব আর পশ্চিমকে মিলিয়ে দেয়া সেতু নয়, তিনি আসলে মানবতারও সেতুবন্ধন৷ তাঁকে শ্রদ্ধা জানাতেই আমি আজ এখানে এসেছি৷''

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ