1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আটক শিক্ষক ও কর্মকর্তারা

২৫ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুলকাটা নিয়ে আন্দোলন, শিক্ষার্থীর বিষপানের চেষ্টা এবং ক্ষুব্ধ শিক্ষার্থীদের অবরোধে এখন বন্দি রেজিস্ট্রার, প্রক্টর ও  শিক্ষকেরা৷

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আটক রেজিস্ট্রার, প্রক্টর ও শিক্ষকরাছবি: bdnews24.com

রোববার বিকাল থেকে ১৫ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে বেশ কয়েকজন অবরুদ্ধ হয়ে আছেন একাডেমিক ভবনে৷ শিক্ষার্থীরা ভবনের প্রধান ফটকে তালা দিয়ে সামনে অপেক্ষা করছে তারা৷ বিকাল সাড়ে ৪টা থেকে এ অবস্থা চলছে বলে আন্দোলনকারী শিক্ষার্থী সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র জাহিদুর রহমান শিরাত জানিয়েছেন ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে৷তিনি বলেন, "মহাসড়ক অবরোধ থেকে ক্যাম্পাসে ফিরে আমরা ঘোষণা দিয়েছিলাম, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ী বরখাস্ত না করা হলে, আমরা আবারও মহাসড়ক অবরোধ করব৷ এ অবস্থায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চলাকালে বিকালে রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ৩০/৩৫ জন ক্যাম্পাসে আসেন৷ আমাদের সাথে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় আমরা ভবনের গেটে তালা দিয়ে সকলকে ভবনের ভিতরে অবরুদ্ধ করেছি৷''

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল আটক অবস্থায়  বিডিনিউজ বলেন "আমরা ছাত্রদের বোঝাতে এসেছিলাম৷ আর তারা আমাদের অবরুদ্ধ করে রেখেছে,  মোট ৩৪ জনকে অবরুদ্ধ করেছিল, রাত সাড়ে ১১টার দিকে ছাত্রদের সংখ্যা অনেকটা কমে এলে পেছনের গেইট দিয়ে ১২ জন কর্মকর্তা-কর্মচারী চলে গেছে৷ রেজিস্ট্রার, প্রক্টর ও শিক্ষকসহ ১৫ জন এবং কর্মকর্তা-কর্মচারী মিলে মোট ২২ জন এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছি৷''

বিডিনিউজকে লায়লা ফেরদৌস জানান, প্রশাসনের কার্যক্রমে শিক্ষার্থীদের ‘আস্থা নেই' বলে শিক্ষার্থীরা তাদের জানিয়েছেন৷

এদিকে শিক্ষার্থী জাহিদুর বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছা করলে দ্রুত ভার্চুয়ালি সিন্ডিকেট সভা করে অভিযুক্ত শিক্ষিকাকে স্থায়ী বরখাস্তের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন৷ কিন্তু তারা সে উদ্যোগ নিচ্ছেন না৷ এ অবস্থায় ভারপ্রাপ্ত ভিসি যদি এখানে আসেন, তাকেও অবরুদ্ধ করে আমরা একই দাবি করব৷ টানা ২৭ দিন ধরে এ বিষয়টি নিয়ে আন্দোলনে আছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটা বুঝতে হবে৷''

ছবি: bdnews24.com

২৬ সেপ্টেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের ১৬জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠে বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনের বিরুদ্ধে৷ যার প্রতিক্রিয়ায় পরদিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষার্থী নাজমুল হাসান তুহিন৷

এবং শিক্ষার্থীরা ২৮ সেপ্টেম্বর পরীক্ষা বর্জন করে একাডেমিক এবং প্রশাসনিক ভবনে তাল ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে৷সে দিনই বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর ও সিন্ডিকেট সদস্য পদ থেকে ফারহানা বাতেন পদত্যাগ করেন৷ 

ঘটনা তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা  হয়৷ এবং ৩০ সেপ্টেম্বর ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ কিন্তু শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের৷ একপর্যায়ে শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন থেকে সরে গিয়েছিল শিক্ষার্থীরা৷

গত ২২ অক্টোবর তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত না নেওয়ায় শনিবার থেকে শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করে৷

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দুজন পূর্ব ঘোষণা অনুযায়ী আত্মহত্যার চেষ্টায় কীটনাশক পান করতে গেলে তাদের হাসপাতালে নেওয়া হয়৷

এরপরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের বিসিক মোড়ে সড়ক অবরোধ করলে মহাসড়কের দু'পাশে দীর্ঘ যানজট লেগে যায়৷ পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের শিক্ষক-কর্মকর্তাদের তালা দিয়ে আটকে রাখে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ