1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবীন্দ্র সংগীত চর্চায় খারাপটা বয়ে চলে যাবে স্রোতের মত: সনজীদা খাতুন

৪ অক্টোবর ২০১১

স্বাধীন বাংলাদেশে রবীন্দ্র সংগীতের চর্চা ব্যাপকতর হয়েছে৷ বেড়েছে তার কদর ও গ্রহণযোগ্যতা৷ আজকাল অবশ্য রবীন্দ্র সংগীতের একটা তথাকথিত আধুনিক লেবাস পরানোর প্রাণান্ত চেষ্টা করছেন কেউ কেউ৷

সনজীদা খাতুনছবি: DW

আজকের বাংলাদেশে রবীন্দ্র সংগীতের আবহটিকে অনেকে মিলে আগলে রেখে লালন করে যাচ্ছেন৷ শিল্পী বেড়েছে৷ শিক্ষার্থী বেড়েছে৷ শহর পেরিয়ে তার প্রবেশ ঘটেছে মফস্বলে৷ হঠাৎ আলোর ঝলকানির মত বেরিয়ে আসছেন নতুন কোন শিল্পী৷ প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী ও রবীন্দ্রচর্চার এক বিশিষ্ট ব্যক্তিত্ব সনজীদা খাতুন মনে করেন, রবীন্দ্র সংগীত কিছু বিত্তবান মানুষের মাঝে আর সীমিত নয়৷ তার আবেদন ছড়িয়ে আছে গ্রামে গঞ্জে৷

রবীন্দ্র স্মৃতিধন্য শিলাইদহে এক অনুষ্ঠানের কথা স্মরণ করলেন সনজীদা৷ তাঁর কথায়, ‘‘সেই ৬৫ সালে যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তান আর ভারতের মধ্যে, সেই সময়ে - যুদ্ধের আগে আমরা শিলাইদহে গিয়ে গান করেছিলাম৷ ২২শে শ্রাবণ পালন করেছিলাম৷ আমরা জানতাম গ্রামের লোকে রবীন্দ্র সংগীত শোনেনা, পছন্দ করেনা৷ কিন্তু পাগলের মত এসেছিল সেদিন হাটের লোক৷ সেদিন হাটবার ছিল৷ এসে গান শুনেছিল তারা৷ এই পরিস্থিতিটা আমাদের দিনে দিনে বুঝিয়ে দিয়েছিল, রবীন্দ্র সংগীত কেবল উচ্চবিত্তের গান নয়৷ সেটা সবাই নিতে পারে৷ কারণ রবীন্দ্রনাথের গানের সুরে এমন কিছু আছে, এমন লোক উপাদান আছে এবং আরো কিছু আছে, তার ভাষা এত সরল যে সাধারণ মানুষ তা নিতে পারে৷

রবীন্দ্রচর্চার বিশিষ্ট ব্যক্তিত্ব সনজীদা খাতুনছবি: DW

বাংলাদেশ স্বাধীন হবার পর রবীন্দ্র সংগীত চর্চার ক্ষেত্রে যেন বাঁধ ভেঙে যায়৷ তখন কোন ঝুঁকি নেই, কোন মানা নেই৷ আছে গাওয়ার সুযোগ এবং গানের কদর৷ ফলে গায়ক গায়িকার দল ভারি হতে লাগল৷ গান থাকল কিন্তু মান বোধহয় থাকলনা৷ এই অবস্থার কথাটাই জানালেন সনজীদা খাতুন৷ জানালেন, ‘‘বাংলাদেশ হবার পরে যে-না-সে রবীন্দ্র সংগীত গাইতে আরম্ভ করেছিল৷ রবীন্দ্র সংগীত গাইলে বুঝি খুব আদৃত হবো৷ এই একটা বিশ্রী জিনিস হয়েছিল যাতে রবীন্দ্র সংগীতের গুনের কোন প্রকাশ পেতনা৷ তারপর আস্তে আস্তে চর্চা বেড়েছে৷ অনেকে শান্তিনিকেতনে গিয়ে শিখেছে৷ এখানে যারা থেকেছে তারাও যথেষ্ট যত্ন দিয়ে গান গেয়েছে৷ যেমন সদ্যপ্রয়াত বিলকিস নাসিরুদ্দিন৷ আমাদের - অত্যন্ত বয়স হয়ে গেছে এখন - মালেকা আজিম খান৷ আব্দুল আহাদ, কলিম শরাফী৷ এরা যেসব গান গেয়েছেন তার মধ্যে যে দরদ, তার মধ্যে যে রবীন্দ্র ভাবনার, রবীন্দ্র অনুভূতির যে গভীরতার প্রকাশ তার তো কোন তুলনা নেই৷ তার পরে যারা নতুন এল যেমন বন্যা অত্যন্ত আদৃত শিল্পী৷ পাপিয়া সারওয়ার তার আগের৷ কিন্তু সবার গান যে আমরা ভাল বলতে পারি তা নয়৷''

রবীন্দ্রসংগীতের এক ধরণের আধুনিকীকরণও চলছে ব্যান্ড সংগীত আর বিশেষ করে কলকাতার সিনেমার বদৌলতে৷ ‘পাগলা হাওয়ার বাদল দিনে' গানের মুখবন্ধে ‘ও লালা, ও লালা, ও লালারে' বলে নায়িকার সানন্দ চিৎকারও আজ রবীন্দ্র সংগীত অনুরাগীদের শুনতে হচ্ছে৷ এইযে পরীক্ষানিরীক্ষা, এটা কি রবীন্দ্র সংগীতের শুদ্ধতার জন্য ক্ষতিকর? সনজীদা খাতুন বললেন, ‘‘অদ্ভুত একটা আধুনিকতা ভর করেছে কলকাতার গানকে৷ মাথা নেড়ে নেড়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বিশ্রী করে গান গায়৷ সেজন্য সবার গান যে পছন্দ করতে পারি তা না৷ কিন্তু অনেকেই রবীন্দ্র সংগীত ভাল গাইত৷ এখনও বন্যা গায়, মিতা হক আছে, লাইসা আহমদ লিসা আছে৷ এরকম অনেকেই এখন ভাল গাইছে৷ কিন্তু সবাই যে নির্বিশেষে ভাল গাইছে এমন বলা আমার পক্ষে কঠিন হবে৷ কারণ আমি শিক্ষক মানুষ তো, সবকিছুকে নিতে পারিনা৷ রবীন্দ্র সংগীত চর্চায় যেহেতু এখন বিশ্বভারতীর যে নিষেধাজ্ঞাটা ছিল যে যাখুশি তাই করবেনা, সেটা উঠে গেছে৷ সেই পরিপ্রেক্ষিতে এখন অনেকেই অনেক কিছু করে ফেলতে চেষ্টা করবে - কী ভারতে কী বাংলাদেশে৷ এই জিনিসগুলো আসবে একটা স্রোতের মত৷ সেই স্রোতটা চলে যাবে৷ আমাদের চারপাশে যারা সাধনা করছে তারা কিন্তু ঠিক জিনিসটাকে ধরে রাখবে৷ এটাতে আমার কোন সন্দেহ নেই৷ খারাপটা বয়ে চলে যাবে স্রোতের মত৷''

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ