1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক

শীর্ষ বন্দ্যোপাধ্যায়৬ ডিসেম্বর ২০১২

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ-শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কলকাতায় অভিনয় করে গেল বাংলাদেশের প্রসিদ্ধ নাট্যদল ‘নাগরিক’৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের পুরোধা আলী যাকের৷

ছবি: picture-alliance/dpa

ভারতের আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র আইসিসিআর-এর উদ্যোগে এবং তাদেরইপ্রেক্ষাগৃহে নাট্যদল ‘নাগরিক’মঞ্চস্থ করেছিল রবীন্দ্রনাথের ‘অচলায়তন’এবং চেকভের‘চেরি অর্চার্ড’অবলম্বনে ‘কাঁঠালবাগান’নাটক দুটি৷ সেই মহলার অবসরে ডয়চে ভেলেরকলকাতা প্রতিনিধি শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছিলেন নাগরিকের পুরোধা, বিশিষ্ট নাট্যকর্মী আলী যাকের৷

বাঙালি সংস্কৃতিকর্মীদের কাছে কীভাবে রবীন্দ্রনাথ বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, অচলায়তন মঞ্চায়নের শুরুতে তারই ব্যাখ্যা দিচ্ছিলেন আলী যাকের৷ তাই ফের সেই প্রশ্নইকরা হল তাঁকে, কেন রবীন্দ্রনাথ?

কুষ্টিয়ায় কবিগুরুর আবাসস্থল...ছবি: DW

উত্তরে আলী যাকের বাংলাদেশে ১৯৭৫ সালের প্রেক্ষাপট তুলে ধরেন৷ তিনি বলেন, মুক্তিযুদ্ধের পেছনে বাঙালিদের যে চেতনা, মূল্যবোধ ও আদর্শ ছিল, তার বিরোধিতা বেড়েচলছিল, তা বন্ধ করার উদ্যোগ চলছিল৷ বাঙালিদের সাংস্কৃতিক পরিচয় ও মূল্যবোধ জাগিয়েতোলার ক্ষেত্রে রবীন্দ্রনাথ বড় এক হাতিয়ার ছিলেন বলে মনে করেন আলী যাকের৷ গতশতাব্দীর আশির দশকে রবীন্দ্রনাথকে আবারো আঁকড়ে ধরতে হয়েছিল সে সময়কার সংকটকাটাতে৷

পরবর্তীকালে যদিও পরিস্থিতি অনেক শুধরেছে, সংস্কৃতিকর্মীদের পথ অনেকটাই সুগম হয়েছে, তবু রবীন্দ্রনাথ থেকে গিয়েছেন, তাঁকে নতুন করে আবিষ্কার করা, রবীন্দ্রনাথের মুক্ত চেতনাকে নতুন ভাবে উপলব্ধি করার ঝোঁকে৷

আর আজও রবীন্দ্রনাথের দেশজ প্রয়োজন, রাজনৈতিক প্রয়োজন, সমসাময়িক প্রয়োজন আছে৷ তবেতারও উপরে যেটা প্রয়োজন, সেটা হলো রবীন্দ্রনাথকে আরও ভালো করে জানা, তাঁকে অন্তরেঠাঁই দেওয়া, রবীন্দ্র দর্শনে নিজেদের উজ্জীবিত করা৷

MMT BM 0512102 Interview Ali Jaker, a noted theater personality from Bangladesh - MP3-Mono

This browser does not support the audio element.

কথাপ্রসঙ্গে আসে পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথাও৷ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পাঁচটি নাট্যদল শেক্সপিয়রের পাঁচটি নাটক মঞ্চস্থ করছে এই যুক্তিতে যে, রাজ্যের যে চলতি রাজনৈতিক দোলাচল, যে অস্থিরতা, সেই প্রেক্ষিতে শেক্সপিয়ারের নাটকই যোগ্য প্রকাশমাধ্যম হতে পারে৷ কিন্তু এমন পরিস্থিতিতে নতুন নাট্যকার বা নতুন নাটকের কেন উদ্ভব হয় না৷ কেন সেই রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ারের কাছেই ফিরে যেতে হয়৷

আলী যাকের মনে করেন, নতুন নাট্যকার যদিওবা উঠে আসেন পরিস্থিতির প্রয়োজনে, তিনি রবীন্দ্রনাথ বা শেক্সপিয়রের মতো চিরকালীন হয়ে উঠতে পারেন না৷ বরং ওই পরিস্থিতিতে ওঁদের মতো মহান নাট্যকারের প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়াটাও নাট্যকর্মীদের অনুশীলনের একটা উপলক্ষ্য হয়ে ওঠে৷

কিন্তু সেই সুবাদে কি বাংলা নাটকের কোনও উন্নয়ন ঘটেছে?আলী যাকের গর্বিত গলায় জানালেন, অবশ্যই ঘটেছে৷ বাংলাদেশে একদল তরুণ, উদ্যমী এবং নিবেদিতপ্রাণ নাট্যকর্মী কাজ করছেন৷ যাঁরা সম সময়ের সমস্যার কথা, বর্তমান সমাজের কথা তুলে ধরছেন তাঁদের নাটকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ